হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Xqbot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: fy:Harry Potter and the Goblet of Fire; cosmetic changes
১ নং লাইন:
{{HPBooks
| Image = [[Imageচিত্র:Harry Potter and the Goblet of Fire.jpg|200px]]
| Name = হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার
| Author = [[জে. কে. রাউলিং]]
২২ নং লাইন:
}}</ref>
 
== কাহিনী সংক্ষেপ ==
[[চিত্র:Cover-gobletoffire ashwin.jpg‎‎‎|thumb|right|200px|''হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার'']]
=== পূর্ব প্রেক্ষাপট ===
[[হ্যারি পটার]] সিরিজের পূর্ববর্তী চারটি উপন্যাসে, প্রধান চরিত্র হ্যারি পটারকে কেন্দ্র করে কাহিনী গড়ে উঠে। হ্যারির বয়স যখন এক বছর, তখন সেই সময়ের সব্বচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকর [[লর্ড ভলডেমর্ট]] হ্যারির বাবা মাকে হত্যা করে। ভলডেমর্ট হ্যারিকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু কোন এক রহস্যময় কারণে হ্যারি বেঁচে যায় এবং ভলডেমর্টের পতন ঘটে। এরপর থেকে সে তার মাগল খালা ও খালু [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ড|পেতুনিয়া ও ভার্নন ডার্সলির]] সঙ্গে বসবাস করতে থাকে।
 
এগার বছর বয়সে সে জাদুবিশ্বের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে এবং হগওয়ার্টস স্কুলে ভর্তি হয়। সে [[রন উইজলি]] ও [[হারমায়োনি গ্রেঞ্জার]] এর সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং ভলডেমর্টের পুনরায় ক্ষমতায় ফিরে আসার পথে বাঁধা দেয়। পরের বছর কেউ একজন স্কুলে অবস্থিত ''চেম্বার অফ সিক্রেটস'' খুলে দেয় এবং একটি বাসিলিস্ক ছাত্রছাত্রীদের আক্রমণ করতে থাকে। হ্যারি বাসিলিস্কটিকে হত্যা করে এবং ভলডেমর্টের ফিরে আসার আরেকটি পথ বন্ধ করে দেয়। এর পরের বছর হ্যারি জানতে পারে, আজকাবান ভেঙ্গে পালানো বন্দী [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ব|সিরিয়াস ব্ল্যাক]] হ্যারিকে হত্যার টার্গেট করেছে। এই পরিস্থিতিতে স্কুলের নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু শেষে জানা যায়, সিরিয়াস ব্ল্যাক আসলে প্রকৃত অপরাধী নয়, বরং সে হ্যারির গডফাদার।
 
=== মূল কাহিনী ===
বইটির সূচনা হয় যখন [[হ্যারি পটার (চরিত্র)|হ্যারি পটার]] গ্রীষ্মের ছুটিতে [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ব|ফ্র্যাঙ্ক ব্রাইস]] (রিডল পরিবারের বাড়ির কেয়ারটেকার), [[লর্ড ভলডেমর্ট]] ও তার ডেথ ইটার [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#প|পিটার পেট্টিগ্রু]], এই তিনজনকে নিয়ে একটি স্বপ্ন দেখে। স্বপ্নে হ্যারি দেখতে পায়, ভলডেমর্ট ব্রাইসকে হত্যা করেছে। পরবর্তীতে হ্যারি, [[হারমায়োনি গ্রেঞ্জার]] ও [[রন উইজলি]] অন্যান্য [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#উ|উইজলিদের]] সাথে কুইডিচ বিশ্বকাপের খেলা দেখতে যায়। সেখানে ভলডেমর্টের কিছু অনুসারী সেখানে হামলা চালায়; কিন্তু আকাশে ডার্ক মার্ক দেখে তারা পালিয়ে যায়।
 
৪৬ নং লাইন:
হ্যারি ট্রাইউইজার্ড চ্যাম্পিয়ন হওয়ার বদৌলতে ১০০০ গ্যালিওন পুরস্কার লাভ করে। কিন্তু সে এই অর্থ নিজে গ্রহণ না করে, [[ডাম্বলডোর'স আর্মি#ফ্রেড ও জর্জ উইজলি|ফ্রেড ও জর্জ উইজলিকে]] তাদের জোকশপ খোলার জন্য দিয়ে দেয়।
 
== অধ্যায়সমূহ ==
''গবলেট অফ ফায়ারে'' মোট ৩৭ টি অধ্যায় রয়েছে। এগুলো হলঃ
 
৮৭ নং লাইন:
৩৭। দ্য বিগিনিং (সূচনা)
 
== রূপায়ণ ==
=== চলচ্চিত্র ===
''গবলেট অফ ফায়ার'' বইয়ের কাহিনী অবলম্বনে একই নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এটি ২০০৫ সালের ১৮ নভেম্বর মুক্তি পায়। ওয়ার্নার্স ব্রাদার্স স্টুডিও থেকে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাইক নিউয়েল এবং প্রযোজনা করেছেন ডেভিড হেয়ম্যান। স্টিভ ক্লোভস এর চিত্রনাট্য লিখেছেন। বরাবরের মত এ চলচ্চিত্রেও [[ড্যানিয়েল র‌্যাডক্লিফ]], রুপার্ট গ্রিন্ট, এমা ওয়াটসন, মাইকেল গ্যাম্বন, অ্যালান রিকম্যান, ম্যাগি স্মিথ, মার্ক উইলিয়ামস, ম্যাথিউ লেউয়িস, বোনি রাইট, অলিভার ও জেমস ফেল্পস, ডেভিড ব্র্যাডলি, জেসন আইজ্যাকস, টম ফেল্টন ও রোবি কলট্রেন অভিনয় করেছে। এছাড়া র‌্যালফ ফাইনেস, ব্রেন্ডন গ্লিসন, রজার লয়েড-প্যাক, ফ্রান্সেস ডি লা ট্যুর, প্রেড্রাগ জেলাক, স্ট্যানিস্লাভ ইয়ানেভস্কি, ক্লেঁমেন্স পয়েঁসি, শেফালি চোধুরী, আফশান আজাদ ও ক্যাটি লিয়াং প্রথমবারের মত এই সিরিজে অভিনয় করে।
 
=== ভিডিও গেমস ===
ইলেকট্রনিক্স আর্টস ২০০৫ সালে ''গবলেট অফ ফায়ার'' বই ও চলচ্চিত্রের কাহিনী অবলম্বনে একটি ভিডিও গেমস নির্মাণ করেছে।
 
== অনুবাদ ==
মূল নিবন্ধঃ [[অনুবাদে হ্যারি পটার]]
 
সিরিজের অন্য বইগুলোর মত ''গবলেট অফ ফায়ার'' বইটিও বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। বইটি সর্বপ্রথম ভিয়েতনামি ভাষায় অনূদিত হয়, এরপর একে একে সার্বীয়, ডাচ, জার্মান, রুশ, হিন্দি, বাংলা, আরবি, ফরাসি, ফারসি প্রভৃতি ভাষায় অনূদিত হতে থাকে। ফ্রান্স ও নেদারল্যান্ডে বইটির অনেক বেআইনী অনুবাদও প্রকাশিত হয়।<ref>{{cite web | title=Harry auf Deutsch: Projekt-Übersicht der Harry Potter Übersetzung(en) | url=http://www.harry-auf-deutsch.de/ | accessdate=5 December 2005}}</ref> চেক প্রজাতন্ত্রে, বেশ কয়েকজন তরুণ ছেলেমেয়ে বইটির ইংরেজি সংস্করণ বের হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই এর অর্ধেক অনুবাদ করে ফেলে।<ref name="prague">{{cite web | title=News | url=http://www.radio.cz/en/news/42665 | accessdate=1 June 2009|date=05.07.2003|publisher=Radio Prague}}</ref>
 
=== বাংলা ভাষায় অনুবাদ ===
অঙ্কুর প্রকাশনী ''হ্যারি পটার'' সিরিজের বইগুলোকে [[বাংলাদেশ|বাংলাদেশে]] বাংলা ভাষায় প্রকাশ করেছে।<ref>{{cite web|url=http://http://www.ankur-prakashani.com/topbooks.php|title=Ankur prakashani publishes the Bengali version of Harry Potter books}}</ref> সিরিজের চতুর্থ বই ''গবলেট অফ ফায়ার'' এর বাংলা অনুবাদ ২০০৬ সালের ফেব্রুয়ারিতে অঙ্কুর সর্বপ্রথম বাংলাদেশে প্রকাশ করে। অনুবাদক অসীম চৌধুরী বইটিকে সহজ ও সরলভাবে বাংলা ভাষায় অনুবাদ করেছেন। এর পৃষ্ঠাসংখ্যা ৫০৫। বইটি বাংলাভাষী হ্যারি পটার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
 
== আরো দেখুন ==
{{Wikipedia-Books|Harry Potter}}
{{-}}
 
== তথ্যসূত্র ==
{{reflist}}
 
১১৬ নং লাইন:
{{Hugo Award Best Novel 2001-2020}}
 
[[Categoryবিষয়শ্রেণী:Harry Potter books|04]]
 
[[বিষয়শ্রেণী:2000 novels]]
[[Category:Harry Potter books|04]]
[[Categoryবিষয়শ্রেণী:Hugo Award Winner for Best Novel]]
[[Category:2000 novels]]
[[বিষয়শ্রেণী:Sequel novels]]
[[Category:Hugo Award Winner for Best Novel]]
[[Category:Sequel novels]]
 
[[ar:هاري بوتر وكأس النار]]
১৩৯ ⟶ ১৩৮ নং লাইন:
[[fo:Harry Potter og Eldbikarið]]
[[fr:Harry Potter et la Coupe de feu]]
[[fy:Harry Potter and the Goblet of Fire]]
[[gl:Harry Potter e o Cáliz de fogo]]
[[he:הארי פוטר וגביע האש]]