হেভি মেটাল সঙ্গীত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: সংগীত > সঙ্গীত
১৫ নং লাইন:
}}
 
'''হেভি মেটাল''' হলো রক ধারার সংগীতেরসঙ্গীতের একটি উপধারা, যা পরিবর্ধিত হয়েছে ৬০-এর দশকের শেষের ও ৭০-এর দশকের প্রথম দিকে মূলত আমেরিকা ও ইংল্যান্ডে ।এ ধারার সংগীতেরসঙ্গীতের মূল অবস্থিত [[সাইকেডেলিক রক]] ও [[ব্লুজ রক]]-এ। এ ধারার ব্যান্ডগুলো বিকট শব্দের সৃষ্টি করেছিল খুব বিবর্ধিত বিকৃতির মাধ্যমে, দীর্ঘ সময়ের গিটার বাদন,শক্তিশালী আঘাত ও সর্বোপরি উচ্চ শব্দের মাধ্যমে। শুরুর দিকের ব্যান্ডগুলো যেমন-[[ব্ল্যাক সাবাথ]], [[লেড জেপলিন]], [[ডিপ পার্পল]] বিপুল সংখ্যক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই ব্যান্ডগুলোকে এই ধারার সংগীতেরসঙ্গীতের পথিকৃত বলা যায়। মধ্য সত্তরের দশকে [[জুডাস প্রিস্ট]] ব্যান্ড হেভি মেটালের ব্লুজের মিশ্রণ অনেকাংশে দূর করেছিল। [[মোটরহেড]] ব্যান্ড এতে [[পাঙ্ক রক]]-এর স্বাদ ও দ্রুততা যোগ করে। ৮০-এর দশকে আন্ডারগ্রাউন্ড দৃশ্যপট যোগ করে আরো আক্রমণাত্নক ও চূড়ান্ত পরিণতি।[[থ্রাশ মেটাল]] ধারার সংগীতসঙ্গীত মূলধারায় ভাগ হয়ে যায় [[মেগাডেথ]]ও [[মেটালিকা]] ব্যান্ডের মাধ্যমে এবং [[ডেথ মেটাল]] ও [[ব্ল্যাক মেটাল]] উপসাংস্কৃতিক ঘটনা হিসেবে প্রতীয়মান হতে থাকে। ৯০-এর দশকের মাঝামাঝিতে জনপ্রিয় ধারা [[ন্যু মেটাল]]-এর আবির্ভাব ঘটে।এতে [[গ্রুঞ্জ]] ও [[হিপহপ]] উপাদানের সাথে [[এক্সট্রিম মেটাল]] ও [[হার্ডকোর পাঙ্ক]] ধারার গানের মিশ্রণ লক্ষণীয়, যা হেভি মেটালের সংজ্ঞাকে বিবর্ধিত করে।
==গঠন==
[[File:Judas_Priest_Retribution_2005_Tour.jpg|200px|thumb| জুডাস প্রিস্ট ব্যান্ড ২০০৫ সালে এক কনসার্টে]]