বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১৬ নং লাইন:
 
বীরেন্দ্রকৃষ্ণের সর্বাধিক পরিচিতি তাঁর ''[[মহিষাসুরমর্দিনী (বেতার অনুষ্ঠান)|মহিষাসুরমর্দিনী]]'' নামক বেতার সংগীতালেখ্যটির জন্য। ১৯৩১ সাল থেকে অদ্যাবধি [[মহালয়া|মহালয়ার]] দিন ভোর চারটের সময় কলকাতার [[আকাশবাণী]] থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। বীরেন্দ্রকৃষ্ণ এই অনুষ্ঠানের গ্রন্থনা ও শ্লোকপাঠ করেছেন।<ref>[http://timesofindia.indiatimes.com/news/city/delhi/Mahalaya-ushers-in-the-Puja-spirit/articleshow/5028658.cms Mahalaya ushers in the Puja spirit] [[The Times of India]], TNN 19 September 2009.</ref><ref>''Hindustan year-book and who's who, Volume 60''. Publisher: M. C. Sarkar., 1992. ''pp 227'', ''Death date ref.''</ref> বীরেন্দ্রকৃষ্ণ একাধিক নাটকে অভিনয় ও পরিচালনার কাজও করেন। ১৯৫৫ সালে ''নিষিদ্ধ ফল'' নামে একটি চলচ্চিত্রের চিত্রনাট্যও রচনা করেছিলেন তিনি।<ref>{{imdb|1802473}}</ref>
 
== প্রথম জীবন ও শিক্ষা ==
১৯০৫ সালের ৪ অগস্ট উত্তর কলকাতায় মাতুলালয়ে বীরেন্দ্রকৃষ্ণের জন্ম হয়। তাঁর পিতা ছিলেন রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র ও মা ছিলেন সরলাবালা দেবী। পরবর্তীকালে ঠাকুমা যোগমায়া দেবীর কেনা ৭, রামধন মিত্র লেনে উঠে আসেন তাঁর পরিবারবর্গ। কালীকৃষ্ণ ভদ্র ছিলেন বহুভাষাবিদ। তিনি ১৪টি ভাষা জানতেন। নিম্ন আদালতে দোভাষীর কাজ করতেন তিনি। পরবর্তীকালে বাংলা সাহিত্যের জগতে তিনি হয়ে উঠেছিলেন এক পরিচিত ব্যক্তিত্ব। কালীকৃষ্ণ পুলিশ কোর্টের বিশিষ্ট আইনজীবী কালীচরণ ঘোষের দ্বিতীয় সন্তান সরলাবালা দেবীকে বিবাহ করেন। ১৯২৭ সালে তিনি "[[রায়বাহাদুর]]" খেতাব পান। কালীকৃষ্ণের দুই পুত্র জন্মায় - ভূপেন্দ্রকৃষ্ণ ও বীরেন্দ্রকৃষ্ণ।
 
বীরেন্দ্রকৃষ্ণ ১৯২৬ সালে ইন্টারমিডিয়েট ও ১৯২৮ সালে কলকাতার [[স্কটিশ চার্চ কলেজ, কলকাতা|স্কটিশ চার্চ কলেজ]] থেকে স্নাতক হন।
 
==পাদটীকা==