অ্যাসিড বৃষ্টি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
pic+
সম্পাদনা
১ নং লাইন:
[[File:Origins of acid rain.svg|right|350 px|Processes involved in acid deposition (note that only SO<sub>2</sub> and NO<sub>x</sub> play a significant role in acid rain).]]
'''অ্যাসিড বৃষ্টি''' ([[ইংরেজি ভাষা{{en|ইংরেজি ভাষায়]]: [[Acid rain]]}}) এক ধরনের বায়ু দূষণবায়ুদূষণ, যাতে বিদ্যুৎ সরবরাহ কারখানা এবং অন্যান্য উৎস থেকে সৃষ্টিসৃষ্ট বায়ুবাহিত অ্যাসিডের কণা পৃথিবীর দূরবর্তী অঞ্চলে বৃষ্টির সাথে ঝরে পড়ে। অ্যাসিড -বৃষ্টির ক্ষয়কারী ধর্ম পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। জীবাশ্ম জ্বালানি,জ্বালানী যেমন-: কয়লা, প্রাকৃতকপ্রাকৃতিক গ্যাস, তেল ইত্যাদির দহনের ফলে সৃষ্ট সালফার ডাই অক্সাইড (SO<sub>2</sub>) এবং নাইট্রোজেনের (N) বিভিন্ন অক্সাইড বাতাসের জলীয় বাষ্প ও অন্যান্য রাসায়নিক পদার্থের সাথে মিলে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং অন্যান্য দূষকদূষণকারী পদার্থ সৃষ্টি করে। এই অ্যাসিডীয় দূষকগুলিদূষণকারী পদার্থগুলি বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরেউপরের স্তরে পৌঁছে এবং বাতাসের মাধ্যমে শত শত মাইল দূরে চলে যায়। পরিশেষে এগুলি [[বৃষ্টি]], [[তুষার]] বা কুয়াশার আকারে, এমনকি অদৃশ্য অবস্থায় শুষ্ক আকারেও মাটিতে নেমে আসে।
 
পূর্বাঞ্চলীয় উত্তর আমেরিকা, [[জাপান]], [[চীন]], দক্ষিণ-পূর্ব [[এশিয়া]] এবং [[ইউরোপ|ইউরোপে]] অ্যাসিড বৃষ্টি বহু ক্ষয়ক্ষতি সাধন করেছে। অ্যাসিড বৃষ্টির ফলে মৃত্তিকাতেমাটিতে গাছের পুষ্টি উপাদানের পরিমাণ কমে যায়, গাছের বৃদ্ধি ব্যহতব্যাহত হয়, হ্রদ ও জলাশয়জলাশয়কে মাছ ও অন্যান্য প্রাণীর বসবাসের অযোগ্য করে তোলে। শহরাঞ্চলে অ্যাসিড বৃষ্টি দালানকোঠা ও ভাস্কর্যেরভাষ্কর্যের স্বাভাবিক ক্ষয় ত্বরান্বিত করে। অন্যান্য রাসায়নিক উপাদানের সাথে মিলে অ্যাসিড -বাষ্প নগরে ধোঁয়াশার সৃষ্টি করে। ধোয়াঁশাধোঁয়াশা সেবন করে শহরের মানুষের ফুসফুস আক্রান্ত হয় এবং আয়ু কমে যায়।
 
==তথ্যসূত্র==
{{reflist}}
 
[[বিষয়শ্রেণী:পরিবেশ রসায়ন]]