দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
+en
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: আক্রমন > আক্রমণ
২ নং লাইন:
==১৯৩৯==
===সেপ্টেম্বর===
: '''০১ :''' সকাল ৪:৩০ মিনিটে [[নাজি জার্মানি|জার্মান বাহিনী]] পোল্যান্ডের কয়েকটি স্থাপনায় আঘাত হানতে শুরু করে। এর মাধ্যমেই [[পোল্যান্ড আক্রমনআক্রমণ (সেপ্টেম্বর)]] এর সূচনা হয়। [[যুক্তরাজ্য]] এবং [[ফ্রান্স]] জার্মানির দ্রুত অপসারণ দাবী করে।
:: যুক্তরাজ্য তার [[যুক্তরাজ্য স্বরাষ্ট্র সীমান্ত (দ্বিতীয় বিশ্বযুদ্ধ)|স্বরাষ্ট্র সীমান্ত]] (Home front) খুলে দেয় এবং [[বৃটিশ সেনাবাহিনী|বৃটিশ সেনা-সমাবেশের]] ঘোষণা দেয়। একই সাথে তারা জর্মান সেনাবাহিনীকে অপসারণের পরিকল্পনা হাতে নেয়।
: '''০৩:''' ক্রোধে উন্মত্ত সরকারসমূহ পোল্যান্ড আক্রমনেরআক্রমণের বিরুদ্ধে সাড়া দেয় এবং এরই সাথে [[দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনীতি ও কূটনীতি|দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনীতি ও কূটনীতির]] সূত্রপাত ঘটে। [[যুক্তরাজ্য]], [[অস্ট্রেলিয়া]] এবং [[নিউজিল্যান্ড]] সকাল ১১:১৫ মিনিটে যুদ্ধ ঘোষণা করে এবং বিকাল ৫:০০ টায় [[ফ্রান্স]] তাদের সাথে যোগ দেয়।
:: [[জার্মান নৌবাহিনী (দ্বিতীয় বিশ্বযুদ্ধ)|জার্মান নৌবাহিনীর]] আক্রমনেরআক্রমণের মাধ্যমে [[দ্বিতীয় আটলান্টিক যুদ্ধ]] শুরু হয়।
: '''০৪:''' [[রাজকীয় বিমান বাহিনী (দ্বিতীয় বিশ্বযুদ্ধ)|ইংরেজ বিমান বাহিনীর]] জার্মান নৌ স্থাপনাগুলোর উপর আক্রমনেরআক্রমণের মাধ্যমে ইউরোপে মিত্রশক্তির যুদ্ধের যাত্রা আরম্ভ হয়।
: '''০৭:''' [[সার্বুকেন]] নামক স্থানের নিকট দিয়ে ফরাসি প্রহরী সেনাদল জার্মানিতে প্রবেশ করে।
: '''১০:''' [[কানাডা]] জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
: '''১৭:''' [[সোভিয়েত ইউনিয়ন]] পূর্ব দিক থেকে পোল্যান্ড আক্রমনআক্রমণ করে এবং [[কার্জন লাইন|কার্জন লাইনের]] পূর্বাংশসহ [[বিয়ালিস্তোক]] এবং পূর্ব [[গ্যালিসিয়া]] অঞ্চলসমূহ দখল করে নেয়।
: '''১৮:''' জার্মান সেনাদল [[ওয়ারস]] ঘিরে ফেলে।
: '''২৫:''' খাদ্য সরবরাহের মাধ্যমে জার্মান স্বরাষ্ট্র সীমান্তের রেশন প্রদান কার্যক্রম শুরু হয়।
১৭ নং লাইন:
===অক্টোবর===
: '''০৫:''' সোভিয়েত ইউনিয়ন [[ফিনল্যান্ড]] এর সাথে দুদেশের সীমান্ত নির্ধারণ প্রসঙ্গে আলোচনা শুরু করে।
: '''০৬:''' জার্মানদের পোল্যান্ড আক্রমনেরআক্রমণের সময় পোলিশরা যে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল তার সমাপ্তি ঘটে। ফিনল্যান্ড সৈন্য-সমাবেশ শুরু করে।
:: [[এডলফ হিটলার]] [[রাইখস্টাগ|রাইখস্টাগ দালানের]] সামনে তার বিখ্যাত ভাষণ দেয় এবং এ সময় [[বৃটেন]] এবং ফ্রান্সের সাথে শান্তি পুনঃস্থাপন প্রসঙ্গে আলোচনায় বসার ইচ্ছা ব্যক্ত করে।
: '''০৯:''' হিটলার [[বেলজিয়াম]], ফ্রান্স, [[লুক্সেমবার্গ]] এবং [[নেদারল্যান্ড]] আক্রমনেরআক্রমণের জন্য প্রস্তুতির নির্দেশ দেয়।
: '''১০:''' জার্মান নৌবাহিনী হিটলারের কাছে [[নরওয়ে]] আক্রমনেরআক্রমণের প্রস্তাব করে।
: '''১৪:''' [[ইউ-৪৭]] এর আঘাতে ইংরেজ যুদ্ধজাহাজ [[এইচ এম এস রয়েল ওক]] [[স্ক্যাপা ফ্লো]] পোতাশ্রয়ে ডুবে যায়।
: '''১৯:''' পোল্যান্ডের একাংশ আনুষ্ঠানিকভাবে জার্মানির অন্তর্ভুক্ত হয়। পোল্যান্ডের [[লুবলিন|লুবলিনে]] প্রথম ইহুদী [[গেটো]] (শহরের ইহুদী অঞ্চল) প্রতিষ্ঠিত হয়।
২৮ নং লাইন:
: '''০৮:''' একটি ভাষণ দেয়ার সময় বোমার আঘাতে হিটলারকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়। এটি [[ভেনলো ঘটনা]] হিসেবে খ্যাত। এতে দুইজন বৃটিশ গোয়েন্দা কর্মকর্তা আটক হয়। জার্মানরা [[হ্যান্স ফ্রাঙ্ক|হ্যান্স ফ্রাঙ্ককে]] পোল্যান্ডের গভর্ণর নিয়োগ করে এবং ইহুদী বিরোধী কার্যক্রম ত্বরান্বিত করার আদেশ দেয়।
: '''১৭:''' [[প্যারিস|প্যারিসে]] '''চেকোশ্লোভাক জাতীয় কমিটি''' গঠিত হয়।
: '''৩০:''' সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমনআক্রমণ করে এবং এরই আধ্যমে [[শীতকালীন যুদ্ধ|শীতকালীন যুদ্ধ]] ([[রুশো ফিনিশ যুদ্ধ]]) সূত্রপাত হয়।
 
===ডিসেম্বর===
: '''০৭:''' [[ইতালি]] পুনরায় তার নিরপেক্ষতা ঘোষণা করে।
: '''১৩:''' বৃটিশ নৌবহর জার্মানির যুদ্ধজাহাজ [[এডমিরাল গ্রাফ স্পি]] আক্রমনআক্রমণ করে এবং [[রিভির প্লেট যুদ্ধ]] শুরু হয়।
: '''১৪:''' [[জাতিপুঞ্জ]] থেকে সোভিয়েত ইউনিয়নের সদস্যপদ বাতিল করা হয়।
: '''১৭:''' [[মন্টেভিডিও]] পোতাশ্রয়ে '''এডমিরাল গ্রাফ স্পি''' জাহাজের পতন ঘটে। এর মধ্যে কাপুরুষোচিতভাবে ছিদ্র করে দেয়া হয় যার ফলে তা ডুবে যায়।
৬৫ নং লাইন:
 
===মার্চ===
: '''০১:''' সোভিয়েত সেনাদল [[ফিনল্যান্ড|ফিনল্যান্ডের]] দ্বিতীয় বৃহত্তম শহর [[ভাইপুরি|বাইপুরিতে]] (Viipuri) আক্রমনআক্রমণ শুরু করে।
: '''০৫:''' ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নকে বলে যে যুদ্ধ শেষ করার জন্য তারা সোভিয়েত ইউনিয়নের সব শর্ত মেনে নেবে।
: '''১২:''' ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে।