২,০০,১০৩টি
সম্পাদনা
অ (রোবট যোগ করছে: simple:Electron configuration) |
অ (বট বানান ঠিক করছে: ভ্রমন > ভ্রমণ) |
||
[[Image:Electron orbitals.svg|right|thumb|350px|ইলেকট্রনের আণবিক ও পারমাণবিক অরবিটালসমূহ]]
[[আণবিক পদার্থ বিজ্ঞান]] এবং [[কোয়ান্টাম রসায়ন]] অনুযায়ী '''ইলেক্ট্রন বিন্যাস''' হচ্ছে কোন [[অণু]], [[পরমাণু]] বা অন্য কোন বস্তুতে [[ইলেক্ট্রন|ইলেক্ট্রনের]] সজ্জা। ইলেক্ট্রন নির্দিষ্ট সম্ভাব্য এলাকা জুড়ে
অর্বিটালের আকৃতি এবং ইলেক্ট্রন ধারণক্ষমতাকে যথাক্রমে ইংরেজি বর্ণ s,p,d,f দ্বারা নির্দেশ করা হয়। এছাড়াও g,h এবং i বর্ণ দিয়েও নির্দেশ করার বিধান রয়েছে কিন্তু এখনও পর্যন্ত এগুলো ব্যবহারের প্রয়োজন পড়েনি। প্রতিটি অর্বিটালের শক্তিমাত্রা নির্দিষ্ট। ইলেক্ট্রন এক শক্তিমাত্রার অর্বিটাল থেকে অন্য শক্তিমাত্রার অর্বিটালে ঝাঁপ দিতে পারে। এর ফলে [[ফোটন]] নামের একপ্রকার [[কোয়ান্টাম]] শক্তি কণার নিঃসরণ ঘটে। অর্বিটালের শক্তিমাত্রাকে ১ থেকে ৭ এর মধ্যের কোন একটি [[পূর্ণ সংখ্যা]] দ্বারা নির্দেশ করা হয় এবং তা অর্বিটাল নির্দেশক বর্ণের সাথে বসানো হয়।
|
সম্পাদনা