গ্রুঞ্জ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: an, bar, be, be-x-old, bg, bs, ca, cs, da, de, el, es, et, eu, fa, fi, fr, ga, gl, he, hr, hu, id, it, ja, ka, ko, lt, lv, mk, ms, nds, nl, nn, no, pl, pt, ro, ru, scn, sh, simple, sk, sl, sr, sv, th, tr, uk, uz,
সম্পাদনা সারাংশ নেই
১৫ নং লাইন:
[[File:Nirvana_around_1992.jpg|left|200px|thumb| ১৯৯২ সালে নিরভানা এমটিভি মিউজিক এ্যাডওয়ার্ড অনুষ্ঠানে]]
 
'''গ্রুঞ্জ''' এক প্রকারের সংগীত ধারা যা [[অল্টারনেটিভ রক]] এর উপধারা হিসেবে দেখা হয়।১৯৮০-এর দশকের মাঝামাঝিতে ওয়াশিংটন-এ, বিশেষ করে সিয়াটলে এ ধারা বিকাশ লাভ করে ।[[হার্ডকোর পাঙ্ক]], [[হেভি মেটাল]] ও ইন্ডি রক ধারার গানে থেকে এ ধারার গান অনুপ্রেরণা লাভ করেছে। গ্রুঞ্জ ধারার গান বাণিজ্যিকভাবে সফল হয়ে ওঠে হয় ১৯৯০-এর দশকের ১ম ভাগে বিশেষকরে যখন [[নিরভানা]] ব্যান্ডের নেভারমাইন্ড ও [[পার্ল জ্যাম]] ব্যান্ডের টেন প্রকাশিত হয়।এসব ব্যান্ডের সাফল্য [[অল্টারনেটিভ রক]] গানের জনপ্রিয়তাকে বাড়িয়ে তোলে ও গ্রুঞ্জকে [[হার্ডরক]]-এর মাঝে জনপ্রিয় করে তোলে।অনেক গ্রুঞ্জ ব্যান্ড জনপ্রিয়তার কারণে অস্বস্তিতে ভোগে ও ব্যান্ডগুলো ভেংগে যেতে থাকে ১৯৯০-এর দশকের শেষের দিকে।
==উপস্থাপনা==
গ্রুঞ্জ কনসার্টগুলো বাহুল্যবিবর্জিত থাকতে চায়। কোন ধরণের অতিরিক্ত আলোকসজ্জা , জটিল ও উচ্চ বাজেটের পরিবেশনা তারা এড়াতে চায়।জ্যাক এন্ডিনো ১৯৯৬ সালে হাইপ নামক তথ্যচিত্রে বলেন সিয়াটলের ব্যান্ডগুলো অসংলগ্ন থাকে সরাসরি মঞ্চ পরিবেশনার ক্ষেত্রে, তাদের প্রাথমিক লক্ষ্য বিনোদনদাতা হওয়ার চেয়ে ‘’রক আউট’’ করা। গ্রুঞ্জ ব্যান্ডগুলো মিতব্যয়ী তাদের কাপড় চোপড়ের ক্ষেত্রে।সাবপপ-এর জোনাথন পনিম্যান বলেনঃ”কাপড়গুলো সস্তা , টেকসই ও এগুলো একধরণের সময়হীন ধরণের । এটা এক ধরনের অতি উজ্জ্বল ১৯৮০-এর দশকের ফ্যাশনের বিপরীতে চলা। মিউজিক সাংবাদিক চার্লস আর ক্রস বলেনঃ” কার্ট কোবাইন শ্যাম্পু করার ব্যাপারে অলস ছিলেন।“পাঙ্ক ও[[অল্টারনেটিভ রক]] -এর প্রভাব ছাড়াও ১৯৭০-এর দশকের প্রথমদিকের [[হেভি মেটাল]] ব্যান্ডগুলোর দ্বারা গ্রুঞ্জ ব্যান্ডগুলো প্রভাবিত হয়েছে ।