চাঁদ সদাগর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৫ নং লাইন:
==চম্পক নগর==
[[Image:BD Mahasthangarh8.JPG|thumb|right|180px|[[বাংলাদেশ|বাংলাদেশের]] [[বগুড়া|বগুড়ার]] নিকটবর্তী এই ধ্বংসাবশেষটিকে বেহুলা-লখিন্দরের লৌহবাসর বলে দাবি করা হয়।]]
অনেকে মনে করেন, চম্পক নগর [[অঙ্গদেশ|অঙ্গদেশে]] অবস্থিত ছিল।<ref>{{cite web | url =http://bihula.rediffblogs.com/2005_31_07_bihula_archive.html
[[মহাস্থানগড়]] দুর্গের ৩ কিমি দক্ষিণে, বগুড়ার ৯ কিমি উত্তরে, বগুড়া-রংপুর সড়কের পাশে, প্রায় ১ কিমি সরু রাস্তা দিয়ে সংযোগকৃত গোকুল গ্রামের খননকৃত ধ্বংশাবশেষ গোকুল মেধ নামে পরিচিত। এই অঞ্চলকে স্থানীয়ভাবে বেহুলার বাসর ঘর বা লক্ষ্মীন্দর মেধ বলে। ১৯৩৪-৩৬ সালে খননকৃত স্থানে একটি বিস্তৃত আঙিনার সাথে ১৭২ টি বদ্ধঘর পাওয়া গেছে যা ষষ্ঠ থেকে সপ্তম শতকে তৈরি। স্থানীয় লোকাচার এটিকে বেহুলা-লক্ষ্মীন্দর কাহিনীর সাথে জড়িয়ে ফেলে। মহাস্থানগড় এলাকার চেঙ্গিসপুর গ্রামে, উত্তর-পশ্চিম কোণার ৭০০ মিটার পশ্চিমে একটি মন্দিরের ধ্বংশাবশেষ পাওয়া গেছে। টিলাটির নাম চাঁদ সওদাগরের স্ত্রী খুল্লানার নামে রাখা হয়েছে। একসময়ের স্রোতস্বিনী এবং বর্তমানের ম্রিয়মাণ নদী [[করতোয়া নদী|করতোয়া]] কাছাকাছি এলাকা দিয়ে প্রবাহিত হয়।<ref>Hossain, Md. Mosharraf, ''Mahasthan: Anecdote to History'', 2006, pp. 56-65, Dibyaprakash, 38/2 ka Bangla Bazar, Dhaka, ISBN 984 483</ref>
| title = Bihula, the legendary lady of Anga/ Ang Desh| accessdate = 2007-12-12 | last = | first = | work = | publisher = rediff.com, 1 August 2005}}</ref> [[মহাস্থানগড়|মহাস্থানগড়ের]] ৩ কিলোমিটার দক্ষিণে এবং [[বগুড়া]] শহরের ৯ কিলোমিটার উত্তরে বগুড়া-রংপুর সড়ক থেকে ১ কিলোমিটার দূরে গোকুল মেধ নামে একটি জায়গা রয়েছে। এই জায়গাটির স্থানীয়ভাবে বেহুলার বাসরঘর বা লক্ষ্মীন্দ্রের মেধ নামে পরিচিত। ১৯৩৪-৩৬ সালে এখানে খননকার্যের সময় একটি সারিবদ্ধ অঙ্গনে ১৭২টি আয়তাকার বদ্ধঘরের সন্ধান মিলেছে। এটি খ্রিষ্টীয় ষষ্ঠ অথবা সপ্তম শতাব্দীতে নির্মিত হয়। স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী, এই স্থানটি বেহুলা ও লখিন্দরের সঙ্গে যুক্ত। মহাস্থানগড়ের চেঙ্গিসপুর গ্রামে ধ্বংসস্তুপের উত্তর-পশ্চিম কোণ থেকে ৭০০ মিটার পশ্চিমে একটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটিকে খুল্লনার ঢিপি বলা হয়। এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত [[করতোয়া নদী|করতোয়া]] নদী এখন শীর্ণকায়া হলেও অতীতে এই নদী বিশালাকার ছিল বলে জানা যায়।<ref>Hossain, Md. Mosharraf, ''Mahasthan: Anecdote to History'', 2006, pp. 56-65, Dibyaprakash, 38/2 ka Bangla Bazar, Dhaka, ISBN 984 483</ref>
 
 
বগুড়া থেকে আরো উত্তরে আসামের ধুবরী জেলা, মনসার পালক মাতা নিতার আবাসভূমি হিসেবে গণ্য হয়। কলকাতার গাড়িয়ার একটি মন্দির চাঁদ সওদাগরের তৈরি বলে ধারণা করা হয়। ধ্বংশাবশেষ ও [[গাউর, পশ্চিম বঙ্গ|গাউরের]] বাঁধের মধ্যবর্তী ধ্বংশপ্রাপ্ত একটি স্থাপত্যকে চাঁদ সওদাগরের বাড়ি বলে মনে করা হয়।<ref>{{cite web | url = http://banglapedia.org/HT/G_0051.HTM | title = Gaur | accessdate = 2007-12-12 | last = Ray | first = Aniruddha | work = Banglapedia | publisher = Asiatic Society of Bangladesh}}</ref>