রবার্ট ব্যাডেন পাওয়েল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: দক্ষিন > দক্ষিণ
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: গ্রহন > গ্রহণ
২ নং লাইন:
'''রবার্ট ব্যাডেন পাওয়েল''' ([[ফেব্রুয়ারি ২২]] , [[১৮৫৭]] - [[৮ জানুয়ারি]], [[১৯৪১]]) বিশ্বব্যপী [[স্কাউটিং|স্কাউট]] আন্দোলনের প্রতিষ্ঠাতা। পূর্ণ নাম '''রবার্ট স্টিভেন্সন স্মিথ ব্যাডেন পাওয়েল'''। স্কাউটদের মাঝে তিনি '''বি.পি.''' এবং '''গিলওয়েলের ব্যাডেন পাওয়েল''' নামেও সমাধিক পরিচিত।
 
'''ব্যাডেন পাওয়েল''' ১৮৭৬ সালে একজন [[লেফটেন্যান্ট]] হিসেবে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন। ব্রিটিশ সেনাবাহিনীর অফিসার হিসেবে তিনি [[ভারত]], [[দক্ষিণ আফ্রিকা]] প্রভৃতি ব্রিটিশ উপনিবেশে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন এবং বেশ কিছু ইতিহাস প্রসিদ্ধ যুদ্ধে অংশগ্রহনঅংশগ্রহণ করেন। সামরিক জীবনের শেষদিকে তিনি [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] ফিরে যান এবং অশ্বারোহী বাহিনীর গুরুত্বপূর্ন পদের দায়িত্ব গ্রহণ করেন। অবশেষে ১৯১০ সালে '''ব্যাডেন পাওয়েল''' [[লেফটেন্যান্ট জেনারেল]] হিসেবে অবসর গ্রহণ করেন।
 
সামারিক বাহিনীতে কর্মরত থাকাকালীন বিভিন্ন অভিজ্ঞতা থেকে, বিশেষ করে [[ম্যাফেকিং]] এর যুদ্ধ থেকে তিনি ধারনা পান বালকদের কে দিয়েও উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ সমাধা করা যেতে পারে। [[ম্যাফেকিং]] এর যুদ্ধে স্বেচ্ছাসেবক বালকদলের অবদান দেখে তিনি অভিভূত হন এবং এর পর থেকেই বালকদের কে নিয়ে কিছু একটা করার পরিকল্পনা চলতে থাকে। পরবর্তীতে [[স্কাউটিং|স্কাঊট]] আন্দোলন হিসেবে যা আত্নপ্রকাশ করে।