প্রমথনাথ মিত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: কারণ, আচরণ, দক্ষিণ, খ্রিস্টাব্দ, প্রাইমারি, পরিমাণ, আরবি, ফরাসি, ফার্সি, গ্রিক
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: গ্রহন > গ্রহণ
১ নং লাইন:
'''প্রমথনাথ মিত্র''' (জন্ম: [[৩০ অক্টোবর]] [[১৮৫৩]] - মৃত্যূ: [[২৩ সেপ্টেম্বর]] [[১৯১০]]) ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন । তিনি ব্যারিস্টার পি মিত্র নামেই বেশি পরিচিত ছিলেন ।
 
প্রমথনাথ মিত্র বর্তমান [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] [[উত্তর ২৪ পরগণা]] জেলার [[নৈহাটি|নৈহাটিতে]] জন্মগ্রহনজন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম বিপ্রদাস ।
 
[[১৮৭৫]] খ্রিস্টাব্দে প্রমথনাথ [[ইংল্যান্ড]] থেকে ব্যারিস্টার হয়ে দেশে ফেরেন । ইংল্যান্ডে পড়াশোনা করবার সময়ে তিনি [[আয়ারল্যান্ড]] এবং [[রাশিয়া|রাশিয়ার]] বিপ্লবীদের কথা জানতে পারেন এবং দেশে ফিরে বিপ্লবী দল গঠনের সংকল্প করেন । বিংশ শতকের প্রথম দিকে যে সব গুপ্ত সমিতি দেশে প্রতিষ্ঠিত হয়েছিল তিনি তাদের মধ্যে সংযোগ রক্ষা করতেন । [[২৪ মার্চ]] [[১৯০২]] খ্রিস্টাব্দে তিনি [[সতীশচন্দ্র বসু]] দ্বারা প্রতিষ্ঠিত ভারত অনুশীলন সমিতির ডিরেক্টর নির্বাচিত হন । পরে এই সমিতির নাম বদল করে শুধু [[অনুশীলন সমিতি]] রাখা হয় । প্রমথনাথ এই সমিতির আর্থিক দায়িত্ব নিয়েছিলেন । তিনি অনুশীলন সমিতির [[ঢাকা]] শাখারও ডিরেক্টর নির্বাচিত হয়েছিলেন । ঢাকা অনুশীলন সমিতির [[পুলিন দাস]] তাঁরই প্রচেষ্টায় বিপ্লবী হয়েছিলেন ।