এমিলি গ্রিন বল্চ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Xqbot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: yo:Emily Greene Balch; cosmetic changes
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: গ্রহন > গ্রহণ
৬ নং লাইন:
এমিলির জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের [[বোস্টন]] শহরের জ্যামাইকা প্লেইন পাড়ার এক বিত্তবান পরিবারে। ১৮৮৯ সালে [[ব্রিন মর কলেজ|ব্রিন মর কলেজের]] প্রথম স্নাতকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সমাজবিজ্ঞান ও অর্থনীতির উপরে পড়ালেখা করেন। শিক্ষাগত দিক দিয়ে সফল এমিলি ১৯৮৬ সালে ওয়েলেসলি কলেজের অর্থনীতি এবং সমাজবিজ্ঞান অনুষদে যোগদান করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতে তিনি অনেক প্রচারাভিযান চালান এবং [[লিগ অভ নেশনস]] প্রতিষ্ঠায় সহায়তা করেন।
 
তাঁর শান্তিবাদী চিন্তাধারা ও রাজনৈতিক কার্যক্রমের কারণে ওয়েলেসলি কলেজের সাথে তাঁর চুক্তির ইতি ঘটে। এরপর পরই তিনি বিখ্যাত সংবাদপত্র ''দ্য নেশন''-এর সম্পাদক পদে আসীন হন। একই সাথে WILPF-এর সচীব হিসেবে কাজ করতে থাকেন এবং ২য় মেয়াদে ১৯৩৪ সালে আবার প্রায় দেড় বছরের জন্য একই পদে কাজ করেন; এ সময় তিনি কোন বেতন গ্রহনগ্রহণ করেননি। এ সময় তিনি জাতিসংঘকেও তাঁর সৃজনশীল কাজের মাধ্যমে অনেক সহযোগিতা করেন।
 
তিনি আজীবন অবিবাহিত ছিলেন। তার ৯৪তম জন্মদিনের পরের দিনই এ মহিয়সী কর্মপরায়ণ নারী পরলোকগমন করেন।