বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Prometheus.pyrphoros (আলোচনা | অবদান)
Bellayet (আলোচনা | অবদান)
৫৮ নং লাইন:
: ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি নেই ঠিক কী ভাবে বানানটা লেখা হচ্ছে তা নিয়ে, ঠিক বানান হলেই হল। তবে ব্যবহারিকভাবে, মূলত ইন্টারনেট-এ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি সমস্যা আছে ZWJ বা ZWNJ দিয়ে লেখা হলে। কোনো সার্চ ইঞ্জিনে (যেমন গুগল) এর কাছে "গ‌ুর‌ু" আর "গুরু" আলাদা। রেন্ডারিং এর পরে দেখতে এক লাগলেও। তাই কেউ "মরুকরণ" নিয়ে খোজ করলে "মর‍ুকরণ" বানান আছে এমন পাতাগুলো তাতে হয়তো দেখাবে না। একই সমস্যা উইকিপিডিয়ার সার্চেও। এমনি লেখা, বা ডিটিপি'র সময় এই সমস্যা আসে না। :-) আরেকটা সমস্যার কথা আপনি নিজেই বলেছেন।
: আমার জানা নেই, প্রমিত বানানের নিয়মটি কী ছাপার ক্ষেত্রেও প্রযোজ্য? এবং এই নিয়ম কী ইউনিকোড বা ইন্টারনেটের কথা ভেবেও বানানো? কারণ উ-কার আর ঊ-কার এর পার্থক্য করতে অসুবিধে হাতের লেখাতে না হলেও ছাপা লেখার ক্ষেত্রে হয়। অনেক বাংলা শব্দই উ-কার বা ঊ-কার যুক্ত। সেজন্য এই সমস্যা একেবারে অগ্রাহ্য করা চলে না :-( আপনি কী বলেন? &asymp;&nbsp;<b style="border:1px solid #736AFF">[[:en:User:Prometheus.pyrphoros|<b style="background-color:#888888;color:#FFFFFF">&nbsp;প্রমেথেউস&nbsp;</b>]][[:en:User Talk:Prometheus.pyrphoros|&nbsp;<b style="color:#888888">(আলাপ)&nbsp;</b>]]</b> ২০:৫১, ৩১ আগস্ট ২০১০ (ইউটিসি)
 
:প্রমেথেউস যে কারণগুলো প্রদর্শন করেছেন আমি তার সাথে একমত। বিশেষ কোন নিয়ম মানতে গিয়ে প্রচলিত পদ্ধতিকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। তাতে অনেক রকমের সমস্যা হতে পারে। তার কিছু উদাহরণ প্রমেথেউস উপরেই দিয়েছেন।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৩:৫০, ১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)