বাইক্কা বিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ইফতেখার (আলোচনা | অবদান)
দ্রুত বিষয়শ্রেণী যুক্তকরা হয়েছে বাংলাদেশের জলাভূমি ( [[WP:HOTCAT|হটক্যাট]
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: তৈরী > তৈরি
১ নং লাইন:
'''বাইক্কা বিল''', ঢাকা থেকে ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে মৌলভীবাজার জেলার প্রখ্যাত চা-সমৃদ্ধ শহর শ্রীমঙ্গলের হাইল হাওড়ের পূর্ব দিকের প্রায় ১০০ হেক্টর<ref>[http://iasc2008.glos.ac.uk/conference%20papers/papers/T/Thompson_220701.pdf Conserving and Restoring the benefits from Bangladesh wetlands]</ref> আয়তনের একটি জলাভূমির নাম <ref>[http://www.dcmoulvibazar.gov.bd/home/Tourism/ বাইক্কা বিল]</ref>। ১ জুলাই ২০০৩ তারিখে ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান- নেয়। আইড়, কই, মেনি, ফলি, পাবদাসহ আরো অনেক প্রজাতির মাছ এখানে বংশ বৃদ্ধি করে পুরো হাওড় ছড়িয়ে পড়ে। এই বিল মাছের জন্যেই শুধু নয়, পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্য ও একটি চমৎকার নিরাপদ আবাসস'ল। এটি একটি নয়নাভিরাম জলাভূমি যেখানে হাজারো শাপলা আর পদ্ম ফুল ফোটে।
বিলের বুনো বাসিন্দা আর শীতের অতিথিদের ভালো ভাবে দেখার জন্য তৈরীতৈরি করা হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার।
==দর্শনীয় বস্তু==
বিলের কিনারে ফোটে হাজারো পানা, শাপলা আর পদ্ম ফুল।<ref>[http://www.thedailystar.net/holiday/2009/01/01/holiday.htm দ্য ডেইলীস্টার]</ref> বিলের পানিতে। সকাল-সন্ধ্যা চলে রঙ্গীন ফড়িংয়ের বিরতিহীন শোভাযাত্রা। বৃষ্টিহীন উষ্ণ দিনে বিলের ফুলের পাশে আসে আরো একদল পতঙ্গ প্রজাতি। প্রকৃতি প্রেমীর চোখে পাখিই এই অভয়াশ্রমের সেরা প্রাণী। শীত মৌসুমে এখানে আসে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। এই বিলের উল্লেখযোগ্য পাখি- পানকৌড়ি, কানিবক, ধলাবক, গোবক, ধুপনিবক, রাঙ্গাবক, দলপিপি, নেউপিপি, পান মুরগি, বেগুনি কালেম, কালামাথা কাসে-চরা, শঙ্খচিল, পালাসী কুড়া ঈগল । শীতের অতিথি হয়ে এই বিলে আসে অনেক জাতের সৈকত পাখি। এদের মধ্যে- গেওয়ালা বাটান, মেটেমাথা চিটি আর কালাপঙ্খ ঠেঙ্গী, ধলা বালিহাঁস, পাতি সরালী, রাজসরালী, মরচেরং, ভূতিহাঁস, গিরিয়াহাঁস, ল্যাঙ্গাহাঁস, গুটি ঈগল ।