ফুটবল লিগ প্রথম বিভাগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
কারন > কারণ
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: তৈরী > তৈরি
২ নং লাইন:
 
==ইতিহাস==
১৮৮৮ সালে এস্টন ভিলা পরিচালক [[উইলিয়াম ম্যাকগ্রেগর]] [[দ্য ফুটবল লীগ|ফুটবল লীগ]] প্রতিষ্ঠিত করেন। প্রথমে এটি ছিল ১২টি দল ([[অ্যাক্রিংটন ফুটবল ক্লাব|অ্যাক্রিংটন]], [[এস্টন ভিলা ফুটবল ক্লাব|এস্টন ভিলা]], [[ব্ল্যাকবার্ন রোভারস ফুটবল ক্লাব|ব্ল্যাকবার্ন রোভারস]], [[বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব|বোল্টন ওয়ান্ডারার্স]], [[বার্নলে ফুটবল ক্লাব|বার্নলে]], [[ডার্বি কাউন্টি ফুটবল ক্লাব|ডার্বি কাউন্টি]], [[এভারটন ফুটবল ক্লাব|এভারটন]], [[নটস কাউন্টি ফুটবল ক্লাব|নটস কাউন্টি]], [[প্রেস্টন নর্থ এন্ড ফুটবল ক্লাব|প্রেস্টন নর্থ এন্ড]], স্টোক (বর্তমানে [[স্টোক সিটি ফুটবল ক্লাব |স্টোক সিটি]]), [[ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ফুটবল ক্লাব |ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন]] এবং [[উভারহ্যাম্পটোন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব |উভারহ্যাম্পটোন ওয়ান্ডারার্স]]) এক বিভাগের লীগ, যা ফুটবল লীগ নামে পরিচিত ছিল। ১৮৯২ সালে আরো দলের যোগদানের ফলে এই লীগ ভেঙ্গে দুটি বিভাগ তৈরীতৈরি করা হয়। পূর্বের সকল সদস্য ও যোগদানকৃত সদস্যের মধ্যে শ্রেষ্ঠ দুটি দলকে নিয়ে ফুটবল লীগ প্রথম বিভাগ এবং বাকী যোগদান করা দলগুলো নিয়ে ফুটবল লীগ দ্বিতীয় বিভাগ প্রতিষ্ঠিত হয়।
 
পরবর্তী ১০০ বছরে ফুটবল লীগ প্রথম বিভাগ ইংল্যান্ড ফুটবল ইতিহাসে অবিসংবাদিতভাবে শীর্ষতম বিভাগ ছিল। ১৯৯২ সালে প্রথম বিভাগের ২২টি দল ফুটবল লীগ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে [[এফ.এ. প্রিমিয়ার লীগ]] প্রতিষ্ঠিত করে। মূলত বিশ্বের শীর্ষস্থানীয় দল তাদের সম্মান ও টেলিভিশন সম্প্রচারস্বত্ত্বের মাধ্যমে মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যেই প্রিমিয়ার লীগ প্রতিষ্ঠা করা হয়। এরপর ফুটবল লীগকে নতুন করে সংগঠিত করা হয়। ফলে তৎকালীন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিভাগের নাম পরিবর্তন করে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ নাম রাখা হয়। এভাবে প্রথম বিভাগ ফুটবল লীগের শীর্ষ বিভাগ হলেও ইংল্যান্ডের ফুটবলে এর অবস্থান ছিল দ্বিতীয় পর্যায়ে।