শফিউর রহমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: id:Sofiur Rahman
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: বাঙালী > বাঙালি
১ নং লাইন:
'''শফিউর রহমান''' ([[জানুয়ারী ২৪]], [[১৯১৮]]-[[ফেব্রুয়ারি ২২]] ,[[১৯৫২]]) মহান [[ভাষা আন্দোলন|ভাষা আন্দোলনের]] অন্যতম শহীদ। তাঁর শহীদস্মৃতি পরবর্তীকালে বাঙালীবাঙালি জাতিকে জাতীয় চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ চেতনার বলেই [[১৯৭১]] সালের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
==সংক্ষিপ্ত জীবনী==
শফিউর রহমান বর্তমানে [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] কোন্নগরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাহবুবুর রহমান ছিলেন ঢাকার পোস্ট এন্ড টেলিগ্রাফ অফিসের সুপারিনটেনডেন্ট। কলকাতা গভর্ণমেন্ট কমার্শিয়াল কলেজ হতে আই.কম. পাস করে শফিউর রহমান [[চব্বিশ পরগনা]] সিভিল সাপ্লাই অফিসে কেরানীর চাকরি গ্রহণ করেন। [[১৯৪৫]] সালে কলকাতার তমিজউদ্দিনের কন্যা আকিলা খাতুনের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। দেশ বিভাগের পর পিতার সঙ্গে ঢাকায় এসে ঢাকা হাইকোর্টে হিসাব রক্ষণ শাখায় কেরানী পদে যোগ দেন।