শক্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: পরিমান > পরিমাণ
Xqbot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: mg:Angôvo; cosmetic changes
১ নং লাইন:
[[fileচিত্র:Lightning over Oradea Romania zoom.jpg|thumb|right|350px|[[বিদ্যুত চমক]] শক্তিশালী তড়িৎক্ষেত্রের দ্বারা বাতাসের বৈদ্যুতিক ভাঙ্গন এবং শক্তি প্রবাহের সবচেয়ে নাটকীয় উদাহরণ। [[আবহমন্ডল|আবহমন্ডলের]] তড়িৎ বিভব শক্তি [[তাপশক্তি]], [[আলোকশক্তি]] এবং [[শব্দ|শব্দে]] রূপান্তরিত হয়।]]
 
[[পদার্থবিজ্ঞান|পদার্থবিজ্ঞানের]] ভাষায় '''শক্তি''' বলতে কাজ করার সামর্থ্যকে বুঝায়। কাজ বা [[কার্য]] হচ্ছে [[বল]](force) ও বলাভিমুখী সরণের(displacement) গুণফল। কৃতকাজের পরিমাণ দিয়েই শক্তি [[পরিমাপ]] করা হয়। অর্থাৎ বস্তুর শক্তি হচ্ছে ঐ বস্তু মোট যতখানি কাজ করতে পারে। সুতরাং কাজের একক ও শক্তির [[একক]] অভিন্ন - [[জুল]]। ১ জুল = ১ [[নিউটন]]Х ১ [[মিটার]]। শক্তি একটি [[অদিক রাশি]]।
 
== শক্তির রূপ ==
শক্তির বিভিন্ন রূপ আছে। মোটামুটিভাবে শক্তির নয়টি রূপ দিয়ে প্রাকৃতিক সব ঘটনার ব্যাখ্যা দেয়া হয়। শক্তির রূপগুলি হলঃ
* [[যান্ত্রিক শক্তি]]
* [[আলোক শক্তি]]
* [[শব্দ শক্তি]]
* [[তাপ শক্তি]]
* [[চৌম্বক শক্তি]]
* [[বিদ্যুৎ শক্তি]]
* [[নিউক্লিয় শক্তি]]
* [[রাসায়নিক শক্তি]]
* [[সৌর শক্তি]]
শক্তির রূপগুলোকে সাধারণত সংশ্লিষ্ট [[বল]] অনুসারে ডাকা হয়।
 
== শক্তির সংরক্ষণশীলতা নীতি ==
শক্তির যে কোন রূপকে অন্য যে কোন রূপে [[শক্তির রূপান্তর|রূপান্তরিত]] করা যায়, কিন্তু মোট শক্তির পরিমাণ একই থাকে। একে [[শক্তির সংরক্ষণশীলতা নীতি]] বা শক্তির নিত্যতা সূত্র বলা হয়। শক্তির সংরক্ষণশীলতা নীতিকে এভাবে বিবৃত করা যায়ঃ
<blockquote>
২৪ নং লাইন:
শক্তি একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হলে শক্তির কোন ক্ষয় হয় না। একটি বা একাধিক বস্তু যে পরিমাণ শক্তি হারায়, অন্য এক বা একাধিক বস্তু ঠিক একই পরিমাণ শক্তি পায়। নতুন করে কোন শক্তি সৃষ্টি হয় না বা কোন শক্তি ধ্বংসও হয়না। সুতরাং এই মহাবিশ্ব সৃষ্টির মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল, এখনও ঠিক সেই পরিমাণ শক্তিই আছে।
 
== কাজ-শক্তি উপপাদ্য ==
 
কোন বস্তুর উপর কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ যেহেতু কোন বস্তুর উপর কাজ করলে তা বস্তুকে গতি দেয়, আবার যেহেতু ঐ গতিকে কাজে রূপান্তর করা সম্ভব (তাকে থামিয়ে দিতে গিয়ে), সেহেতু আমরা বলি ঐ বস্তুতে (গতি)শক্তি এসেছে।
 
 
== তথ্যসূত্র ==
<references/>
 
 
== বহিঃসংযোগ ==
{{sisterlinks|Energy}}
* [http://www.lightandmatter.com/html_books/2cl/ch01/ch01.html শক্তির সংরক্ষণশীলতা নীতি]
* [http://www.energyandlife.org শক্তি ও জীবন (Energy and Life)]
* [http://physicsworld.com/cws/article/print/9233 শক্তি বলতে আসলে কী বোঝায়? From Physics World]
* {{PDFlink|[http://www.physnet.org/modules/pdf_modules/m20.pdf ''কাজ, ক্ষমতা ও গতিশক্তি'']|399&nbsp;[[Kilobyte|KB]]<!-- application/pdf, 408788 bytes -->}}
 
 
১০১ নং লাইন:
[[lt:Energija]]
[[lv:Enerģija]]
[[mg:Angôvo]]
[[mk:Енергија]]
[[ml:ഊർജ്ജം]]