নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: কারণ, আচরণ, দক্ষিণ, খ্রিস্টাব্দ, প্রাইমারি, পরিমাণ, আরবি, ফরাসি, ফার্সি, গ্রিক
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: সাধারন > সাধারণ
২১ নং লাইন:
'''নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব''' একটি [[ইংল্যান্ড|ইংরেজ]] [[ফুটবল (সকার)|ফুটবল]] ক্লাব। [[ইংল্যান্ড|ইংল্যান্ডের]] [[নটিংহ্যাম]] শহরের [[ট্রেন্ট নদী|ট্রেন্ট নদীর]] দক্ষিণ পাড়ে ক্লাবটি অবস্থিত। '''রাশক্লিফ''' বোরোর '''ওয়েস্ট ব্রিজফোল্ড''' শহরে তাদের মাঠ অবস্থিত। ক্লাবের চির-প্রতিদ্বন্দী [[নটস কাউন্টি ফুটবল ক্লাব|নটস কাউন্টির]] ঠিক বিপরীত দিকেই ক্লাবটি অবস্থিত।
 
সিটি সেন্টারের ঠিক উত্তরে অবস্থিত ফরেস্ট রিক্রিয়েশন গ্রাউন্ড থেকেই ক্লাবের নামকরন করা হয়েছে নটিংহ্যাম ফরেস্ট। এখানেই '''নটিংহ্যাম গুজ ফেয়ার''' নামক স্থানে ক্লাবের প্রথম মাঠ অবস্থিত ছিল। সাধারনতসাধারণত 'ফরেস্ট' নামেও ক্লাবটিকে ডাকা হয়। ক্লাবটির সাথে ফরেস্ট এফ.সি. দলের কোন সম্পর্ক নেই। মাঝে মাঝে তাদের ভুল করে নটস ফরেস্ট নামেও ডাকা হয়। ক্লাবের সমর্থকেরা এই নাম একেবারেই পছন্দ করে না, কারণ 'নটস' নিয়ে প্রতিদ্বন্দী নটস কাউন্টিকে বোঝানো হয়।
 
বর্তমানে তারা [[দ্য ফুটবল লীগ|কোকা-কোলা ফুটবল লীগের]] [[ফুটবল লীগ ওয়ান|লীগ ওয়ানে]] খেলে থাকে যা ইংরেজ ফুটবলের তৃতীয় বিভাগ নামেই পরিচিত ছিল। ২০০৫ সালের মে মাসে তাদের এই লীগে নেমে যাওয়ার কারণে তারা প্রথম [[উয়েফা চ্যাম্পিয়নস লীগ|ইউরোপীয়ান কাপ]] বিজয়ী দল হিসেবে দেশের শীর্ষ দুটি লীগের বাইরে খেলা প্রথম দলে পরিনত হয়।