গতিবিদ্যা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: কারণ, আচরণ, দক্ষিণ, খ্রিস্টাব্দ, প্রাইমারি, পরিমাণ, আরবি, ফরাসি, ফার্সি, গ্রিক
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: সাধারন > সাধারণ
১ নং লাইন:
'''গতিবিদ্যা''' অথবা গতিবিজ্ঞান ([[গ্রিক]]: δυναμικός - dynamikos "শক্তিশালী", [[ইংরেজি]]: Dynamics) [[পদার্থ বিজ্ঞান|পদার্থ বিজ্ঞানের]] একটি শাখা যেখানে [[গতি|গতির]] কারণ, গতির পরিবর্তন ও গতির প্রভাব নিয়ে আলোচনা করা হয়। অন্য ভাষায় [[শক্তি]] প্রয়োগের ফলে পদার্থের গতির কারণ বিশ্লেষন। পদার্থের গতির উপর বিভিন্ন [[ভ্রামক|ভ্রামকের]] প্রভাবও গতিবিজ্ঞানের আলোচ্যসূচীর অন্তর্ভূক্ত।
 
সাধারনসাধারণ ভাষায় বলতে গেলে গতিবিদ্যার গবেষণায় দেখা হয় যে সময়ের সাপেক্ষে কিভাবে পদার্থের ভৌত অবস্থার উন্নতি বা পরিবর্তন করা যায় এবং সে সকল পরিবর্তনের কারণই বা কি। [[নিউটন|আইজ্যাক নিউটনের]] [[ভৌত নীতি]] গতিবিদ্যাকে [[পদার্থ বিজ্ঞান|পদার্থবিদ্যার]] ভিতর অন্তর্ভূক্ত করে। তার [[বলবিদ্যা|বলবিদ্যার]] সকল নীতি সমুহ পড়ে গতিবিদ্যা খুব সহজেই বুঝতে পারা যায়। প্রকৃতপক্ষে গতিবিদ্যা [[নিউটনের গতিসূত্রসমূহ|নিউটনের গতির দ্বিতীয় সূত্রের]] সাথে সরাসরি সম্পর্কিত। তথাপি নিউটনের তিনটি সূত্রই গতিবিদ্যার জন্য আবশ্যক যেহেতু তারা একে অন্যের সাথে সম্পর্কযুক্ত।<ref>Goc, রোমান (২০০৪-২০০৫ কপিরাইট তারিখ) [http://www.staff.amu.edu.pl/~romangoc/M3-dynamics.html বলবিদ্যা]</ref>
 
ক্লাসিক্যাল [[ইলেক্ট্রোম্যাগনেটিজম]] এর গতিবিদ্যা সংক্রান্ত বিষয়গুলো বর্ননা করা হয় [[ম্যাক্সওয়েল সমীকরণ]] দ্বারা। আবার কোন গতিয় ব্যবস্থায় যদি ইলেক্ট্রোম্যাগনেটিজম এবং বলবিদ্যা উভয়ই থাকে, তবে তা বর্ননা করা হয় নিউটনের সূত্র, ম্যাক্সওয়েলের সমীকরণ এবং [[লরেঞ্জ বল]] এর সমন্বয়ে।
৮ নং লাইন:
{{Main|বল}}
 
নিউটনের গতিসূত্রানুসারে বল হল এমন একটি প্রয়াস বা [[চাপ]] যা কোন বস্তুকে চলতে বাধ্য করে বা করার চেষ্টা করে। বলের ধারনাটি কে সাধারনতসাধারণত এভাবে বর্ননা করা হয়, যে এটির প্রভাবে কোন মুক্ত বস্তু ত্বরণ পায়। বল টান বা ধাক্কা যে কোন ভাবেই প্রয়োগ করা যেতে পারে, যার প্রভাবে বস্তুর গতির পরিবর্তন হবে অথবা বস্তুটির সাময়িক বা স্থায়ী [[বিকৃতি]] ঘটবে। সাধারনসাধারণ ভাবে বলা যায়, বলের প্রভাবে বস্তুর গতিয় অবস্থার পরিবর্তন হয়।<ref name=Phys-tut-force>
{{Cite web| last =Goc| first =Roman| title =পদার্থবিদ্যায় বল| date =২০০৪-২০০৫ কপিরাইট তারিখ
| url =http://www.staff.amu.edu.pl/~romangoc/M3-1-force-physics.html| format =পদার্থবিদ্যা টিউটোরিয়াল