সেনাবাহিনী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: sw:Jeshi la ardhi
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: সাধারন > সাধারণ
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
'''আর্মি''' ([[ল্যাটিন ভাষা|ল্যাটিন]] ''armata'' অর্থাৎ "act of arming" যা [[ফরাসি ভাষা|প্রাচীন ফ্রেঞ্চ]] ''armée'' হতে এসেছে), বৃহৎ অর্থে, একটি রাষ্ট্রের ভূ-ভিত্তিক [[সামরিক বাহিনী|সামরিক বাহিনীকে]] বোঝায়। এটি কখনও কখনও অন্যান্য [[মিলিটারি|সামরিক]] শাখাকেও অন্তর্ভূক্ত করে, যেমন- [[বিমান বাহিনী]]। একটি জাতীয় মিলিটারীর মধ্যে আর্মি দ্বারা [[ফিল্ড আর্মি|ফিল্ড আর্মিকেও]] বোঝায়, যা সাধারনতসাধারণত একটি অপারেশনাল [[ফরমেশন]] এবং এক বা একাধিক [[কোর]] সমন্নয়ে গঠিত।
<br /><br />অনেক দেশেই সরকারী ভাবে আর্মিকে [[বিমান বাহিনী]] (যা এয়ার আর্মি নামে পরিচিত) হতে পৃথক করার জন্য '''ল্যান্ড আর্মি''' বলা হয়, যেমন- ফ্রান্স। এই সকল দেশে “আর্মি” শব্দটি সাধারনসাধারণ অর্থে স্থল-বাহিনীকে বোঝায়। বর্তমানে সক্রিয় সদস্য সংখ্যানুযায়ী বিশ্বের সর্ববৃহৎ আর্মি হলো [[পিপল’স লিবারেশন আর্মি]] (গণমুক্তি ফৌজ), যাদের সক্রিয় সদস্য সংখ্যা ২২,৫০,০০০ এবং সংরক্ষিত (রিজার্ভ) সদস্য ৮,০০,০০০।
== ফিল্ড আর্মি ==
একটি ফিল্ড আর্মি একটি সদরদপ্তর, আর্মি [[ট্রুপ|ট্রুপস্]], বিভিন্ন সংখ্যক [[কোর]] ও [[ডিভিশন]] সমন্বয়ে গঠিত। ডিভিশন ও কোর সমূহকে প্রয়োজন অনুযায়ী স্থাপন করে শত্রুর দুর্বল অবস্থানে চাপ বৃদ্ধির মাধ্যমে ফিল্ড আর্মি স্তরে একটি যুদ্ধকে প্রভাবিত করা হয়। আর্মি সমূহের নেতৃত্ব দেন একজন জেনারেল বা লেফটেনেন্ট জেনারেল।