ললিত মোদী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
JoyBot (আলোচনা | অবদান)
rm tag for ref article using AWB
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: পরিমান > পরিমাণ
২৬ নং লাইন:
* ২২ জানুয়ারি ২০০৯ পান "সিএনবিসি বিসনেস লিডার" পুরস্কার।
 
''[[ইন্ডিয়া টুডে]] '' ম্যাগাজিন তাঁকে ভারতের ২০ জন সর্বাধিক ক্ষমতা সম্পন্ন ভারতীয়দের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। তিনি এতে অন্তর্ভুক্ত হন কারণ ২০০৫ এ তিনি বোর্ডে যোগ দেওয়ার পর থেকে [[বিসিসিআই]] এর আয় ৭ গুন বেড়ে যায়। তিনি একজন ক্রিকেট প্রশাসক হিসেবে পরিচিত.<ref>[ http://www.theage.com.au/articles/2008/03/07/1204780070687.html?page=fullpage#contentSwap2 The tycoon who changed cricket - Cricket - Sport - theage.com.au]</ref> অগ্রগণ্য ক্রীড়া পত্রিকা ''স্পোর্টস প্রো'' এর ২০০৮ আগস্ট সংখ্যায় তাঁকে ক্রীড়া দুনিয়ার ক্ষমতাশালীদের তালিকায় ১৭তম স্থান দেওয়া হয়। পরে বিশ্বের খেলাধুলার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রেইন মেকার (অর্থ উত্পাদনকারী) হিসেবে গণ্য হন। ক্রীড়া প্রসাশক হওয়ার অল্প দিনের মধ্যেই তিনি নিজের সংগঠনের জন্য চার বিলিয়ন মার্কিন ডলার পরিমানপরিমাণ অর্থ সংগ্রহে সক্ষম হন। এই সবই তিনি এক সাম্মানিক ক্ষমতার আসনে থেকেই করেন। টেলিগ্রাফ পত্রিকায় মাইক আর্থারটন-এর একটি নিবন্ধে তিনি ক্রিকেটের সব থেকে ক্ষমতা সম্পন্ন মানুষ হিসেবে বর্ণিত হন। টাইম ম্যাগাজিন এর জুলাই ২০০৮ এর সংখ্যা অনুসারে সেই বছরের বিশ্বের সর্বোত্তম ক্রীড়া কার্য নির্বাহকদের তালিকায় তিনি ১৬ তম স্থানাধিকারী। আন্তর্জাতিক বানিজ্য পত্রিকা ''বিসনেস উইক'' এর অক্টোবর ২০০৮ সংখ্যায় ললিত মোদী ২৫ জন বিশ্ব ক্রীড়াবিদ দের মধ্যে ১৯ তম হিসেবে ভোট পান। ললিত মোদী ভারতের বানিজ্য প্রতিনিধি দের মধ্যে নতুন চিন্তা ধারার শ্রেষ্ঠ প্রবর্তক হিসেবে এনডিটিভি পুরস্কার জয় করেন। ভারতের অগ্রণী বানিজ্য পত্রিকা বিসনেস টুডে-র নভেম্বর সংখ্যা মোদীকে নিয়েই তাদের প্রচ্ছদের বিষয় তৈরী করে এবং তাঁকে ভারতের একজন অন্যতম প্রধান বাজার তৈরীকারী (মার্কেটার) হিসেবে চিহ্নিত করে। ৩১ ডিসেম্বর ২০০৮ এ বার্ষিক ক্রীড়া-ক্ষমতা তালিকায় তিনি উঠে আসেন ১ নম্বরে এবং ডিএনএ সংবাদপত্র তাদের ৫০ জন সর্বাধিক প্রভাবশালী ভারতীয়দের তালিকায় তাঁকে ১৭তম স্থান দেয়। ২০০৯ এ ভারতবর্ষে আইপিএল-২ র জন্য অনুমতি না মেলায় মাত্র তিন সপ্তাহের নোটিশে [[দক্ষিণ আফ্রিকা|দক্ষিণ আফ্রিকায়]] তা সংগঠিত করতে সক্ষম হন।
 
== পারিবারিক হুমকি এবং সুরক্ষা ==