জিউস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৮ নং লাইন:
{{Main|হেরা}}
জিউস [[হেরা|হেরার]] ভ্রাতা ও স্বামী। জিউসের ঔরসে হেরার গর্ভে [[আরেস]], [[হেবে (পুরাণ)|হেবে]] ও [[হেফাস্টাস|হেফাস্টাসের]] জন্ম হয়। যদিও কোনো কোনো মতে, হেরা একাকীই এই সকল সন্তানের জন্ম দিয়েছিলেন। অন্য মতে, [[ইলিথিয়া]] ও [[এরিস (পুরাণ)|এরিসও]] হেরার কন্যা। [[নিম্ফ]] ও বিভিন্ন পৌরাণিক নশ্বর রাজবংশীয় নারী ও বালকদের সঙ্গে জিউসের যৌনসম্পর্ক ও প্রণয়কাহিনি প্রসিদ্ধ। অলিম্পিয়ান পুরাণতত্ত্বের মতে, [[লেটো]], [[ডিমিটার]], [[ডায়োনে (পুরাণ)|ডায়োনে]] ও [[মাইয়া (পুরাণ)|মাইয়ার]] সঙ্গেও জিউসের যৌন সম্পর্ক বজায় ছিল। জিউসের প্রণয়ী নশ্বরেরা হলেন [[সেমেল]], [[আইয়ো (পুরাণ)|আইয়ো]], [[ইউরোপা (পুরাণ)|ইউরোপা]] ও [[লেডা (পুরাণ)|লেডা]]। (বিস্তারিত বর্ণনার জন্য নীচে দেখুন)
 
একাধিক পুরাণে দেখানো হয়েছে হেরা তাঁর স্বামীয় প্রণয়ীদের প্রতি ঈর্ষাকাতর। এই ঈর্ষাবশত তিনি জিউসের অন্যান্য প্রণয়ী ও তাঁদের সন্তানদের প্রতি শত্রুভাবাপন্ন। কিছু সময়ের জন্য [[ইকো (পুরাণ)|ইকো]] নামে এক [[নিম্ফ]] অবিরাম কথা বলে হেরার মনোযোগ তাঁর স্বামীর প্রণয়াভিযান থেকে সরিয়ে রাখেন। হেরা এই ছলটি ধরে ফেললে, ইকোকে অভিশাপ দেন যে সে শুধু অন্যের শব্দই প্রতিধ্বনিত করতে পারবে।
 
=== প্রণয়সঙ্গী ও সন্তানাদি ===
'https://bn.wikipedia.org/wiki/জিউস' থেকে আনীত