জিউস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩৬ নং লাইন:
 
=== দৈবরাজ্য লাভ ===
[[Image:Zeus_Getty_Villa.jpg|thumbnail|150px|right|জিউস, গেটি ভিলা, প্রথম শতাব্দী, অজ্ঞাত শিল্পী]]
বয়ঃপ্রাপ্তির পর জিউস ক্রোনাসকে সেই পাথরটি ওগরাতে বাধ্য করেন যেটি [[ওম্ফালোস]] নামক নশ্বর মানুষদের প্রতীক হিসেবে [[পাইথো]] [[পারনাসাস|পারনাসাসের]] উপত্যকায় রেখেছিল। তারপর গেলার বিপরীত ক্রমে ক্রোনাসকে তিনি তাঁর ভাইবোনদের ওগরাতে বাধ্য করেন। কোনো কোনো পাঠান্তর থেকে জানা যায়, শিশুগুলিকে ওগরানোর জন্য [[মেটিস (পুরাণ)|মেটিস]] ক্রোনাসকে বমি করার ঔষধ প্রদান করেছিলেন। আবার কোনো কোনো মতে, জিউস ক্রোনাসের পেট চিরে তার ভাইবোনদের উদ্ধার করেছিলেন। এরপর [[টারটারাস|টারটারাসের]] রক্ষক [[ক্যাম্পে|ক্যাম্পেকে]] হত্যা করে তিনি ক্রোনাসের ভাই [[জাইগ্যানেটস]], [[হেক্টনকারস]] ও [[সাইক্লোপস|সাইক্লোপসদের]] উদ্ধার করেন।
 
কৃতজ্ঞতাবশত, সাইক্লোপসরা তাঁকে বজ্র ও বিদ্যুৎ প্রদান করেন, যা পূর্বে গাইয়া কর্তৃক লুকিয়ে রাখা হয়েছিল। জিউস তাঁর ভাইবোন, জাইগ্যানেটস, হেক্টনকারস ও সাইক্লোপসের সহায়তায় ক্রোনাস সহ অন্যান্য টাইটানদের ক্ষমতাচ্যুত করেন। এই ঘটনা টাইটানোমেশি বা [[টাইটানদের যুদ্ধ]] নামে পরিচিত। টাইটানদের পরাজিত করে তাঁরা তাঁদের টারটারাস নামে অন্ধকার এক পাতাললোকে নিক্ষেপ করেন। অ্যাটলাস নামে এক টাইটানকে জিউসের বিরুদ্ধে যুদ্ধের শাস্তিস্বরূপ আকাশ ধরে রাখার কাজ দেওয়া হয়।
 
[[Image:Zeus_Getty_Villa.jpg|thumbnail|150px|right|জিউস, গেটি ভিলা, প্রথম শতাব্দী, অজ্ঞাত শিল্পী]]
 
টাইটানদের সঙ্গে যুদ্ধের পর জিউস তাঁর দুই দাদা [[পসেইডন]] ও [[হেডিস|হেডিসের]] সঙ্গে বিশ্বচরাচর ভাগ করে নেন। জিউস হন আকাশের দেবতা, পসেইডন সমুদ্রের এবং হেডিস মৃতলোক বা পাতালের দেবতা হন। প্রাচীন পৃথিবী [[গাইয়া (পুরাণ)|গাইয়াকে]] কেউ দাবি করতে পারেন না। তাই তিনি এই তিন জনেরই নিয়ন্ত্রণাধীন থাকেন। এই কারণেই পসেইডনকে "ভূকম্প-সৃষ্টিকারী" (ভূমিকম্পের দেবতা) বলা হয় এবং হেডিস মৃত মানুষদের উপর নিজ আধিপত্য কায়েম করেন। ([[পেনথাস]] দেখুন)
'https://bn.wikipedia.org/wiki/জিউস' থেকে আনীত