বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: ar:ملعب بانغاباندو الوطني
WikitanvirBot I (আলোচনা | অবদান)
কারন > কারণ
৪ নং লাইন:
আগে স্টেডিয়ামে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হত। কিন্তু বর্তমানে স্টেডিয়ামটিকে কেবল [[ফুটবল (সকার)|ফুটবল]] মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ধারনক্ষমতা প্রায় ৩৬,০০০। [[২০০৫]] সালের [[মার্চ ১|১লা মার্চ]] পর্যন্ত স্টেডিয়ামটি [[বাংলাদেশ ক্রিকেট দল|বাংলাদেশ ক্রিকেট দলের]] নিজস্ব মাঠ হিসেবে ব্যবহৃত হত।
 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বিশ্বের একমাত্র স্টেডিয়াম যেটিতে দুটি ভিন্ন দেশের উদ্বোধনী টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুটি খেলাতেই প্রতিপক্ষ ছিল ভারত। প্রথম খেলায় ১৯৫৪-৫৫ সালে তৎকালীন অবিভক্ত পাকিস্তান দল ভারতের বিপক্ষে টেস্ট খেলার মাধ্যমে টেস্ট অঙ্গনে যাত্রা শুরু করে। এর ৪৬ বছর পর [[২৬ ডিসেম্বর]], [[২০০৪]] তারিখে, বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম টেস্ট খেলায় ভারতের মোকাবিলা করে। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্টেডিয়াম ও সংলগ্ন জাতীয় হকি স্টেডিয়ামে লোকসমাগম এত বেশি হয় যে একে স্টেডিয়াম হিসেবে চেনা মুশকিল হয়ে পড়ে। এর একটি মূল কারনকারণ স্টেডিয়ামের নিচ তলাকে ইলেকট্রনিক পন্যের মার্কেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঢাকার অদূরে একটি নতুন প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়াম নির্মানের দোহাই দিয়ে ২০০৪-০৫ মৌসুমে মাঠটি ক্রিকেটের কাছ থেকে কেড়ে নিয়ে [[বাংলাদেশ ফুটবল ফেডারেশন|বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে]] বরাদ্দ দেয়া হয়।
 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে [http://www.banglafootball.net/2007/03/stadiums.html এই সংযোগে]।