থার্মোমিটার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
TobeBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: ht:Tèmomèt
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: কারণ, আচরণ, দক্ষিণ, খ্রিস্টাব্দ, প্রাইমারি, পরিমাণ, আরবি, ফরাসি, ফার্সি, গ্রিক
১ নং লাইন:
[[চিত্র:Clinical thermometer 38.7.JPG|thumb|চিকিৎসাকার্যে ব্যবহৃত একটি [[পারদ থার্মোমিটার]]]]
 
'''থার্মোমিটার''' (উৎপত্তি [[গ্রীকগ্রিক ভাষা|গ্রীকগ্রিক শব্দ]] ''[[wikt:θερμός|θερμός]]'' থেকে (''thermo'') মানে "তাপ" এবং ''meter'' মানে পরিমাপ করা) হল [[তাপমাত্রা]] পরিমাপক যন্ত্র, যা বিভিন্ন মূলনীতি ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করে থাকে। থার্মোমিটারকে দুটি প্রধান অংশে ভাগ করা যায় যথা : তাপমাত্রা সংবেদী অংশ (যেমন [[পারদ থার্মোমিটার|পারদ থার্মোমিটারের]] বাল্ব) যেখানে তাপমাত্রা পরিবর্তনের সাথে কোন ভৌত পরিবর্তন সংঘটিত হয়, এবং এই ভৌত পরিবর্তনকে মানে রূপান্তর করার ব্যবস্থা (যেমন পারদ থার্মোমিটারের স্কেল)। আজকালকার থার্মোমিটারগুলোয় ইলেকট্রনিক ব্যবস্থায় ডিজিটাল ডিসপ্লে থাকে এবং কোন কোনটিতে কম্পিউটারে তথ্য প্রদানের ব্যবস্থাও থাকে।
 
থার্মোমিটারকে তাতে ব্যবহৃত [[তাপগতিবিদ্যা|তাপগতিবিদ্যার]] নিয়ম ও সংখ্যার ওপর ভিত্তি করে দুটি পৃথক দলে ভাগ করা যায়। '''প্রাথমিক থার্মোমিটারে''' ব্যবহৃত বস্তুটির বৈশিষ্ট্য সুবিদিত এবং তাপমাত্রা কোন প্রকারের অজানা রাশি ছাড়াই পরিমাপ করা সম্ভবপর হয়। এ ধরণের থার্মোমিটারের মধ্যে রয়েছে গ্যাসের অবস্থা, গ্যাসীয় পদার্থে শব্দের [[বেগ]], তাপীয় নয়েজ [[বিভব]] অথবা রোধের মধ্য দিয়ে [[তড়িৎ প্রবাহ]] এবং কোন [[চুম্বক ক্ষেত্র|চুম্বক ক্ষেত্রে]] নির্দিষ্ট [[তেজস্ক্রিয়]] [[পারমাণবিক নিউক্লিয়াস|নিউক্লিয়াস]] থেকে [[গামা রশ্মি]] নিঃসরণের কৌণিক [[অ্যানিসোট্রপি|অ্যানিসোট্রপির]] সমীকরণ ব্যবহার করে প্রস্তুতকৃত থার্মোমিটার। প্রাথমিল থার্মোমিটার তুলনামূলকভাবে জটিল।