ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Muntasir du (আলোচনা | অবদান)
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: কারণ, আচরণ, দক্ষিণ, খ্রিস্টাব্দ, প্রাইমারি, পরিমাণ, আরবি, ফরাসি, ফার্সি, গ্রিক
৩ নং লাইন:
এ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ও মুসলমান উপাচার্য [[এ. এফ. রাহমান|স্যার এ এফ রাহমান]]। তারপর উপাচার্য হন প্রখ্যাত ইতিহাসবিদ [[রমেশচন্দ্র মজুমদার|অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার]]। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন [[মাহমুদ হুসাইন|অধ্যাপক মাহমুদ হুসাইন]]।
 
একাত্তরের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য [[আবু সাঈদ চৌধুরী|বিচারপতি আবু সাঈদ চৌধুরী]] [[জাতিসংঘ|জাতিসংঘের]] মানবাধিকার কমিশনের অধিবেশনে যোগদানের জন্য জেনেভা যান। সেখানে [[জেনেভা|জেনেভার]] একটি পত্রিকায় দু’জন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু সংবাদ দেখে বিচলিত হয়ে [[মার্চ ২৫|২৫ মার্চ]] পূর্ব পাকিস্তান প্রাদেশিক শিক্ষা সচিবকে [[পাকিস্তান]] দূতাবাসের মাধ্যমে প্রেরিত এক পত্রে লেখেন, “আমার নিরস্ত্র ছাত্রদের উপর গুই চালানোর পর আমার ভাইস চ্যান্সেলর থাকার কোন যুক্তিসংগত কারনকারণ নেই। তাই আমি পদত্যাগ করলাম”।<ref>ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর- [[রফিকুল ইসলাম (অধ্যাপক)|রফিকুল ইসলাম]]; পৃষ্টা: ২০০</ref> ফলে মার্চের সেই কালরাত্রীতে [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] ছিল উপাচার্য বিহীন। পরে মুজিবনগর সরকার বিচারপতি সাঈদকে “প্রবাসী সরকারের বিশেষ প্রতিনিধি” হিসেবে নিয়োগ দেয়। পাকিস্তান বাহিনী [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] তৎকালীন উপাচার্য [[সৈয়দ সাজ্জাদ হোসায়েন|ড. সৈয়দ সাজ্জাদ হোসায়েনকে]] তাদের কনভয়ে করে ঢাকায় নিয়ে এসে [[জুলাই ১৯|১৯ জুলাই]] ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে বসান। তাকে সহায়তা করেন ড. হাসান জামান, ড. মেহের আলি। স্বাধীনতার পর তিনজনই গ্রেফতার হন এবং মুক্তির পর দেশ ত্যাগ করেন। <ref>ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর- [[রফিকুল ইসলাম (অধ্যাপক)|রফিকুল ইসলাম]]; পৃষ্টা: ২০২-২০৩</ref>
 
==ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যদের তালিকা==