টমাস ম্যালথাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: tl:Thomas Malthus
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: কারণ, আচরণ, দক্ষিণ, খ্রিস্টাব্দ, প্রাইমারি, পরিমাণ, আরবি, ফরাসি, ফার্সি, গ্রিক
৩ নং লাইন:
 
== জীবনী ==
টমাস রবার্ট ম্যালথাসের জন্ম এক ধনাঢ্য পরিবারে। তাঁর পিতা ড্যানিয়েল ম্যালথাস ছিলেন দার্শনিক [[ডেভিড হিউম]] এবং [[জাঁ জাক রুসো]]র বন্ধু। ম্যালথাস তাঁর শৈশবে বাড়িতেই লেখাপড়া করেছিলেন। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেসাস কলেজে ১৭৮৪ খ্রিস্টাব্দে ভর্তি হন। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেন, এবং ইংরেজি বক্ত্‌তা, লাতিন ভাষা, এবং গ্রীকগ্রিক ভাষায় পুরস্কার পান। তবে তাঁর প্রিয় বিষয় ছিল গণিত। তিনি ১৭৯১ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন, এবং দুই বছর পর জেসাস কলেজের ফেলো নির্বাচিত হন। ১৭৯৭ খ্রিস্টাব্দে তিনি [[অ্যাংলিকান]] পুরোহিত হিসাবে দীক্ষা নেন।
 
১৮০৪ সালে ম্যালথাস বিয়ে করেন। পরবর্তীতে তাঁদের তিনটি সন্তানের জন্ম হয়। ১৮০৫ সালে তিনি ব্রিটেনের প্রথম রাজনৈতিক অর্থনীতি বিষয়ক অধ্যাপক হিসাবে হার্টফোর্ড এলাকার ইস্ট ইন্ডিয়া কলেজে যোগ দেন। তাঁর ছাত্ররা তাঁকে শ্রদ্ধাবশত ''পপ'' (Pop) বা ''পপুলেশন'' (Population, জনসংখ্যা) ম্যালথাস বলে ডাকতো। ১৮১৮ সালে তিনি [[রয়াল সোসাইটি]]র ফেলো নির্বাচিত হন।