কোলেস্টেরল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: bs:Holesterol
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: কারণ, আচরণ, দক্ষিণ, খ্রিস্টাব্দ, প্রাইমারি, পরিমাণ, আরবি, ফরাসি, ফার্সি, গ্রিক
৩০ নং লাইন:
[[File:Adamantinomatous craniopharyngioma.jpg|thumb|200px|right|মাইক্রোস্কোপে দৃষ্ট জলে কোলেস্টেরল-স্ফটিক-এর চেহারা বিপরীত মেরু থেকে প্রেরিত আলোতে গৃহীত চিত্র]]
 
'''কলেস্টেরল''' এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত[[স্টেরয়েড]] যা [[কোষের ঝিল্লি|কোষের ঝিল্লি বা (সেল মেমব্রেনে)]]-এ পাওয়া যায় এবং যা সব [[প্রাণী]]র [[রক্তেরস|রক্তে]]পরিবাহিত হয়.স্তন্যপায়ী প্রানীদের সেল মেমব্রেনের এটি একটি অত্যাবশ্যক উপাদান. এই উপাদান [[মেমেব্রেনের মধ্য দিয়ে তরল পদার্থের ভেদ্যতা|মেমেব্রেনের মধ্য দিয়ে তরল পদার্থের ভেদ্যতা সচল রাখে]] এবং তার [[মেমেব্রেনের তারল্য|তারল্য]] বজায় রাখে.এছাড়াও কলেস্টেরল একটি জরুরি প্রিকার্সার মলিকিউল যা [[বাইল আসিড]], [[স্টেরয়েড হরমোন]] এবং স্নেহজাতীয় পদার্থে দ্রাব্য ভিটামিনের [[জৈব সংশ্লেষ]] ঘটায়.কলেস্টেরল সবচেয়ে জরুরি [[স্টেরল]] যা প্রাণীদেহে সংশ্লেষিত হয়. কিন্তু অনান্য [[ইউকারইওট]] যেমন [[গাছপালা]] এবং [[ছত্রাক|ছত্রাকের]] দেহে এটি অল্প পরিমানেপরিমাণে সংশ্লেষিত হয় . [[প্রোক্যারিওট]] যেমন ব্যাকটেরিয়ার মধ্যে এটি একবারেই দেখা যায় না.
 
এই নাম কলেস্টেরলের উত্স [[গ্রীকগ্রিক ভাষা|গ্রিক]] শব্দদ্বয় ''কলে -'' (পিত্ত)এবং ''স্টেরস'' (ঘন পদার্থ). শব্দের শেষের [[রাসায়নিক]] [[শব্দের শেষের বিভক্তি|বিভক্তি]] ''-অল'' অর্থাত এলকোহল কারণ ফ্রাসোয়া পুলেতিয়ার দে লা সল 1769-এ প্রথমে কলেস্টেরলকে [[পিত্ত|পিত্তাসয়ের]] [[পিত্তাসয়ের পাথর|পাথর]] হিসেবে চিহ্নিত করেন.যাই হোক 1815-এ রসায়নবিদ [[মাইকেল ইউজিন শেভ্রিউল|ইউজিন শেভ্রিউল]] এই যৌগিকের নাম দেন "কলেসটেরাইন".
 
==শরীরবৃত্ত ==
৮৭ নং লাইন:
সেইজন্য বলা চলে LDL অণুই রক্তে নিজের সঙ্গে সবচেয়ে বেশি কলেস্টেরল নিয়ে চলে. প্রত্যেক অণুতেই প্রায় 1500 কলেস্টেরল এস্টার-এর অণু রয়েছে. LDL অণুর খোলে শুধু অপোলিপোপ্রোটিন B100-র একটি অণু থাকে যার উপস্থিতি [[LDL রিসেপ্টর]] তার পেরিফেরাল টিসুর সাহায্যে বুঝতে পারে.অপোলিপোপ্রোটিন B 100-র বন্ধনের উপর নির্ভর করে অনেক LDL রিসেপ্টর[[ক্ল্যাথ্রিন]] মাখানো ছিদ্রে নিজেদের স্থান খুঁজে নেয়.LDL ও তার রিসেপ্টার কে [[এনডোকাইটসিস|এন্ডসাইটসিস]] দ্বারা অন্তরিকরণ করা হয় কোষের মধ্যে একটি গুটিকা বা ভেসিকেল তৈরির জন্য.সেই কোষথলি তারপর [[লাইসোসোম|লাইসোসোমের]] সঙ্গে মিশে যায় যার মধ্যে [[লাইসোসোমাল আসিড লাইপেস]] নামের একটি উপসেচক থাকে যা কলেস্টেরল এস্টারকে হাইড্রলাইজ করে.কোষের মধ্যে কলেস্টেরল ঝিল্লির জৈবসংশ্লেষের কাজে লাগতে পারে বা এসট্রিফাইড কষে জমা হয়ে থাকতে পারে যাতে ঝিল্লির কোনো কাজে বাধা না সৃষ্টি হয়.
 
LDL রিসেপ্টরের সংশ্লেষ নিয়ন্ত্রণ করে [[SREBP]]. এই একই নিয়ন্ত্রণকারী প্রোটিন যা নতুন ভাবে কলেস্টেরলের সংশ্লেষ নিয়ন্ত্রণ করে যখন কোষে কলেস্টেরলের উপস্থিতি থাকে.যখন কোষে প্রচুর পরিমানেপরিমাণে কলেস্টেরল উপস্থিত তখন LDL রিসেপ্টরের সংশ্লেষ বন্ধ থাকে যাতে LDL অণু রূপে নতুন কলেস্টেরল আর নেওয়া না হয়. ঠিক উল্টো দিক থেকে দেখলে যখন কোষে কলেস্টেরলের ঘাটতি দেখা দেয় তখন বেশি LDL রিসেপ্টর তৈরী হয়.যখন এই পদ্ধতি অনিয়ন্ত্রিত থাকে তখন রক্তে LDL অণু দেখা যায় যার পেরিফেরাল টিসুতে রিসেপ্টর নেই.এই LDL অণুগুলি জারিত হয় এবং [[ম্যাক্রোফেজ]] এগুলিকে নিয়ে নেয়.এই অণুগুলি গ্রথিত হয়ে ফোম কোষ তৈরী হয়.এই কোষগুলি শিরা-উপশিরাতে বন্দী হয়ে গিয়ে [[অথেরোমা|আরথেরোস্ক্লেরোটিক প্লাক]]-এ পরিবর্তিত হয়. হার্ট এটাক, স্ট্রোক এবং অনান্য গুরুতর শারীরিক সমস্যার জন্য এই প্লাকি দায়ী.এর জন্যই LDL কলেস্টেরলকে সব সময় "খারাপ" কলেস্টেরল বলা হয়ে থাকে.<ref name="isbn0-7167-4955-6" />
 
উল্টো দিক থেকে দেখলে মনে করা হয় যে HDL কণিকা কলেস্টেরলকে যকৃতে ফিরিয়ে নিয়ে আসে হয় নিষ্কাশনের জন্য না হয় হরমোন সংশ্লেষের কারণে যে পদ্ধতিটির নাম রিভার্স কলেস্টেরল ট্রান্সপোর্ট.<ref name="pmid15976321">{{cite journal | author = Lewis GF, Rader DJ | title = New insights into the regulation of HDL metabolism and reverse cholesterol transport | journal = Circ. Res. | volume = 96 | issue = 12 | pages = 1221–32 | year = 2005 | month = June | pmid = 15976321 | doi = 10.1161/01.RES.0000170946.56981.5c | url = | issn = }}</ref> বেশি সংখ্যায় বড় `HDL কণিকা ভালো স্বাস্থ্যের আশ্বাস যোগায়.<ref name="pmid2642759">{{cite journal | author = Gordon DJ, Probstfield JL, Garrison RJ, Neaton JD, Castelli WP, Knoke JD, Jacobs DR, Bangdiwala S, Tyroler HA | title = High-density lipoprotein cholesterol and cardiovascular disease. Four prospective American studies | journal = Circulation | volume = 79 | issue = 1 | pages = 8–15 | year = 1989 | month = January | pmid = 2642759 | doi = | url = | issn = }}</ref> কিন্তু বড় HDL কণিকা স্বাধীনভাবে থাকলে ধমনীতে [[অথেরোমা|আথেরোমাটাস]] ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে.