২,০০,১০৩টি
সম্পাদনা
(Unreferenced|date) |
অ (বানান শুদ্ধিকরণ: ইংরেজী > ইংরেজি) |
||
[[আণবিক পদার্থ বিজ্ঞান]] এবং [[কোয়ান্টাম রসায়ন]] অনুযায়ী '''ইলেক্ট্রন বিন্যাস''' হচ্ছে কোন [[অণু]], [[পরমাণু]] বা অন্য কোন বস্তুতে [[ইলেক্ট্রন|ইলেক্ট্রনের]] সজ্জা। ইলেক্ট্রন নির্দিষ্ট সম্ভাব্য এলাকা জুড়ে পরিভ্রমন করে যা ''[[অর্বিটাল]]'' নামে পরিচিত। এই অর্বিটালগুলোর আকৃতি এবং ইলেক্ট্রন ধারণক্ষমতা [[নিউক্লিয়াস]] থেকে অর্বিটালের দূরত্বের উপর নির্ভর করে বিভিন্ন হয়। প্রতিটি অর্বিটালের সর্বোচ্চ ইলেক্ট্রন ধারণক্ষমতা নির্দিষ্ট। অণু বা পরমাণুর কোন অর্বিটালে কতটি করে ইলেক্ট্রন অবস্থান করবে তা [[আউফবাউ নীতি]] অনুযায়ী নির্ধারিত হয়। কোন অণূ বা পরমাণুর অর্বিটালগুলোতে কতটি করে ইলেক্ট্রন রয়েছে তা বিশেষ উপায়ে প্রকাশিত রূপই হচ্ছে ইলেক্ট্রন বিন্যাস। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপরে ঐ পরমাণুর [[যোজনী]] নির্ভর করে। ইলেক্ট্রন বিন্যাসের বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে আছে [[সমযোজী বন্ধন|সমযোজী বন্ধনের]] ভিত্তি।
অর্বিটালের আকৃতি এবং ইলেক্ট্রন ধারণক্ষমতাকে যথাক্রমে
[[Category:রাসায়নিক ধর্ম]]
|
সম্পাদনা