মসজিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
I kabir (আলোচনা | অবদান)
তথ্যছক +
I kabir (আলোচনা | অবদান)
সামাজিক সংঘাত ও সৌদি প্রভাব +
৪১ নং লাইন:
ইসলামের পঞ্চস্থম্ভের তৃতীয়টি হল জাকাত। মুসলমানেরা তাদের সম্পদের প্রায় এক-পঞ্চমাংশ জাকাত আকারে দান করে। যেহেতু মসজিদ মুসলামন সম্প্রদায়ের প্রানকেন্দ্র, তাই অনেক মসজিদেই জাকত সংগ্রহ এবং তা বিতরনের ব্যবস্থা করা হয়। আবার ঈদুল ফিতরের পূর্বে বিশেষ দান সংগ্রহ করে তা গরীবদের মাঝে বিতরন করা হয়, যাতে তারা সবার সাথে এক্ত্রে ঈদের আনন্দে শরীক হতে পারে।
==সমসাময়িক রাজনৈতিক আবদান==
===জনসংযোগ===
===সামাজিক সংঘাত===
মসজিদ মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ আংশ। তাই আন্যান্য ধর্মের উপাসনালের মত মসজিদকেন্দ্রিক সমাজিক সংঘাতের ঘটনাও ব্যতিক্রম নয়। বাবরি মসজিদকে নিয়ে এইধরনের এক সংঘাত ১৯৯০ সাল পর্যন্ত চলে, ফলসরূপ মসজিদ ধংসপ্রাপ্ত হয়। পারস্পরিক সমঝোতার মাধ্যমে এর সমাধানের পূর্বেই; ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর, প্রায় ২০০,০০০ জন হিন্দু মসজিদটি আক্রমন করে ভেঙ্গে ফেলে। তাদের আভিযোগ হল, এইস্থানে সম্রাট বাবরে দ্বারা নির্মিত এই মসজিদটির পূর্বে, অবতার রামের জন্মস্থান নির্দেশক একটি হিন্দু মন্দির ছিল। এই বিরোধ পরবর্তিতে বম্বের দাঙ্গা (বর্তমানে মোম্বাই) এবং ১৯৯৩ সালের বোমা হামলা সাথে সরাসরি সম্পর্কযুক্ত। এর ফলে ২৫৭ জন লোক প্রান হারায়।
১১ই সেপ্টেম্বর হামলার পরবত্তিতে আমেরিকার বেশ কিছু মসজিদে হামলাজনিত সামান্য ক্ষয়ক্ষতি থেকে আগ্নিসংযোগেও ঘটনা ঘটে। এছাড়াও কিং ফাহদ মসজিদে (কুলভার শহর, ক্যালিফোনিয়ার) বোমাপাতার জন্য ইহুদি প্রতিরক্ষা লীগ নামে একটি সংস্থাকে সন্দেহ করা হয়। আবার লন্ডনের ৭ই জুলাই ২০০৫ এর বোমা হামলার পর যুক্তরাজ্য জুড়ে বিভিন্ন মসজিদ নানা ক্ষয়ক্ষতির শিকার হয়। পশ্চিমা বিশ্বের বাহিরে, জুলাই ২০০১ সালে শত শত ইহুদি হাসান বেগ মসজিদটি ক্ষতিসাধন করে।
===সৌদি প্রভাব===
বিশ্বব্যপি মসজিদ ঊন্নয়নে সৌদি আরবের ভূমিকা সেই ১৯৬০ দশক থেকে শুরু হলেও বিংশ শতাব্দিতে তা ব্যপক হারে বৃদ্ধি পায়। ১৯৮০ দশকে প্রথম থেকে সৌদি সরকার বিভিন্ন দেশে মসজিদ নির্মানে আর্থিক সহায়তা দিতে থাকে। এতে প্রায় ৪৫ বিলিয়ন ইউএস ডলার মসজিদ ও আন্যান্য ইসলামি স্কুল নির্মানে ব্যয় হয়। সৌদি আরবের দৈনিক পত্রিকা আইন আল-ইয়াকিন এর ২০০২ সালের এক রিপোট আনুসারে, প্রায় ১,৫০০ টি মসজিদ এবং ২,০০০ টি আন্যান্য ইসলামিকেন্দ্র নির্মানে সৌদি সরকার আবদান রাখে।
==স্থাপত্যশৈলী==
===গঠন===
 
==প্রকারভেদ==