খয়েরি-ডানা পাপিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Royesoye (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
globalization tag + লিংক + অসম্পূর্ণতার ট্যাগ + রেফারেন্স পুণর্গঠন
১ নং লাইন:
{{globalize}}
খয়েরি-ডানা পাপিয়া বাংলাদেশে ১২ জাতের পাপিয়ার মধ্যে এটি সবচেয়ে বড় পাখি।
'''খয়েরি-ডানা পাপিয়া''' বা '''খয়রাপাখ পাপিয়া''' [[বাংলাদেশ|বাংলাদেশে]] ১২ জাতের [[পাপিয়া|পাপিয়ার]] মধ্যে সবচেয়ে বড় [[পাখি]]।<ref name="P.Alo">{{cite news |title=পাখি: দুর্লভ খয়রাপাখ পাপিয়া |author=ইনাম আল হক |url=http://prothom-alo.com/detail/date/2010-07-23/news/80887 |format=ওয়েব |newspaper=দৈনিক প্রথম আলো |location=ঢাকা |date=২৩ জুলাই, ২০১০ |page=২৪ |pages=২৪ |accessdate=২৩ জুলাই, ২০১০ |language=বাংলা }}</ref>
 
[[বর্ষাকাল]], খয়েরি-ডানা পাপিয়ার প্রজননকাল। পাখিটিএরা গোপনে অন্য পাখির বাসায় [[ডিম]] পাড়ে। বাংলাদেশে ১২ প্রজাতির পাপিয়ার সব কটিই আড়ালে থাকে, পোকা ধরে খায় এবং অপরের বাসায় ডিম পাড়ে। [[বউ-কথা-কও পাপিয়া]], [[করুণ পাপিয়া]][[পাকরা পাপিয়া]] লোকালয়ের কাছে আসে বলে অনেকে এদের কথা জানেন। কিন্তু বাকি নয় জাতের পাপিয়া সচরাচর বনে বাস করে বলে আমজনতারসাধারণ্যের নজরে পড়ে না।<ref name="P.Alo"/>
 
শুধু দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াতেই পাখিটি বাস করে। বাংলাদেশ ছাড়া মাত্র নয়টি দেশে এর দেখা মেলে। কিন্তু পাখিটি কোথায় স্থায়ী আর কোথায় পরিযায়ী, তা অনেকটা অজানা। [[শ্রীলঙ্কা]], [[ভারত]][[ভিয়েতনাম|ভিয়েতনামের]] উত্তরাঞ্চলে সারা বছর এবং [[বাংলাদেশ]], [[নেপাল]] ও তার পুবেরপুর্বদিকের পাঁচটি দেশে শুধু [[গ্রীষ্মকাল|গ্রীষ্মে]] পাখিটিকে দেখা গেছে।<ref name="P.Alo"/>
 
[[মে]]-[[আগস্ট]] মাসের প্রজনন-মৌসুমে বাংলাদেশে খয়েরি-ডানা পাপিয়ার দেখা মেলে। তার আগে-পরে মেলে না বলে ধরে নেয়া হয়, পাখিটি এ দেশে প্রজনন-পরিযায়ী।<ref name="p-alo">[http://prothom-aloP.com/detail/date/2010-07-23/news/80887, Alo"পাখি: দুর্লভ খয়রাপাখ পাপিয়া", ইনাম আল হক | তারিখ: ২৩-০৭-২০১০]</ref>
 
==তথ্যসূত্র==
{{reflist|2}}
 
{{অসম্পূর্ণ}}
 
[[বিষয়শ্রেণী: বাংলাদেশের পাখি]]
[[বিষয়শ্রেণী: পাখি]]