আলাপ:বাংলা ভাষা আন্দোলন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Faisal Hasan (আলোচনা | অবদান)
→‎পুনর্লিখিত নিবন্ধ: নতুন অনুচ্ছেদ
৬৩ নং লাইন:
 
আবুল বরকতকে আহত অবস্থায় নেয়া হয়নি। তার মাথায় গুলি লাগে এবং মাথার খুলির অর্ধেকটাই উড়ে যায়। যার ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এরপর তাকে ভুল করে আহত মনে করে হাসপাতালে নেয়া হয়। এবং সম্ভবত তিনিই ২১ ফেব্রুয়ারীর প্রথম শহীদ। আর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ সম্ভবত ১৪৪ ধারা ভাঙতে রাজি ছিল না। গুটিকয় ছাত্রনেতা যারা সরাসরি সংগ্রাম পরিষদের সাথে যুক্ত ছিলেন না,তাদের সিদ্ধান্তে ১৪৪ ধারা ভাঙা হয়। (এ সব তথ্য এম আর আখতার মুকুলের "একুশের দলিল" বই হতে প্রাপ্ত)। শহীদদের সংক্ষিপ্ত পরিচিতি দেয়া উচিত ছিল। আর ঘটনার বর্ননা অনেক সংক্ষিপ্ত হয়ে পড়েছে, আরো বিস্তারিত দেয়ার দরকার ছিল। ইংরেজিটা সংক্ষিপ্ত সেটা নাহয় মানা যায়, কিন্তু বাংলাটা আরো সম্প্রসারিত হওয়া উচিত ছিল।--[[User:তানভী|তানভী]] ([[User talk:তানভী|talk]]) ১৭:০০, ২১ ফেব্রুয়ারি ২০১০ (UTC)তানভী
 
== পুনর্লিখিত নিবন্ধ ==
 
প্রিয় সহকারী উইকিপিডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ভাষা আন্দোলন নিবন্ধটির উল্লেখযোগ্য পরিমাণ পরিবর্তন সাধনের পরিকল্পনা করেছি। পুরো নিবন্ধটি মূলত ইংরেজি উইকিতে থাকা নির্বাচিত নিবন্ধটির আদলে ([[en:Bengali Language Movement]]) সাজানো হয়েছে। ফলে বর্তমান ভার্সনের সাথে বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে। খসড়াটি দেখুন '''[[ব্যবহারকারী:Faisal Hasan/বাংলা ভাষা আন্দোলন|এইখানে]]'''। মূল পরিবর্তনগুলো হল:
#'''আন্দোলনের সূচনা''' অংশে ''গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের রাষ্ট্রভাষার দাবি'', ''প্রথম প্রতিক্রিয়া'', ''খাজা নাজিমুদ্দিনের সাথে চুক্তি'', ''খাজা নাজিমুদ্দিনের সাথে চুক্তি'', ''মুহম্মদ আলী জিন্নাহ্‌র ঢাকা সফর'' ও ''লিয়াকত আলি খানের ঢাকা সফর'' এ থাকা তথ্য সংক্ষেপিত ও সন্নিবিষ্ট করে '''আন্দোলনের সূচনা''' ও তার অন্তর্গত প্যারাগ্রাফ ''১৯৪৮ এর উত্তেজনা''য় আঁটানো হয়েছে।
#'''১৯৫২: ভাষা আন্দোলনের পুনর্জাগরন''' অংশে ''পুলিশ কর্মকর্তার ভাষ্য'' অনুচ্ছেদটুকু নিবন্ধ থেকে অপ্রয়োজনীয় বিবেচনায় বাদ দেওয়া হয়েছে। তবে তথ্যগুলো হারিয়ে যায়নি, বরং [[এম এ গোফরান]] নিবন্ধে আছে।
#'''ক্ষমতাসীন মুসলিম লীগের ভাষ্য''', '''পরবর্তী ঘটনা (১৯৫২)''', '''চূড়ান্ত পর্যায় (১৯৫৩–৫৬)''', '''সংবিধান সংশোধন''', ও'''প্রভাব''' - এ অনুচ্ছেদগুলোর এলোমেলো তথ্যগুলো বিন্যস্ত হয়েছে '''১৯৫২ সাল পরবর্তী ঘটনা''' ও '''প্রভাব''' অনুচ্ছেদে। এ ক্ষেত্রে তেমন কোন তথ্য বাদ যায়নি।
 
এ পরিবর্তনের ব্যাপারে কারও কোন আপত্তি বা পরামর্শ থাকলে তা উত্থাপনের অনুরোধ জানাচ্ছি। আর এ পরিবর্তনগুলো হচ্ছে নিবন্ধটিকে ভালো নিবন্ধের পর্যায়ে উন্নীত করার ব্যাপারটি মাথায় রেখে। তাই এর কিছু অংশ পুনর্লিখনের প্রয়োজন হতে পারে, এ ব্যাপারেও আপনাদের মতামত কাংখিত। ধন্যবাদান্তে--[[User:Faisal Hasan|ফয়সল]] ([[User talk:Faisal Hasan|আলাপ]] | [[Special:Contributions/Faisal Hasan|অবদান]]) ১৯:২৬, ১৭ জুলাই ২০১০ (UTC)
"বাংলা ভাষা আন্দোলন" পাতায় ফেরত যান।