বুলিয়ান বীজগণিত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Removed category গণিত; দ্রুত বিষয়শ্রেণী যুক্তকরা হয়েছে বীজগণিত ( হটক্যাট
Faisal Hasan (আলোচনা | অবদান)
+
১ নং লাইন:
'''বুলিয়ান বীজগণিত''', যা ১৮৫৪ সালে [[জর্জ বুল]] কর্তৃক তার বই ''চিন্তার নিয়ম নিয়ে কিছু চিন্তাভাবনা'' (''এন ইনভেস্টিগেশান অফ দ্য লজ অফ থট'') গ্রন্থে আবিষ্কৃত, হল সাধারণ বীজগণিতেরই একটি রকমফের। বুলিয়ান বীজগণিত তিনভাবে সাধারণ বীজগণিত থেকে ভিন্ন হতে পারে: চলকের মান গ্রহণে, যা সাংখ্যিক কোন চিহ্নের বদলে লজিক মেনে চলে, যথাক্রমে 0 এবং 1; এই মানগুলোতে প্রযোজ্য অপারেশনে; এবং এই অপারেশনগুলোর বৈশিষ্ট্যে, অর্থাৎ তাদের নিয়মে। গাণিতিক যুক্তি, ডিজিটাল যুক্তি, গণকযন্ত্রের প্রোগ্রামিং, সেট তত্ত্ব এবং পরিসংখ্যানে বুলিয়ান বীজগণিতের ব্যবহার রয়েছে।
'''বুলিয়ান বীজগণিত''' গণিতের একটি শাখা যা ইংরেজ গণিতবিদ [[জর্জ বুল]] এর উদ্ভাবিত। এই পদ্ধতিতে সত্য ও মিথ্যা - এই দুইটি মান, এবং চলক রাশির And, Or, ও Not operation এর মাধ্যমে গণনার কাজ সম্পন্ন করা হয়।
 
আধুনিক ডিজিটাল কম্পিউটার বুলিয়ান বীজগণিত এর ধারণা ব্যবহার করে নির্মাণ করা হয়েছে।
 
{{গণিতের ক্ষেত্রসমূহ}}