চকলেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Xqbot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: os:Шоколад
Kaushikahmed (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[চিত্র:Chocolate.jpg|250px|thumb|চকলেট সাধারণত গাঢ়, দুধেল ও সাদা প্রকতির হয়, যেখানে কোকোর টুকরো বাদামি এর রংটি সৃষ্টি করে।]]
'''চকলেট''' বলতে নানা প্রকার প্রাকৃতিক ও প্রক্রিয়াজাত খাবারকে বোঝায় যা গ্রীষ্মমন্ডলীয় [[কোকোকোকোয়া(উদ্ভিদ)|কোকোকোকোয়া]] গাছের বীজ থেকে উৎপাদন করা হয়। গ্রীষ্মমন্ডলীয় দক্ষিণ আমেরিকার নিম্নভূমির স্থানীয় উদ্ভিদ কোকো অন্তত তিনশ' বছর মধ্য আমেরিকা ও মেক্সিকোতে চাষ করা হচ্ছে, এবং এর ব্যবহারের সবচেয়ে পুরনো লিখিত প্রমাণ হল ১১০০ খ্রিস্টপূর্বাব্দের। বেশিরভাগ মেসোআমেরিকান লোকজনই চকলেট পানীয় তৈরি করত, যার মধ্যে আছে [[মায়া সভ্যতা|মায়া]] ও [[আজটেক]]রা, যারা ''xocolātl'' নামে একটি পানীয় তৈরি করেছিল, [[নাহুয়াতি]] ভাষায় যে শব্দটির মানে দাঁড়ায় ''তেতো পানীয়''। কোকো গাছের বীজের তীব্র তেতো স্বাদ আছে, তাই চকলেটের স্বাদগন্ধ (Flavor) তৈরি করবার জন্যে অবশ্যই একে [[গাঁজন(খাদ্য)|গাঁজিয়ে]] নিতে হয়।
চকলেট পৃথিবীর জনপ্রিয়তম ফ্লেভারগুলোর একটি। বিভিন্ন পালাপার্বণে হরেক রকম চকলেট উপহার দেবার রীতি চালু আছে: [[ঈস্টার]] পরবে চকলেটের খরগোশ ও [[ঈস্টার ডিম|ডিম]] উপহার খুবই জনপ্রিয়, চকলেটের মুদ্রা [[হানুক্কাহ]], সান্তা ক্লজ ও [[ক্রিসমাস|ক্রিসমাসের]] অন্যান্য উৎসব প্রতীক, এবং [[ভালোবাসা দিবস|ভালোবাসা দিবসে]] চকলেটের হৃদয়। চকলেট ঠান্ডা ও গরম পানীয়, [[চকলেট দুধ]] এবং [[গরম চকলেট]] প্রস্তুতিতে ব্যবহৃত হয়।