বাংলাদেশ–ভারত সীমান্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.9.2
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[চিত্র:ChickensneckindiaSiliguri Corridor in India.jpgsvg|থাম্ব|289x289পিক্সেল|বাংলাদেশ–ভারত সীমানাটা তৈরি হয়েছে একটা সরু দাগ দিয়ে যাকে '[[চিকেন্সশিলিগুড়ি নেককরিডোর]] বা 'পাখির ঘাড়'চিকেন্স নেক বলা হয় এবং যা ভারতের মূল ভূভাগ ও [[উত্তর-পূর্ব ভারত]]<nowiki/>কে অসুবিধেজনক অবস্থায় যোগ করেছে]]
বাংলাদেশ-ভারতবাংলাদেশ–ভারত সীমানা, আঞ্চলিকভাবে আন্তর্জাতিক সীমানা (আইবি) বলা হয়, এটা [[বাংলাদেশ]] এবং [[ভারতের]] মধ্যে চালু [[আন্তর্জাতিক সীমানা]], যেটা [[বাংলাদেশের বিভাগসমূহ|বাংলাদেশের আটটা বিভাগ]] এবং ভারতের রাজ্যগুলোর সীমা নির্ধারণ করেছে।
 
বাংলাদেশ এবং ভারত একটা ৪,১৫৬ কিমি (২,৫৮২ মাইল) লম্বা আন্তর্জাতিক সীমানা অংশ ভাগ করে, এটা বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা, যার মধ্যে আছে [[অসম]] ২৬২ কিমি (১৬৩ মাইল), [[ত্রিপুরা]] ৮৫৬ কিমি (২৭৫ মাইল), [[মিজোরাম]] ১৮০ কিমি (১১০ মাইল), [[মেঘালয়|মেঘালয়া]] ৪৪৩ কিমি (২৭৫ মাইল) এবং [[পশ্চিমবঙ্গ]] ২,২১৭ কিমি (১,৩৭৮ মাইল)।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=Border Management: Dilemma of Guarding the India–Bangladesh Border|ইউআরএল=http://www.idsa.in/strategicanalysis/BorderManagementDilemmaofGuardingtheIndiaBangladeshBorder_nsjamwal_0104.html|প্রকাশক=[[Institute for Defence Studies and Analyses|IDSA]] |তারিখ=January 2004}}</ref> সীমানার পাশাপাশি বাংলাদেশের বিভাগগুলোর মধ্যে আছে [[ময়মনসিংহ বিভাগ|ময়মনসিংহ]], [[খুলনা বিভাগ|খুলনা]], [[রাজশাহী বিভাগ|রাজশাহী]], [[রংপুর বিভাগ|রংপুর]], [[সিলেট বিভাগ|সিলেট]] এবং [[চট্টগ্রাম বিভাগ|চট্টগ্রাম]]। দুটো রাষ্ট্রের মধ্যে কতগুলো থাম দিয়ে মার্কা করা আছে। সামান্য সীমা নির্ধারণ করা জায়গায় দু-দিক থেকে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। ২০১৫ খ্রিস্টাব্দের ৭ মে ভারত এবং বাংলাদেশ দু-দেশের অনুমোদন সাপেক্ষে ভূমি পরিসীমা চুক্তি করে সীমানার সরলীকরণ করা হয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://timesofindia.indiatimes.com/india/Parliament-passes-historic-land-accord-bill-to-redraw-border-with-Bangladesh/articleshow/47190401.cms|শিরোনাম=Parliament passes historic land accord bill to redraw border with Bangladesh – Times of India|প্রকাশক=|সংগ্রহের-তারিখ=17 November 2016}}</ref>