চার্বাক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
+en
আলি রেজা (আলোচনা | অবদান)
১ নং লাইন:
প্রাচীন ভারতের বস্তুবাদী দর্শন।[[দর্শন]]। এই দর্শনের অধিকাংশ পান্ডুলিপি কিংবা কাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে পরবর্তী সময়ে। চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীতে মাধবাচার্য কিছু পান্ডুলিপি উদ্ধার করেন এবং "সর্বদর্শনসমগ্র" নামে গ্রন্থিত করেন আরো অন্যান্য দর্শনের সাথে। ঊনিশ শতকে এসে দুইজন ব্রিটিশ গবেষক মাধবাচার্যের মূল পান্ডুলিপি আবিষ্কার করেন এবং পুনরায় গ্রন্থিত করেন।
 
এই দর্শন অভিজ্ঞান অর্জনের উপায়সমূহকে প্রশ্নবিদ্ধ করে, যা পাশ্চাত্যের অনেক দর্শনের সাথে মিল থাকলেও সম্পূর্ণ স্বাধীনভাবেই চর্চিত ছিল। চার্বাক শব্দটির ব্যুৎপত্তি, চার+বাক। যার অর্থ মিষ্ট্য বাক্য। এই পার্থিব জগতের বাইরে আর কোন জগত নেই, এবং মানুষের জন্য তার এই বস্তুজগতের হিতসাধনই একমাত্র কর্ম হওয়া উচিত। এই দর্শন আত্মার ধারণাকেও বাতিল করে।