উরুগুয়ে জাতীয় ফুটবল দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
start
 
+
৪১ নং লাইন:
Confederations cup best = ৪র্থ, ১৯৯৭
}}
 
'''উরুগুয়ে জাতীয় ফুটবল দল''' হচ্ছে [[ফিফা|আন্তর্জাতিক]] [[অ্যাসোসিয়েশন ফুটবল|ফুটবলে]] দক্ষিণ আমেরিকার দেশ [[উরুগুয়ে|উরুগুয়ের]] প্রতিনিধি। এখন পর্যন্ত দলটি দুইবার [[ফিফা বিশ্বকাপ]] জয় করেছে। বিশ্বকাপের ইতিহাসের প্রথম শিরোপাটি উরুগুয়ের দখলে। ১৯৩০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের এই ফাইনালে উরুগুয়ে [[আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল|আর্জেন্টিনাকে]] ৪-২ গোলে পরাজিত করে। দলটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয় করে ১৯৩০ সালে। সেবার তারা স্বাগতিক [[ব্রাজিল জাতীয় ফুটবল দল|ব্রাজিলকে]] ফাইনালে ২-১ গোলে পরাজিত করে। এছাড়া গ্রীষ্মকালীন অলিম্পিকেও উরুগুয়ে সফল একটি দল। তারা দুইবার (১৯২৪ ও ১৯২৮) গ্রীষ্মকালীন অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয় করে। ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তারা এ দুটি স্বর্ণপদক জয় করে। উরুগুয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সফল একটি দল। এখন পর্যন্ত দলটি ১৮টি প্রাতিষ্ঠানিকভাবে উঁচু মর্যাদা বিশিষ্ট টাইটেল অর্জন করেছে। এর মধ্যে আছে ২ বার [[ফিফা বিশ্বকাপ]], ২ বার [[অলিম্পিক গেমস]], ও ১৪টি [[কোপা আমেরিকা]] শিরোপা।
 
== তথ্যসূত্র ==