নৃগোষ্ঠী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.9.1
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন (কিংবদন্তী ⇢ কিংবদন্তি)
৩ নং লাইন:
যদিও নৃগোষ্ঠী ও জাতি দুইটি স্বতন্ত্র ধারণা, তার পরেও কখনও কখনও [[নৃগোষ্ঠীগত জাতীয়তাবাদ|নৃগোষ্ঠীগত জাতীয়তাবাদের]] (Ethnic nationalism) ক্ষেত্রে নৃগোষ্ঠী ও জাতি পরিভাষা দুইটি সম অর্থে ব্যবহৃত হতে পারে। নৃগোষ্ঠী সাথে সম্পর্কিত কিন্তু স্বতন্ত্র আরেকটি ধারণা হল [[নরগোষ্ঠী]] (Race), যাতে সাংস্কৃতিক অনুষঙ্গের চেয়ে শারীরিক বৈশিষ্ট্যগুলির উপরে বেশি জোর দেওয়া হয়।
 
নৃগোষ্ঠীগত পরিচয় মানুষ বংশানুক্রমে অর্জন করতে পারে, কিংবা যে সমাজে বাস করে তার উপর ভিত্তি করে এই পরিচয় নির্মিত হতে পারে। একটি নৃগোষ্ঠীকে সাংস্কৃতিক ঐতিহ্য, বংশ, অভিন্ন উৎস-সংক্রান্ত পৌরাণিক কাহিনী বা কিংবদন্তীকিংবদন্তি, ইতিহাস, মাতৃভূমি, ভাষা, উপভাষা, প্রতীকী ব্যবস্থা যেমন ধর্ম, পুরাণ, ধর্মীর আচারানুষ্ঠান, রন্ধনশৈলী, পোশাকশৈলী, শিল্পকলা, এমনকি বাহ্যিক দৈহিক রূপ, ইত্যাদির অংশীদারিত্বের ভিত্তিতে সংজ্ঞায়িত করা হয়।<ref>{{Cite web|date=2015-05-25|title=Insight into Ethnic Differences|url=https://www.nih.gov/news-events/nih-research-matters/insight-into-ethnic-differences|access-date=2021-08-02|website=National Institutes of Health (NIH)|language=EN}}</ref><ref>{{Cite journal|last1=Banda|first1=Yambazi|last2=Kvale|first2=Mark N.|last3=Hoffmann|first3=Thomas J.|last4=Hesselson|first4=Stephanie E.|last5=Ranatunga|first5=Dilrini|last6=Tang|first6=Hua|last7=Sabatti|first7=Chiara|last8=Croen|first8=Lisa A.|last9=Dispensa|first9=Brad P.|last10=Henderson|first10=Mary|last11=Iribarren|first11=Carlos|date=2015-08-01|title=Characterizing Race/Ethnicity and Genetic Ancestry for 100,000 Subjects in the Genetic Epidemiology Research on Adult Health and Aging (GERA) Cohort|url=https://www.genetics.org/content/200/4/1285|journal=Genetics|language=en|volume=200|issue=4|pages=1285–1295|doi=10.1534/genetics.115.178616|issn=0016-6731|pmid=26092716|pmc=4574246}}</ref><ref>{{Cite journal|date=2013-07-01|title=J.P. Rushton's theory of ethnic nepotism|url=https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0191886912005569|journal=Personality and Individual Differences|language=en|volume=55|issue=3|pages=256–260|doi=10.1016/j.paid.2012.11.014|issn=0191-8869|last1=Salter|first1=Frank|last2=Harpending|first2=Henry}}</ref>
 
নৃগোষ্ঠীর ধারণাটি সুদৃঢ় ও সুস্পষ্ট বিভাজনমূলক নয়, বরং স্থিতিস্থাপক ও পরিবর্তনশীল। [[ভাষিক সরণ]] (language shift), [[ভিন্ন সংস্কৃতি আত্তীকরণ]] (acculturation), [[পরিগ্রহণ]] (adoption) এবং [[ধর্মান্তরকরণ]] (religious conversion) ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে কোনও ব্যক্তি বা গোষ্ঠী এক নৃগোষ্ঠী পরিত্যাগ করে আরেক নৃগোষ্ঠীর সদস্যে পরিণত হতে পারে। একটি নৃগোষ্ঠী থেকে অনেকগুলি উপগোষ্ঠী বা গোত্রের উৎপত্তি হতে পারে। এই অপত্য উপগোষ্ঠীগুলি সময়ের সাথে সাথে সবর্ণবিবাহ কিংবা ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে তাদের মাতৃ-নৃগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র নৃগোষ্ঠীতে পরিণত হতে পারে। এর বিপরীতে অতীতে পৃথক ছিল, এমন একাধিক নৃগোষ্ঠী একত্রিত বা সংযুক্তি হয়ে একটি সর্ব-নৃগোষ্ঠী (Pan-ethnicity) গঠন করতে পারে এবং এইরূপ মিলনের শেষ পরিণতি হিসেবে একটি মাত্র নৃগোষ্ঠীর উদ্ভব হতে পারে। বিভাজনের মাধ্যমেই হোক বা সম্মিলনের মাধ্যমেই হোক, নতুন ও পৃথক কোনও নৃগোষ্ঠী গঠিত হওয়ার ঘটনাটিকে "[[নৃগোষ্ঠীর উদ্ভব]]" (Ethnogenesis) বলা হয়।