ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৫ নং লাইন:
* [[এইচ এম জহিরুল হক]]
* [[ইমরান রহমান]]
 
== বিভাগসমূহ ==
# ইংরেজি ও মানবিক বিভাগ।
# মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগ।
# ব্যবসায় প্রশাসন বিভাগ।
# কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ।
# ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগ।
# ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
 
== গবেষণাগারসমূহ ==
* সফটওয়্যার ও কম্পিউটার ল্যাব।
* মিডিয়া ল্যাব।
* অ্যানালগ ও ডিজিটাল সিস্টেম ল্যাব।
* টেলিকমিউনিকেশন ল্যাব।
 
== সুযোগ সুবিধা সমূহ ==
ইউল্যাব বিশ্ববিদ্যালয় উন্নত শিক্ষা ও ছাত্রছাত্রীদের মানসিক উৎকর্ষ সাধনের জন্য নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে।
 
=== লাইব্রেরী ===
শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরী, যেখানে রয়েছে সেমিনার রুম, ল্যাঙ্গুয়েজ ল্যাব, দেশের সকল সংবাদপত্র ও দেশ বিদেশের বিখ্যাত পত্রিকাসমূহ। এছাড়া বিষয়ভিত্তিক বিষয় সমুহের উপর রয়েছে নানান ধরনের বই পুস্তক।
 
=== সেমিনার রুম ===
ক্যাম্পাস বি তে রয়েছে ওয়ার্কশপ, সেমিনার আয়োজনের জন্য সেমিনার রুম।
 
=== স্ক্রিনিং রুম ===
ফিল্ম স্ক্রিনিং ও ফিলম সম্পর্কিত ক্লাস সমূহের জন্য রয়েছে স্ক্রিনিং রুম।
 
=== ক্যাফেটেরিয়া,স্টুডেন্ট লাউঞ্জ ও ক্যাফে ===
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে ক্যাফেটেরিয়া, স্টুডেন্ট লাউঞ্জ ও ক্যাফে। যেখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
 
===ক্যাম্পাস রেডিও স্টেশন===
হাতে কলমে শিক্ষার জন্য ইউল্যাবে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সংবলিত রেডিও স্টেশন। রেডিও ক্যাম্পবাজ নামের এই উদ্যোগটি বাংলাদেশের প্রথম ক্যাম্পাস রেডিও স্টেশন। <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.banglatribune.com/my-campus/news/259271|শিরোনাম=৭ম বছরে ইউল্যাব রেডিও ক্যাম্পবাজ |কর্ম=বাংলা ট্রিবিউন}}</ref>
 
২০১১ সালে যাত্রা শুরু করে এই রেডিও স্টেশন। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও, অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও এই রেডিওর সঙ্গে কাজ করছেন। <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.prothomalo.com/education/article/1046079|শিরোনাম=ক্যাম্পাস রেডিও, ক্যাম্পাসের রেডিও|কর্ম=প্রথম আলো}}</ref>
 
== তথ্যসূত্র ==