নাটঘর ইউনিয়ন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zulfiqer Russell Mahin (আলোচনা | অবদান)
নাটঘর গ্রামের নাম করনের ইতিহাস তুলে ধরা হয়েছে।
ট্যাগ: পুনর্বহালকৃত দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Aishik Rehman (আলোচনা | অবদান)
Zulfiqer Russell Mahin (আলাপ)-এর সম্পাদিত সংস্করণ হতে InternetArchiveBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
৪৫ নং লাইন:
[[বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১|২০১১ সালের আদমশুমারি]] অনুযায়ী নাটঘর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬,০৯০ জন। এর মধ্যে পুরুষ ১২,৪১৫ জন এবং মহিলা ১৩,৬৭৫ জন। মোট পরিবার ৪,৫২০টি।<ref name="ইউনিয়ন পরিসংখ্যান"/> জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৯৯৬ জন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত |ইউআরএল=http://www.bbs.gov.bd/Census2011/Chittagong/Brahmanbaria/Brahmanbaria_C01.pdf |ওয়েবসাইট=web.archive.org |প্রকাশক=Wayback Machine |সংগ্রহের-তারিখ=৫ ডিসেম্বর ২০১৯ |আর্কাইভের-তারিখ=১৩ নভেম্বর ২০১৪ |আর্কাইভের-ইউআরএল=https://wayback.archive-it.org/all/20141113202611/http://www.bbs.gov.bd/Census2011/Chittagong/Brahmanbaria/Brahmanbaria_C01.pdf |ইউআরএল-অবস্থা=bot: unknown }}</ref>
 
== নাটঘর গ্রামের নাম করনের ইতিহাস ==
 
 
<nowiki>#</nowiki>নাটঘরের কিছু অজানা ইতিহাস
 
<nowiki>#</nowiki>তথ্য সংগ্রহেঃ নির্ঝর হাসান খোকন
 
নূরনগর পরগণায় নাটঘর নামে একটি প্রাচীনগ্রাম অাছে।ঐ নাটঘর গ্রামে অানুমানিক ১৬৫০ সালের দিকে নাটঘর নিবাসী হিন্দু চৌধুরী বাড়ির পূ্র্বপুরুষ অমর প্রসাদ নারায়ন কর্তৃক এই এলাকা (নূরনগর পরগণা) পরিচালিত হতো। তখন জনগণের পানির চাহিদা মেটানোর উদ্দেশ্যে তিনি উনার বাড়ির দুই পাশে পূর্বে ও পশ্চিমে দুটি পুকুর খনন করেন।এর মধ্যে বর্তমানে একটি বড় দিঘী এবং অন্যটি তারা পুকুর নামে পরিচিত।বড় দিঘীটি দীর্ঘদিন যাবৎ অমর প্রসাদ নারায়ণ চৌধুরীর নামানুসারে অমর সাগর নামে পরিচিত ছিল।
 
"তারা পুকুরটি "খনন করতে গিয়ে ১৬৭০ সালের দিকে শিব মুর্তিটি উদ্ধার করা হয়।
 
এই শিবমুর্তি দেখার জন্য তখনকার ত্রিপুরার রাজা রামমাণিক্য( ১৬৭০-১৬৮০) এর মধ্যে যে কোন একসময় নাটঘর অাসেন এবং নূরনগর পরগণার জনগণ উনাকে উঞ্চ অভ্যর্থনা জানান। তিনি তখন অমর প্রসাধ চৌধুরীকে বিভিন্ন জনকল্যাণমুলক কাজের জন্য  নারায়ণ উপাধিতে ভূষিত করেন এবং খাজনা মাফ করে দেন বলেও লোকমুখে কথিত অাছে। তিনি লঞ্চে এসে যে ঘাটে নেমেছিলেন সেই ঘাটে এখন আর লঞ্চ আসে না,সেটি আজো রাজঘাট নামে পরিচিত।
 
কালো পাথরে নির্মিত পাঁচফুট উচ্চতাবিশিষ্ট দ্বাদশভোজ ও সুদর্শন চক্রধৃত এই শিবমূর্তিটি নৃত্যভঙ্গিতে উৎকীর্ণ। দুই হাতে অনন্ত নাগের লেজ ও ফণা,দুই হাতে শিবের বাঁশি,দুই হাতে অঞ্জলিববিদ্ধ,চার হাতে ত্রিশল, শংখ, সাপ, ফুল স্তবক। অার বাকি দুই হাত বর্তমানে বিনষ্ট মাথাটি কারুকার্য খচিত,পায়ের নিচে বৃক্ষমুর্তি।
 
<nowiki>#</nowiki>নাটঘর গ্রামের নামকরণঃ
 
১ম ধারার জনশ্রুতিঃ নটরাজ বা নটেশ্বর মহাদেবের নামানুসারে নাটঘর গ্রামের নামকরণ করা হয়েছে বলে কেউ কেউ মনেকরেন।তবে এখানে একটি প্রশ্ন জাগে আনুমানিক ১৬৭০ সালে পুকুর খননকালে মূর্তিটি পাবার আগে গ্রামের নাম কি ছিল?
 
২য় ধারার জনশ্রুতিঃ কথিত আছে এক সময় এই জনপদে বহুসংখ্যক নাথ বা যোগীসম্প্রদায়ের লোকের বসবাস ছিলো। তার নিদর্শন স্বরুপ যুগীর পুকুর নামে একটা পুকুর গ্রামে এখনো বর্তমান রয়েছে।
 
যুগী বা নাথদের তৈরি ঘরগুলো ছিল মাটির তৈরি। নাথ অধিপতি মৃত্তিকার তৈরি দূর্গ বা গড়ে বসে অঞ্চল পরিচালনা করতেন।
 
সেই নাথ-গড় থেকে বর্তমান নাটঘর নামের উৎপত্তি বলে ধারণা করা হয়।
 
পরবর্তীতে নাথ সম্প্রদায়  এই অঞ্চল থেকে বিতাড়িত হয়।
 
== অবস্থান ও সীমানা ==