হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mahin Haque (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Mahin Haque (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৮ নং লাইন:
 
==কাহিনী সংক্ষেপ==
[[চিত্র:HarryPotterHalfBloodPrinceBook.jpg‎‎‎‎|thumb|left|150px|<small>''হাফ-ব্লাড প্রিন্স বইয়ের প্রচ্ছদ''</small>]]
===প্রেক্ষাপট===
[[হ্যারি পটার]] সিরিজের পূর্ববর্তী চারটি উপন্যাসে, প্রধান চরিত্র হ্যারি পটারকে কেন্দ্র করে কাহিনী গড়ে উঠে। হ্যারির বয়স যখন এক বছর, তখন সেই সময়ের সব্বচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকর [[লর্ড ভলডেমর্ট]] হ্যারির বাবা মাকে হত্যা করে। ভলডেমর্ট হ্যারিকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু কোন এক রহস্যময় কারণে হ্যারি বেঁচে যায় এবং ভলডেমর্টের পতন ঘটে। এরপর থেকে সে তার মাগল খালা ও খালু [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ড|পেতুনিয়া ও ভার্নন ডার্সলির]] সঙ্গে বসবাস করতে থাকে।
৩১ নং লাইন:
পুরো বছর জুড়ে, প্রাইভেট লেসনে ডাম্বলডোর তার পেনসিভের মাধ্যমে হ্যারিকে ভলডেমর্টের অতীতের বিভিন্ন মেমোরি বা স্মৃতি দেখাতে থাকেন। স্লাগহর্নের কাছ থেকে পাওয়া একটি মেমোরির মাধ্যমে ডাম্বলডোরের সন্দেহ সঠিক বলে প্রমাণিত হয় যে, ভলডেমর্ট অমরত্ব লাভের জন্য তার আত্মাকে সাতটি অংশে বিভক্ত করে রেখেছে। আত্মার এই খন্ডিত অংশকে হরক্রাক্স বলে। ভলডেমর্টকে হত্যা করতে হলে সর্বপ্রথম এই হরক্রাক্সগুলোকে ধ্বংস করতে হবে। এদের মধ্যে দুইটি হরক্রাক্স ইতোমধ্যেই ধ্বংস হয়েছে, এগুলো হল- টম রিডলের ডায়েরি ও মারভোলো গন্টের আংটি। ডায়েরিটি হ্যারি এবং আংটিটি ডাম্বলডোর ধ্বংস করেছিল। অবশিষ্ট হরক্রাক্সগুলো হল- ভলডেমর্টের সাপ [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ন|নাগিনি]] এবং হগওয়ার্টসের প্রতিষ্ঠাতাদের সম্পদঃ [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#স|সালাজার স্লিদারিন]] এর লকেট, [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#হ|হেলগা হাফলপাফ]] এর কাপ এবং [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#গ|গড্রিক গ্রিফিন্ডর]] বা [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#র|রোয়েনা র‌্যাভেনক্লর]] একটি বস্তু।
 
[[চিত্র:N119741.jpg‎‎‎‎|thumb|right|150px|<small>''হাফ-ব্লাড প্রিন্স বইয়ের প্রচ্ছদ''</small>]]
এদিকে ডিটেনশনের জন্য হ্যারি অনুপস্থিত থাকা সত্ত্বেও [[হগওয়ার্টস#গ্রিফিন্ডর|গ্রিফিন্ডর]] হাউজ কুইডিচ চ্যাম্পিয়ন হয় এবং এর ধারাবাহিকতায় হ্যারি ও জিনির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
 
৪৫ নং লাইন:
 
===ভিডিও গেমস===
[[চিত্র:Book9075.JPG‎‎‎‎‎|thumb|right|100px150px|<small>''হাফ-ব্লাড প্রিন্স বইয়ের বাংলা সংস্করণের প্রচ্ছদ''</small>]]
''হাফ-ব্লাড প্রিন্স'' বই ও চলচ্চিত্রের কাহিনী অবলম্বনে ''ইলেকট্রনিক আর্টস'' একটি ভিডিও গেমস তৈরি করেছে। সিরিজের অন্যান্য গেমসমূহের মত এই গেমটিও অ্যাডভেঞ্চার নির্ভর। এই গেমে গেমারকে মূলত হ্যারি পটার হিসেবেই খেলতে হবে। তবে বিশেষ কয়েকটি জায়গায় রন উইজলি ও জিনি উইজলিকে নিয়ে খেলার সুযোগ রয়েছে। গেমটির কাহিনী হুবহুব চলচ্চিত্রের মত। গেমে অতিরিক্ত ফিচার হিসেবে যোগ করা হয়েছে ডুয়েলিং, কুইডিচ ও পোশান তৈরি করা। গেমটির গ্রাফিক্স অন্যান্য গেমগুলোর তুলনায় যথেষ্ঠ ভাল। গেমটি ২০০৯ সালের জুন মাসে বাজারে আসে।
 
==অনুবাদ==
[[চিত্র:Book9075.JPG‎‎‎‎‎|thumb|right|100px|<small>''হাফ-ব্লাড প্রিন্স বইয়ের বাংলা সংস্করণের প্রচ্ছদ''</small>]]
[[হ্যারি পটার]] সিরিজের অন্যান্য বইগুলোর মত ''হাফ-ব্লাড প্রিন্স'' বইটিও ৬৭ টি ভাষায় অনূদিত হয়েছে।<ref>{{cite web|title=Potter tops 400 million sales |last=Flood |first=Alison |work=theBookseller.com |url=http://www.thebookseller.com/news/61161-page.html |publisher=The Bookseller |date=17 June 2008 |accessdate=12 September 2008}}</ref> ২০১০ সালের জুলাই মাসে ব্লুমসবারি বইটির স্কটিশ গ্যালিক ভাষার সংস্করণ প্রকাশ করবে।<ref>{{cite web|url=http://www.amazon.co.uk/Harry-Potter-Philosophers-Stone-Scottish-Gaelic/dp/158234681X |title=Harry Potter and the Philosopher's Stone: Scottish-Gaelic Edition: J. K. Rowling: Amazon.co.uk: Books |publisher=Amazon.co.uk |accessdate=12 December 2008}}</ref> এছাড়া বইটি যেসব ভাষায় অনূদিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল- [[বাংলা ভাষা|বাংলা]], [[হিন্দি ভাষা|হিন্দি]], [[আরবি ভাষা|আরবি]], [[ফরাসি ভাষা|ফরাসি]], [[জার্মান ভাষা|জার্মান]] প্রভৃতি।