উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১০৪ নং লাইন:
উইকিপিডিয়া একটি বিশ্বকোষ ও বিশ্বকোষীয় রেফারেন্স। এটি কোনো ইন্সট্রাকশন ম্যানুয়াল, গাইডবই, পাঠ্যবই, বা বৈজ্ঞানিক গবেষণাপত্র (জার্নাল) নয়। উইকিপিডিয়া নিবন্ধগুলোর লিখনশৈলী যেরকম হতে পারবে না:
 
* <span id="NOTMANUAL" /><span id="NOTHOWTO" /><span id="HOWTO" />'''ইন্সট্রাকশন ম্যানুয়াল'''। উইকিপিডিয়ায় মানুষ, স্থান, বা বস্তুর সম্পর্কে বিবরণযুক্ত নিবন্ধ স্থান পায়, কিন্তু সেগুলো ‘কীভাবে’ ({{lang||How-to}}) স্টাইলে, প্রস্তুতকারীর ম্যানুয়াল, উপদেশনামা ([[উইকিপিডিয়া:আইনগত দাবিত্যাগ|আইনগত]], [[উইকিপিডিয়া:চিকিৎসা দাবিত্যাগ|চিকিৎসা]] ইত্যাদি), পরামর্শ প্রদান প্রভৃতি ধরনে লেখা হলে, তা গ্রহণযোগ্য নয়। এগুলোর মধ্যে আরও আছে, টিউটোরিয়াল, কর্মতালিকা, [[ভিডিও গেম|গেমের]] গাইড, রেসিপি। বিশ্বকোষীয় নিবন্ধে এ জাতীয় তথ্যাদি স্থান পাওয় উচিত নয়, এবং প্রযোজ্য স্থান পেলেও তা বিশ্বকোষীয় ধাঁচে পরিমিতবোধ বজায় রেখে উপস্থাপন করা উচিত।<ref>Theএই how-to‘কীভাবে’ restriction does not apply toশর্ত, theউইকিপিডিয়ার [[উইকিপিডিয়া:Projectপ্রকল্প namespaceনামস্থান|projectপ্রকল্প namespaceনামস্থানগুলোর]], whereজন্য [[:Category:Wikipedia how-to|"how-to"s relevant to editing Wikipedia itself]] are appropriate,প্রযোজ্য suchনয়। asঅবশ্য [[উইকিপিডিয়া:Howপ্রধান toনামস্থান|প্রধান drawনামস্থানে]] aকোনো diagramপাঠকের withকাছে Dia]].কীভাবে Also,কোনো inকিছু theকরা [[উইকিপিডিয়া:Mainহয় namespace|mainধরনের namespace]],বর্ণনা describingগ্রহণযোগ্য to theবিশ্বকোষীয় readerধরা howহয়। otherকিন্তু peopleশিক্ষণ orপ্রক্রিয়া thingsধরনে useকোনো somethingপাঠককে isকী encyclopedic;কী instructingকরা theপ্রযোজ্য readerনয়, inতা the [[imperative mood]]তালিকা aboutআকারে howউপস্থাপন toকরাটা useবিশ্বকোষীয় somethingধরা isহয় not.না।</ref> আপনি যদি ‘কীভাবে’ টাইপের ম্যানুয়াল লিখতে আগ্রহী হন, তবে [[উইকিহাও|উইকিহাওয়ে]] আপনি তা করতে পারেন। এছাড়া বই বা ম্যানুয়াল লিখতে উৎসাহী হলে আপনার জন্য রয়েছে আমাদের সহযোগী প্রকল্প [[b:|উইকিবই]]।
* <span id="NOTTRAVEL" />'''ভ্রমণ নির্দেশিকা'''। [[প্যারিস]] নিবন্ধে আপনি প্যারিসের উল্লেখযোগ্য স্থাপনা হিসেবে [[আইফেল টাওয়ার]], [[লুভ্র্‌ জাদুঘর|লুভ্র্‌ জাদুঘরের]] নাম আপনি উল্লেখ করতে পারেন। কিন্তু স্থানটিতে কীভাবে যেতে হয়, কোনকোনো হোটেলে রাত্রিযাপন করা যায়, বা [[লুভ্র্‌ জাদুঘর|লুভ্ররের]] ফোন নম্বর প্রভৃতি তথ্যাদি বিশ্বকোষীয় নয়, তাই এগুলো যুক্ত করা যাবে না। এভাবে যুক্ত করা যাবে না [[শঁজেলিজে|শঁজেলিজেতে]] বর্তমানে কোনো কিছুর দাম কতো সেটাও। উইকিপিডিয়ার নিবন্ধসমূহ হোটেল, ট্রাভেল লাউঞ্জ প্রভৃতি চমকপ্রদ বর্ণনা প্রদানের স্থান নয়। যদিও উল্লেখযোগ্য স্থানসমূহ উইকিপিডিয়ায় স্থান পেতে পারে, কিন্তু সকল পর্যটনকেন্দ্র বা পর্যটকদের আকর্ষণীয় স্থান, রেস্তোরাঁ, হোটেল, বা ভেন্যু এখানে যুক্ত হওয়ার মতো উল্লেখযোগ্য নয়। এ ধরনের বিবরণ আপনাকে [[উইকিট্রাভেল|উইকিট্রাভেলে]] যুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
* <span id="INTERNET" />'''ইন্টারনেট গাইড'''। কোনো ওয়েবসাইটের ওপর লেখা নিবন্ধে অবশ্যই '''শুধুমাত্র''' ওয়েবসাইটের প্রকৃতি, দেখতে কেমন, বা কি ধরনের সার্ভিস প্রদান করে তার বর্ণনা দিলে চলবে না। বিশ্বকোষের বর্ণনা বিশ্বকোষীয় ভাবধারাতেই প্রদান করতে হবে। এবং সেই ওয়েবসাইটের কৃতিত্ত্ব, প্রভাব, ঐতিহাসিক তাৎপর্য প্রভৃতি উল্লেখ করতে হবে। সেই সাথে এই ধরনের তথ্যাদি যাচাইযোগ্য নির্ভরযোগ্য তথ্যসূত্র দ্বারা নিয়মিত হালনাগাদও রাখতে হবে। যেহেতু তাঁরা নতুন করে কিছু সংযুক্ত বা বিযুক্ত করতে পারেন, তাই সম্পাদকদের তা যাচাই বাছাই করে পাঠকের জন্য তৈরি করতে হবে।
* <span id="NOTTEXTBOOK" />'''পাঠ্যবই ও টীকামূলক লেখার স্থান নয়'''। উইকিপিডিয়া একটি বিশ্বকোষীয় তথ্যসূত্র কোনো পাঠ্যবইয়ের সংগ্রশালা নয়। উইকিপিডিয়ার কাজ কোনো বিষয়ের ওপর সত্য তথ্যাদি তুলে ধরা, কোনো বিষয়ে জ্ঞান দেওয়া নয়। তাই এমন কোনো নিবন্ধ তৈরি করা উচিত নয়, যা পড়তে টেক্সটবুকের মতো মনে হয়। সেই সাথে উদাহরণ হিসেবে প্রচলিত পদ্ধতিতে কোনো সমস্যা ও সমস্যার সমাধান উল্লেখ করাও উইকিপিডিয়ার জন্য প্রযোজ্য নয়। কারণ এটি বিশ্বকোষীয় কোনো কোনো তথ্য নয়। এধরনের বিষয় আমাদের সহপ্রকল্প [[উইকিবই]] ও [[উইকিসংকলন|উইকিসংকলনের]] জন্য প্রযোজ্য। অন্যান্য উদাহরণ উপস্থাপনের ধাঁচ এমন হতে হবে যে, সেটি শেখানোর চেষ্টা করছে তা নয়, বরং তথ্য প্রদানের চেষ্টা করছে&mdash;এমনটি হতে হবে। এবং এভাবেই তা উইকিপিডিয়ায় যোগ করার মতো বিষয়বস্তু হতে পারে।
* <span id="NOT PAPERS"/><span id="NOT PAPER"/>'''বৈজ্ঞানিক প্রবন্ধ বা গবেষণা পত্র'''। একটি উইকিপিডিয়া নিবন্ধ পাঠককে কোনো বিষয়ের প্রমাণ উপস্থাপন করবে না। এর ফলে যেসকল পাঠকের ঐ বিষয়ে প্রাথমিক বা উচ্চতর জ্ঞান বা ধারণা নেই, তাঁদের কাছে তা বোধগম্য নাও হতে পারে। [[উইকিপিডিয়া:ভূমিকার অংশ|ভূমিকাংশে]] এবং সূচনামূলক অংশগুলোতে অবশ্যই সহজ ও সর্বধারণের বোধগম্য ভাষায় উপস্থাপন করতে হবে, যাতে নিবন্ধের ভেতরে প্রবেশের পূর্বে ঐ বিষয়ের ওপর কোনো প্রাথমিক জ্ঞান ধারণ করেন না, এমন পাঠকও তা পড়ে বুঝতে পারেন। এছাড়া উচ্চতর পরিভাষার ক্ষেত্রে সেই পরিভাষার আন্তসংযোগ লিংক দিতে হবে যেনো পাঠক ঐ পরিভাষার ওপর লেখা নিবন্ধে গিয়ে সেটি বুঝতে পারেন। অবশ্য পাঠক ঐ লিংকে গিয়েই ব্যাপারটি বুঝে নিবেন, এই ধারণা থেকে নিবন্ধ লেখা উচিত হবে না, বরং প্রাথমিক কিছু কথা আলোচিত নিবন্ধেই উল্লেখ করে দিতে হবে।
* <span id="NOTCASE" />'''কেস স্টাডি'''। উইকিপিডিয়ার অনেক নিবন্ধই এক বা একাধিক সুনির্দিষ্ট বিষয়ের ওপর সম্পর্ক নিয়ে লেখা হয়েছে। যেমন: ‘ক’-এর ক্ষেত্রে ‘খ’-এর অবস্থান, বা ‘খ’ উপাদানের ‘ক’ সংস্করণ ইত্যাদি। এ ধরনের নিবন্ধ গ্রহণযোগ্য যখন তা কোনো সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ কোনো রহস্য নিয়ে, বা কোনো উল্লেখযোগ্য আগ্রহের বিষয়বস্তুর ওপর লেখা হয়। উল্লেখ্য, বিভিন্ন দেশের বিষয়সংশ্লিষ্ট বিষয়, বা আন্তর্জাতিক সীমানা সম্পর্কিত বড় কোনো পার্থক্য বা ব্যতিক্রমতাসূচক বিষয় প্রায়ই সময়ই আলাদা নিবন্ধে স্থান পায়।