উইলিয়াম ওয়ালেস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে + 8টি বিষয়শ্রেণী
সম্পাদনা সারাংশ নেই
৪০ নং লাইন:
 
[[চিত্র:William Wallace.jpg|thumb|right|উইলিয়াম ওয়ালেস]]
'''স্যার উইলিয়াম ওয়ালেস''' ({{lang-gd|Uilleam Uallas}}, {{IPA-gd|ˈɯʎam ˈuəl̪ˠəs̪|pron}}; নরম্যান ফরাসি: {{lang|xno|William le Waleys}}; <ref>{{cite book|url=https://archive.org/details/documentsillust00clubgoog|title=Documents illustrative of Sir William Wallace: his life and times|last=Stevenson|first=Joseph|date=1841|publisher=Printed for the Maitland club|page=[https://archive.org/details/documentsillust00clubgoog/page/n231 173]|via=[[New York Public Library]] and [[Internet Archive]]|access-date=1 September 2013}}</ref> আনু. ১২৭২/৭৬ – ২৩ আগস্ট, [[১৩০৫]]) ছিলেন একজন নাইট ও [[স্কটিশ|স্কটল্যাণ্ডস্কটল্যান্ড]] দেশপ্রেমিক। যিনি [[স্কটিশ স্বাধীনতার প্রথম যুদ্ধ|স্কটিশ স্বাধীনতার প্রথম যুদ্ধের]] সময় প্রধান নেতাদের একজন হয়েছিলেন। <ref>{{cite web|url=https://www.bbc.co.uk/history/historic_figures/wallace_william.shtml|title=William Wallace (c. 1270–1305)|date=3 August 2007|publisher=[[BBC History]]|access-date=4 April 2010}}</ref>
 
১৯৯৫ সালের অস্কার বিজয়ী চলচ্চিত্র [[ব্রেভ হার্ট]] তার জীবনীর উপর তৈরি হয়।
৫১ নং লাইন:
ওয়ালেসের একজন অধিনায়কের নেতৃত্বে অগ্রসরমান হামলায় প্রচুর ব্রিটিশ সৈন্যকে পালিয়ে যায়। মাত্রাতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙ্গে গিয়ে অনেক ব্রিটিশ সৈন্য নিহত হন। হ্যারির মতে, ব্রিজের নিচে লুকিয়ে থাকা স্কটরা ব্রিজটি ভাঙতে সাহায্য করেন। ফলে স্কটরা একটি গুরুত্বপূর্ণ জয় পায় যা তাদের সৈন্যদের আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেয়। স্কটল্যাণ্ডে এডওয়ার্ডের কোষাধ্যক্ষ [[হিউজ ক্রেসিংহ্যাম]] যুদ্ধে নিহত হন এবং তার চামড়া দিয়ে স্কটরা ট্রফি বেল্ট তৈরি করে। উইলিয়াম ক্রফোর্ড ৪০০ অশ্বারোহী নিয়ে ইংরেজদের স্কটল্যাণ্ড থেকে তাড়িয়ে বের করে দেন। ধারণা করা হয় মোরে যুদ্ধে আহত হয়ে ১২৯৭-৯৮ সালের শীতে মারা যান।
 
স্টার্লিং ব্রিজের যুদ্ধ থেকে ফিরে আসার পর ওয়ালেসকে তার সেকেণ্ড ইন কমাণ্ড জন গ্রাহাম ও থার্ড ইন কমাণ্ড [[উইলিয়াম ক্রফোর্ড]] এর সাথে [[নাইট]] উপাধি দেয়া হয়। খুব সম্ভবত [[রবার্ট দি ব্রুস]] তাদের উপাধি দেন এবং ওয়ালেসকে “স্কটল্যাণ্ডের রক্ষক ও তার সেনানীর নেতা” আখ্যা দেয়া হয়।