হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
লিঙ্কের পরামর্শ: ৩টি লিঙ্ক যুক্ত করা হয়েছে।
৩৭ নং লাইন:
}}
 
'''হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড''' ({{lang-en|Headingley Cricket Ground}}) ইংল্যান্ডের লিডসে অবস্থিত [[হেডিংলি স্টেডিয়াম]] কমপ্লেক্সের ক্রিকেট মাঠ। সচরাচর, সংক্ষেপে এ স্টেডিয়ামকে '''হেডিংলি''' নামে ডাকা হয়। সম্প্রচারস্বত্ত্বের কারণে এটি '''এমারেল্ড হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড''' নামে পরিচিতি পাচ্ছে। প্রধান স্ট্যান্ডের সাথে হেডিংলি রাগবি স্টেডিয়াম সংযুক্ত রয়েছে। ১৮৯৯ সাল থেকে [[টেস্ট ক্রিকেট]] অনুষ্ঠিত হচ্ছে ও এর দর্শক ধারণ ক্ষমতা ১৮,৩৫০জন।
 
== উল্লেখযোগ্য মুহুর্ত ==
৪৮ নং লাইন:
 
=== টেস্ট ক্রিকেট ===
১৯৩০ সালের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলীয় তারকা খেলোয়াড় [[ডোনাল্ড ব্র্যাডম্যান]] প্রথম দিনেই ৩০৯ রান সংগ্রহ করে ৩৩৪ রানের [[ইনিংস]] খেলেন। এরপর ১৯৩৪ সালে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলীয়রা]] হেডিংলিতে পরবর্তী টেস্টে খেলতে আসলে তিনি ৩০৪ রান তুলেছিলেন।
 
[[১৯৪৮ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর|১৯৪৮]] সালের [[দি অ্যাশেজ|অ্যাশেজ সিরিজের]] শেষ দিনে অস্ট্রেলীয়রা ৪০৪/৩ তুলে ইংল্যান্ডকে পরাভূত করেছিল। [[আর্থার মরিস]] ১৮২ ও ডন ব্র্যাডম্যান ১৭৩ রানে অপরাজিত ছিলেন।
৭১ নং লাইন:
২২ জুলাই, ১৯৯৩ তারিখে সফরকারী অস্ট্রেলিয়া দল এ মাঠে ৬৫৩/৪ তুলে সর্বোচ্চ সংগ্রহ গড়ে। শীর্ষস্থানীয় [[রান (ক্রিকেট)|রান]] সংগ্রাহকের মধ্যে ডন ব্র্যাডম্যান ৯৬৩, জিওফ বয়কট ৮৯৭ ও জন এডরিচ স্টুয়ার্ট ৮৪৯ রান তুলেন। শীর্ষস্থানীয় উইকেট সংগ্রাহকের মধ্যে [[ফ্রেড ট্রুম্যান]] ৪৪, বব উইলিস ৪০ ও [[স্টুয়ার্ট ব্রড]] ৩৪ উইকেট পেয়েছেন।
 
[[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] ২৪ মে, ২০১৭ তারিখে ইংরেজ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩৯/৬ তুলে। শীর্ষস্থানীয় রান সংগ্রাহকের মধ্যে [[মার্কাস ট্রেসকোথিক]] ৪০৮, [[অ্যান্ড্রু স্ট্রস]] ৩৩৫ ও [[ইয়ন মর্গ্যান]] ২৯২ রান তুলেছিলেন। শীর্ষস্থানীয় উইকেট সংগ্রহকারীর মধ্যে [[ক্রিস ওল্ড]] ১২, ইয়ান বোথাম ১১ ও [[অ্যান্ড্রু ফ্লিনটফ]] ৯ উইকেট পেয়েছেন।
 
== ক্রিকেট বিশ্বকাপ ==