পুণ্য শুক্রবার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
২০ নং লাইন:
 
== বাইবেলের বিবরণ ==
{{main|প্যাসন (খ্রিষ্টধর্ম)|যিশুর ক্রুসবিদ্ধকরণ|ক্রুসবিদ্ধ যিশুর বচনাবলি}}
{{main|Passion (Christianity)|Crucifixion of Jesus|Sayings of Jesus on the cross}}
[[চিত্রFile:Gustave Doré - The Holy Bible - Plate CXLI, The Judas Kiss.jpg|thumb|220px|গুস্তভ ডরে দ্বারা 1866 তে অঙ্কিত "দ্য জুদাস[[যিহুদার চুম্বন|জুডাস কিস]]", [[গুস্তাভ ডোর]] অঙ্কিত, ১৮৬৬]]
সুসমাচার অনুযায়ী, যিশুর শিষ্য [[যিহুদা ইসকারিয়োত|যিহুদা ইসকারিয়োতের]] সহায়তায় মন্দিরের রক্ষীদল [[গেৎশিমানি উদ্যান|গেৎশিমানি উদ্যানে]] যিশুকে গ্রেফতার করে। যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পুরস্কার স্বরূপ যিহুদাকে ৩০টি রৌপ্যমুদ্রা ({{Bibleverse||Matthew|26:14-16|KJV}}) দেওয়া হয়েছিল। যিহুদা রক্ষীদলকে বলে রেখেছিলেন যে তিনি যাঁকে চুম্বন করবেন তিনিই হবেন যিশু। যিশুকে [[হানন|হাননের]] প্রাসাদে নিয়ে আসা হল। হানন ছিলেন সেই বছরের জন্য নিযুক্ত প্রধান পুরোহিত [[কায়াফার|কায়াফারের]] শ্বশুর। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদে বিশেষ ফল না হওয়ায় তাঁকে প্রধান পুরোহিত কায়াফারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে [[সানহেড্রিয়ান]] (প্রাচীন ইসরায়েলের সর্বোচ্চ আদালত কর্তৃপক্ষ) একত্রিত হয় ({{Bibleverse||John|18:1-24|KJV}})।
গসপেলের তথ্য অনুযায়ী [[গেথসেমানের বাগান|গেথসামেনের বাগানে]] মন্দির প্রহরীরা যিশুকে গ্রেপ্তার করে যিশুরই এক শিষ্য, [[জুদাস ইস্ক্যারীয়ট|জুডাস ইস্ক্যারীয়ট]]-এর সহায়তায়. জুডাস টাকা (30টি রৌপ্য মুদ্রা) {{bibleverse||Matthew|26:14-16|KJV}}পেয়েছিল বিশ্বাসঘাতকতার জন্য এবং প্রহরীদের বলে রেখেছিলো যে যাকে সে চুম্বন করবে তারা যেন সেই ব্যাক্তিটিকেই গ্রেপ্তার করে. যিশুকে নিয়ে আসা হয় তত্কালীন [[কোহেন গাদল|সর্বোচ্চ পুরোহিত]] [[কাইয়াফাস]]-এর শ্বশুরমশাই [[আনাস]]-এর বাড়িতে.সেখানে যিশুকে বিফল কিছু জিজ্ঞাসাবাদের পর পাঠিয়ে দেওয়া হয় কাইয়াফাসের কাছে, যেখানে [[সানহেদ্রিন]] সমবেত হয়ে প্রস্তুত ছিল{{bibleverse||John|18:1-24|KJV}}.
 
যিশুর বিচারসভায় বিভিন্ন সাক্ষী পরস্পরবিরোধী সাক্ষ্যপ্রদান করেছিল। যিশু সেই প্রসঙ্গে একটি কথাও উচ্চারণ করেননি। অবশেষে প্রধান পুরোহিত নিজে উঠে যিশুকে শপথপূর্বক নিজ বক্তব্য জানাবার আদেশ দিলেন। তিনি বললেন, “জীবনময় ঈশ্বরের দোহাই, আমাদের বল, তুমিই কি ঈশ্বরের পুত্র সেই খ্রিষ্ট?” যিশু উত্তর দিলেন, “আপনি নিজেই তা বললেন। তাছাড়া আমি আপনাদের বলেছি, এখন থেকে আপনারা দেখবেন মানবপুত্র সর্বশক্তিমানের দক্ষিণে উপবিষ্ট। আবার মেঘবাহনেও তাঁকে নেমে আসতে দেখবেন।” প্রধান পুরোহিত এই কথার জন্য যিশুকে [[ঈশ্বরনিন্দা|ঈশ্বরনিন্দার]] দায়ে অভিযুক্ত করলেন। [[যিশুর সানহেড্রিয়ন বিচার]] শেষ হল তাঁর মৃত্যুদণ্ড ঘোষণার মাধ্যমে।({{Bibleverse||Matthew|26:57-66|KJV}}) এদিকে বিচার চলাকালীন অঙ্গনে অপেক্ষমান পিতর বিচার দেখতে আসা জনগণের নিকট তাঁর সঙ্গে যিশুর সম্পর্কের কথা তিন বার অস্বীকার করলেন। যিশু অবশ্য আগে থেকেই জানতেন যে পিতর তাঁকে তিনবার অস্বীকার করবেন।
 
পরদিন সকালে সকল সভাসদগণ যিশুকে রোমান রাজ্যপাল [[পন্টিয়াস পিলাত|পন্টিয়াস পিলাতের]] নিকট নিয়ে গেল। তাঁর বিরুদ্ধে রাজদ্রোহ, সিজারকে রাজস্বদানে বাধা ও নিজেকে রাজা ঘোষণা করার অভিযোগ আনা হল ({{Bibleverse||Luke|23:1-2|KJV}})। পিলাত ইহুদি সমাজপতিদের নিজস্ব আইন অনুযায়ী যিশুর বিচার ও শাস্তিদানের অনুমতি দিলেন। কিন্তু ইহুদি সমাজপতিরা জানালেন রোমান আইন অনুযায়ী তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি নেই ({{Bibleverse||John|18:31|KJV}})।
যিশুর বিরুদ্ধে বহু প্রতক্ষ্যদর্শী বিবিধ সাক্ষ্য পেশ করে যার উত্তরে যিশু নীরব থাকেন. শেষে সর্বোচ্চ পুরোহিত যিশুকে প্রতিশ্রুত হয়ে উত্তর দিতে আজ্ঞা করেন এটা বলে যে, "আমি তোমায় ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করিয়ে জিগ্গেস করছি যে তুমিই কি সেই অভিষিক্ত ব্যক্তি, ঈশ্বরের পুত্র?" যিশু সম্মতিসূচক বাক্যে উত্তর দিয়ে বলেন "তুমি সেটা বলেই দিলে এবং সময়ের সঙ্গে স্বর্গের মেঘের মধ্য দিয়ে দেখতে পাবে যে মানুষের পুত্র বসে আছে সর্বশক্তিমান ঈশ্বরের দক্ষিন হস্তে." সর্বোচ্চ পুরোহিত এই কথা শুনে যিশুকে [[ঈশ্বর নিন্দা|ঈশ্বরনিন্দা]]-র অভিযোগে অভিযুক্ত করেন এবং [[যিশুর সানহেদ্রিন বিচার]]-টি শেষ হয় যিশুর প্রাণদন্ড ঘোষনার মধ্য দিয়ে{{bibleverse||Matthew|26:57-66|KJV}}. জিজ্ঞাসাবাদের সময় পিটার/পিতর তিনবার যিশুকে অস্বীকার করে.যিশু পূর্বেই জানতেন যে পিটার তিনবার তাকে অস্বীকার করবে. দুটি বিচার পর্ব, একটি রাতে ও অন্যটি সকালে এবং এদের সময় কিভাবে গুড ফ্রাইডে কে প্রভাবিত করতে পারে তার জন্য সানহেদ্রিন ট্রায়াল অফ জেসাস বা [[যিশুর সানহেদ্রিন বিচার]] শীর্ষক নিবন্ধটি দেখুন.
 
পিলাত নিজে যিশুকে জিজ্ঞাসাবাদ করলেন ও ইহুদি বিচারকদের জানালেন যে তিনি যিশুকে শাস্তিদানের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। যিশু গালিলের লোক জেনে তিনি গালিলের শাসক [[রাজা হেরোদ|রাজা হেরোদের]] উপর যিশুর বিচারের ভার ছেড়ে দিলেন। হেরোদ [[তারণোৎসব]] ভোজসভা উপলক্ষ্যে সেই সময় জেরুজালেমেই ছিলেন। হেরোদ যিশুকে জিজ্ঞাসাবাদ করে কোনো উত্তর পেলেন না। তিনি পুনরায় যিশুকে পাঠিয়ে দিলেন পিলাতের কাছে। পিলাত সমাজপতিদের জানালেন যে তিনি বা হেরোদ কেউই যিশুকে দোষী মনে করছেন না। শেষে পিলাত সমস্যা সমাধানের জন্য যিশুকে শুধুমাত্র চাবুক মেরে ছেড়ে দেওয়ার প্রস্তাব রাখলেন ({{Bibleverse||Luke|23:3-16|KJV}})।
 
তারণোৎসব ভোজসভার রীতি অনুযায়ী এই দিন ইহুদিদের অনুরোধক্রমে রোমানরা একজন বন্দীকে ছেড়ে দিতেন। পিলাত জনসাধারণকে জিজ্ঞাসা করলেন যে তারা কার মুক্তি চাইছে। প্রধান পুরোহিতের অঙ্গুলি হেলনে জনগণ খুনি [[বারাব্বাস|বারাব্বাসের]] মুক্তি চাইল। পিলাত যিশুকে নিয়ে কি করা উচিত সেই ব্যাপারে সকলের মতামত চাইলে সকলেই এক বাক্যে বলল "ওকে ক্রুসবিদ্ধ করুন।" ({{Bibleverse||Mark|15:6-14|KJV}}) [[পন্টিয়াস পিলাতের স্ত্রী|পিলাতের স্ত্রী]] পূর্বরাত্রে যিশুকে স্বপ্নে দেখেছিলেন। তিনি পিলাতকে সাবধান করে দিয়ে বললেন, "এই ধার্মিক মানুষটির ক্ষতি কোরো না।" ({{Bibleverse||Matthew|27:19|KJV}})
[[চিত্র:Romans.JPG|thumb|280px|left|বম্বে তে ভারতীয় রোমান ক্যাথলিকদের দ্বারা গুড ফ্রাইডেতে আয়োজিত দ্য ওয়ে অফ দ্য ক্রস-এর একটি শোভাযাত্রা. ]]
সকালে সমস্ত পরিষদটি যিশুকে নিয়ে আসে রোমান রাজ্যপাল [[পন্তিযাস পিলাত|পন্তিয়াস পিলাত]] -এর কাছে. যিশুর বিরুদ্ধে দেশদ্রোহিতা, সিজারের করের প্রতিরোধ করা এবং নিজেকে রাজা বলে ঘোষণা করার মত অভিযোগ ছিলো{{bibleverse||Luke|23:1-2|KJV}}.পিলাত ইহুদি নেতাদের দ্বায়িত্ব দেন যিশুকে তাদের আইনানুযায়ী বিচার করে প্রাণদন্ড লাঘু করতে. কিন্তু ইহুদি নেতারা বলে যে রোমানরা তাদের প্রাণদন্ড দেওয়ার অনুমতি দেয়নি{{bibleverse||John|18:31|KJV}}.
 
পিলাত যিশুকে কশাঘাত করে তাঁকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আবার সর্বসমক্ষে নিয়ে এলেন। প্রধান পুরোহিত তখন যিশুর বিরুদ্ধে ঈশ্বরদ্রোহিতার নতুন অভিযোগটি আনলেন। ভয় পেয়ে পিলাত পুনরায় যিশুকে জিজ্ঞাসাবাস করার জন্য ভিতরে নিয়ে গেলেন।({{Bibleverse||John|19:1-9|KJV|}})
 
[[File:Eccehomo1.jpg|thumb|270px| যিশুর বিচার দৃশ্য, পিলাতের সঙ্গে যিশু, আন্তোনিয়া সিসেরি অঙ্কিত, ঊনবিংশ শতাব্দী]]
পিলাত যিশুকে জিজ্ঞাসাবাদ করেন এবং উপস্থিত পরিষদকে বলেন যে যিশুকে দন্ডিত করার মত কোন কারণ নেই. যিশু [[গালিলি]]-এর অধিবাসী জানতে পেরে, পিলাত মামলাটি গালিলির শাসক [[হেরোদ এন্টিপাস|রাজা হেরোদ]]-এর কাছে পাঠিয়ে দেন. রাজা হেরোদ তখন [[জেরুসালেম]]-এ ছিলেন [[পাসোভার]]-এর ভোজের জন্য. হেরোদ যিশুকে জিজ্ঞাসাবাদ করেন কিন্তু কোন উত্তর পান না; হেরোদ যিশুকে আবার পিলাতের কাছে ফেরত পাঠিয়ে দেন.পিলাত পরিষদকে বলেন যে তিনি নিজে এবং হেরোদ দুজনেই যিশুর কোন দোষ খুঁজে পাননি; পিলাত ঠিক করেন যে যিশুকে বেত্রাঘাত করে ছেড়ে দেবেন{{bibleverse||Luke|23:3-16|KJV}}.
 
জনতার সম্মুখে এসে পিলাত আবার যিশুকে নিরপরাধ ঘোষণা করলেন। তিনি জলে হাত ধুয়ে জানিয়ে দিলেন, যিশুর বিচারে আর তিনি অংশ নেবেন না। তবে সম্ভাব্য দাঙ্গা রোখার জন্য এবং নিজের চাকরি রাখতে পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দিলেন। ({{Bibleverse||Matthew|27:24-26|KJV}}) "নাজারেথের যিশু, ইহুদিদের রাজা" লেখা একটি ক্রুস যিশু বয়ে নিয়ে চললেন [[গলগথা]] নামক স্থানে। তাঁকে ক্রুস বহনে সাহায্য করেছিলেন সাইরিনের সিমন। গলগাথায় অপর দুই অপরাধীর সঙ্গে তাঁকে ক্রুসবিদ্ধ করা হল ({{Bibleverse||John|19:17-22|KJV}})।
 
ছয় ঘণ্টা যিশু ক্রুসে যন্ত্রণাভোগ করেন। শেষ তিন ঘণ্টায় (দুপুর তিনটে থেকে) অন্ধকারে সমগ্র অঞ্চলটি ঢেকে যায়।<ref>{{Bibleverse||Matthew|27:45}}; {{Bibleverse||Mark|15:13}}; {{Bibleverse||Luke|23:44}}</ref> চিৎকার করে যিশু প্রাণত্যাগ করেন। ভূমিকম্প হয়, সমাধিপ্রস্তরগুলি ভেঙে যায় এবং প্রধান মন্দিরের পর্দা উপর থেকে নিচ অবধি ছিঁড়ে যায়। যে [[সেঞ্চুরিয়ন]] ক্রুসবিদ্ধকরণের দায়িত্বে ছিলেন, তিনি চিৎকার করে বলে ওঠেন, "ইনি সত্য সত্যই ঈশ্বরপুত্র ছিলেন।" ({{Bibleverse||Matthew|27:45-54|KJV}})
পাসো ভারের ভোজের সময় ইহুদিদের অনুরোধ অনুযায়ী একজন বন্দিকে ছেড়ে দেওয়ার একটি প্রথা ছিল রোমানদের.পিলাত উপস্থিত জনতাকে জিজ্ঞাসা করেন কাকে তারা মুক্ত দেখতে চায়.মুখ্য পুরোহিতের নেতৃত্বে জনতা জানায় যে তারা [[বারাব্বাস]]-এর মুক্তি চায়. বারাব্বাস কে বন্দী করা হয়েছিল একটি অভ্যুত্থানের সময় এক হত্যাকান্ডের জন্য.পিলাত জিজ্ঞাসা করেন যিশুকে তিনি কি করলে তারা খুশি হবেন এবং তারা বলে ওঠে "ক্রুশ বিদ্ধ কর ওকে"{{bibleverse||Mark|15:6-14|KJV}}.[[পন্তিয়াস পিলাতের স্ত্রী|পিলাতের স্ত্রী]] সেই দিনের সুচনাভাগে যিশুকে স্বপ্নে দেখেছিলেন; পিলাতকে তিনি সতর্ক করে বলেছিলেন যে পিলাত যেন "এই ধার্মিক মানুষটির বিষয়ে কোনো রকমেই জড়িত না থাকেন "{{bibleverse||Matthew|27:19|KJV}}.
 
 
পিলাত লোকদ্বারা যিশুকে বেত্রাঘাত করিয়ে জনতার সম্মুখে আনেন তাকে ছেড়ে দেওয়ার জন্য. মুখ্য পুরোহিত তখন পিলাত কে একটি নতুন অভিযোগের কথা বলে এবং যিশুর মৃত্যুদন্ড চায় " কারণ সে নিজেকে ঈশ্বরের পুত্র বলেছে".এই কোথায় পিলাত ভয় পেয়ে যিশুকে প্রাসাদে ফিরিয়ে আনেন এবং জানতে চান যিশু কথা থেকে এসেছে{{bibleverse||John|19:1-9|KJV|}}.
 
 
[[চিত্র:Eccehomo1.jpg|thumb|270px|উনবিংশ শতাব্দিতে আন্তোনিও সিজ্যার কর্তৃক অংকিত কন্টক-মুকুট পরিহিত যিশু ও পন্তিয়াস পিলেত এর প্রতিকৃতি.]]
জনতার সম্মুখে শেষবারের মত এসে পিলাত জানায় যে যিশু নির্দোষ ও জলে নিজের হাত ধুয়ে পিলাত প্রতিকিভাবে দেখান যে যিশুর দন্ডবিধানে তাঁর কোন ভূমিকা নেই.যাইহোক,দাঙ্গা আটকানোর জন্য পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করার জন্য তুলে দেন{{bibleverse||Matthew|27:24-26|KJV}}.
দন্ডাদেশটিতে বিদ্রুপাত্মকভাবে লেখা ছিল "নাজারেথের যিশু, ইহুদিদের রাজা".যিশু তাঁর নিজের ক্রুশটি নিজেই বহন (সিরিনের সাইমনের সাহায্যে) করে নিয়ে যান ক্রুশবিদ্ধকরনের স্থানে. জায়গাটির নাম মাথার খুলির স্থল, যা হিব্রুতে "[[গলগথা]]" ও ল্যাটিনে "ক্যালভারি" নামে পরিচিত.সেখানেই যিশুকে দুটি ওপর অপরাধীর সঙ্গে ক্রুশবিদ্ধ করা হয়{{bibleverse||John|19:17-22|KJV}}.
 
 
ক্রুশে যিশু ছয় ঘন্টা ধরে নিদারুণ যন্ত্রণা ভোগ করেন.ক্রুশে তাঁর জীবনের শেষ তিন ঘন্টাকালীন, দুপুর তিনটে থেকে, সারা দেশে অন্ধকার নেমে আসে. <ref>{{bibleverse||Matthew|27:45}}; {{bibleverse||Mark|15:13}}; {{bibleverse||Luke|23:44}}</ref>এক প্রবল আর্তির মধ্য দিয়ে যিশু মৃত্যুবরণ করেন.সঙ্গে সঙ্গে একটি ভূমিকম্প হয়, অনেক সমাধি ভেঙ্গে যায় এবং মন্দিরের পর্দা ওপর থেকে নিচ অবধি ছিরে যায়.যিশুর মৃত্যুস্থলে পাহারারত এক [[রোমান সৈন্য|রোমান সৈনিক]] বলে ওঠে, "সত্যিই ইনি ঈশ্বরেরই সন্তান ছিলেন!"({{bibleverse||Matthew|27:45-54|KJV}})
 
 
[[আরিমেথিয়ার জোসেফ]] ছিলেন সানহেদ্রিনের একজন সদস্য ও যিশুর একজন গোপন শিষ্য. তিনি যিশুর এই দন্ডের বিরুদ্ধে ছিলেন এবং তিনি পিলাতের কাছে গেলেন যিশুর মৃতদেহ বের করে আনার জন্য{{bibleverse||Luke|23:50-52|KJV}}.[[নিকোদেমাস]] নামে যিশুর আরেকজন গোপন শিষ্য ও সানহেদ্রিনের সদস্য একশো পাউন্ড ওজন মত একটি মিশ্রণ এনেছিল যিশুর মৃতদেহে মাখিয়ে সেটিকে সংরক্ষণ করার জন্য{{bibleverse||John|19:39-40|KVJ}}.পিলাত ওই রোমান সৈনিকটিকে জিজ্ঞাসাবাদ করে যিশুর মৃত্যুর সত্যতা যাচাই করে নেন{{bibleverse||Mark|15:44|KJV}}. একটি সৈনিক যিশুর দেহপার্শ্বে একটি বর্ষা গাঁথে যার ফলে রক্ত ও জলীয় পদার্থ বেরিয়ে আসে{{bibleverse||John|19:34|KJV}} এবং তারপর রোমান সৈনিকটি পিলাতকে যিশুর যে সত্যই মৃত্যু হয়েছে সেই খবর দেয়{{bibleverse||Mark|15:45|KJV}}.
 
 
আরিমেথিয়ার জোসেফ যিশুর দেহটিকে পরিষ্কার একটি কাপড়ে জড়িয়ে ক্রুশবিদ্ধকরণ স্থলের কাছে একটি বাগানে, পাথর খোদাই করে নির্মিত একটি সমাধিতে{{bibleverse||Matthew|27:59-60|KJV}} শায়িত করান.নিকোদেমাস{{bibleverse||John|3:1|KJV}} ৭৫ পাউন্ড [[মার]] ও অ্যালো বা [[ঘৃতকুমারী]] নিয়ে এসে ইহুদি শেষকৃত্য নিয়মানুযায়ী যিশুর মৃতদেহের কাপড়ের মধ্যে রেখে দেয়{{bibleverse||John|19:39-40|KJV}}.
একটি বিশাল পাথর তারা দিয়ে সমাধির দ্বারটি বন্ধ করে দেন{{bibleverse||Matthew|27:60|KJV}}. তারা বাড়ি ফিরে বিশ্রাম করেন কারণ সূর্যাস্তের পর শুরু হয় [[সব্বাত|সাব্বাত]]{{bibleverse||Luke|23:54-56|KJV}}.তৃতীয় রবিবারে, যেটি [[ইস্টার]] সানডে (বা পাসকা) নামে পরিচিত, সেদিন যিশুর পুনরুত্থান ঘটে.
 
সানহেড্রিয়ানের সদস্য তথা যিশুর গোপন অনুগামী [[আরিমাথিয়ার যোসেফ]] যিশুর বিচারে সম্মতি দেননি। তিনি পিলাতের নিকট যিশুর দেহ চেয়ে নেন ({{Bibleverse||Luke|23:50-52|KJV}})। [[নিকদিম]] নামে যিশুর আর এক গোপন অনুগামী তথা সানহেড্রিয়ানের সদস্য একশো পাউন্ড ওজনের মশলার মিশ্রণ নিয়ে যিশুর দেহ কাপড়ে মুড়তে সাহায্য করার জন্য এগিয়ে এলেন ({{Bibleverse||John|19:39-40|KVJ}})। যিশুর মৃত্যু হয়েছে কিনা তা জানতে পিলাত সেঞ্চুরিয়নকে আদেশ দিলেন ({{Bibleverse||Mark|15:44|KJV}})। এক সৈনিক যিশুর দেহে বর্শার আঘাত করাতে ক্ষতমুখ দিয়ে রক্ত ও জল নির্গত হল। ({{Bibleverse||John|19:34|KJV}}) সেঞ্চুরিয়ন পিলাতকে যিশুর মৃত্যুসংবাদ দিলেন ({{Bibleverse||Mark|15:45|KJV}})।
 
আরিমাথিয়ার যোসেফ যিশুর দেহ পরিষ্কার ক্ষৌমবস্ত্রে মুড়ে ক্রুসবিদ্ধকরণক্ষেত্রের অদূরে একটি বাগানে তাঁর নিজের জন্য নির্মাণ করা প্রস্তরখোদিত সমাধিমন্দিরে রেখে দিলেন ({{Bibleverse||Matthew|27:59-60|KJV}})। নিকদিম ({{Bibleverse||John|3:1|KJV}}) এলেন সোয়া মণ গন্ধরস মেশানো অগুরু নিয়ে। ইহুদি সৎকার প্রথা অনুযায়ী সেগুলি রেখে দিলেন আচ্ছাদন বস্ত্রে যিশুর দেহের সঙ্গে ({{Bibleverse||John|19:39-40|KJV}})। একটি বড়ো পাথর দিয়ে তাঁরা সমাধির মুখ রুদ্ধ করে দিলেন ({{Bibleverse||Matthew|27:60|KJV}})। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে [[সাব্বাথ]] শুরু হয়ে যাবে বলে তাঁরা শীঘ্র ঘরে ফিরে এলেন ({{Bibleverse||Luke|23:54-56|KJV}})। তৃতীয় দিন, রবিবার, যিশু পুনরুজ্জীবিত হলেন।
 
== রোমান ক্যাথলিক চার্চ (গির্জা) অনুযায়ী ==