মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
 
Paranmajhi (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''মুনশী মেহের উল্লাহ''' ([[১৮৬১]] - [[১৯০৭]]) বৃটিশ বাংলার অন্যতম বাগ্মী ও মরদে মোজাহিদ ছিলেন। স্বল্প শিক্ষিত মেহেরুল্লাহ তার তীক্ষ্ণবুদ্ধি এবং প্রত্যুৎপন্নমতিত্বের সাহায্যে তৎকালীন উচ্চ শিক্ষিত এবং সরকারী মদদ পুষ্ঠ খৃষ্টান পাদ্রীদের নাজেহাল করেছেন। তিনি [[ইসলাম ধর্ম]] সহ বিভিন্ন ধর্ম বিষয়ক গ্রন্থ রচনা করেছেন।
 
মেহের উল্লাহ [[১৮৬১]] সালে [[যশোর|যশোরের]] ছাতিয়ানতলা গ্রামে জন্মগ্রহণ করেন। যশোর শহরে সামান্য দর্জিগিরি করে জীবকা নির্বাহ করতেন। এ সময় খৃষ্টান পাদ্রীরা ইসলাম ধর্ম বিরোধী প্রচারে এবং ইসলামের কুৎসা রটনায় তৎপর ছিল। মুন্সী জমির উদ্দিন নামে এক মুসলমান, পাদ্রীদের প্ররোচনায় পড়ে খৃষ্টান ধর্ম গ্রহণ করে [[এহলাবাদAllahabad|এহ্লাবাদের]] ডিভিনিটি কলেজের উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি রেভারেন্ড জন জমির উদ্দিন নাম ধারণ করেন। পাদ্রী জমির উদ্দিন ইসলাম ও কোরআনের বিরুদ্ধে লিখতে শুরু করেন। তখন মুনশী মেহের উল্লাহের সাথে এক বিতর্কে তিনি পরাজিত হয়ে পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।
 
মুনশী মেহের উল্লাহ তার জ্বেহাদী মিশনের সহায়ক হিসেবে যে সব বই লিখেছেন তা হল, খৃষ্টীয় ধর্মের অসারতা, মেহেরুল ইসলাম, বিধবা গঞ্জনা, হিন্দু ধর্ম রহস্য বা দেবীলীলা, রদ্দে খৃষ্টান, পন্দনামা, জওয়াবে নাসারা।