কাইক্লোপ্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
JoyBot (আলোচনা | অবদান)
Unreferenced|date
JoyBot (আলোচনা | অবদান)
clean up using AWB
৪ নং লাইন:
 
== কাইক্লোপ্সদের জীবনী ==
 
=== হেসিয়দ ===
হেসিয়দের [[থিওগনি]] অনুযায়ী তাদের নামগুলো হল - ব্রন্তেস ("বজ্র"), স্তেরোপেস ("বজ্র") ও আর্জেস ("তীব্র-আলোকচ্ছ্টা")। হেসিয়দের থিওগনি অনুযায়ী তারা ছিল বলিষ্ঠ, বিশালদেহী, একরোখা এবং তারা কামারের কাজ করত। তাদের পিতা ইউরেনাস তাদের শক্তি দেখে ভয় পেয়ে তাদেরকেও শতভুজ দৈত্যদের মত তার্তারাসে বন্দী করে। পরে ইউরেনাসপুত্র ক্রোলাস তাদেরকে শতভুজ দৈত্য সাথে তার্তারাস থেকে মুক্ত করে কিন্তু ইউরেনাসকে সিংহাসনচ্যুত করার পরপরই তাদেরকে আবারও তার্তারাসে বন্দী করে এবং দানবী ক্যাম্পেকে কারারক্ষী হিসাবে নিযুক্ত করে। পরবর্তীতে ক্রোনাসের পুত্র জিউস তাদের মুক্ত করে তাদের সাহায্যে ক্রোনাসকে সিংহাসনচ্যুত করে। জিউসের প্রধান অস্ত্র বজ্র সাইক্লোপ্সরাই তৈরী করে দেয়। আর্জেস একে উজ্জ্বলতা দেয়, ব্রন্তেস একে দেয় শক্তি এবং স্তেরোপেস একে দেয় তীব্র-আলোকচ্ছ্টা। সমুদ্রদেবতা পোসাইডনের ত্রিশূল, চন্দ্রদেবী আর্টেমিসের ধনুক ও চাদেঁর আলোর তীর, সূর্যদেবতা অ্যাপোলোর ধনুক ও সূর্যরশ্মির তীর, পাতালদেবতা হেডিস এর শিরস্ত্রাণও সাইক্লোপ্সরা নির্মাণ করে। পরবর্তীতে সূর্যদেবতা অ্যাপোলোর হাতে সাইক্লোপ্সরা নিহত হয়। জিউস অ্যাপোলোর পুত্র অ্যাস্কিপিয়াসকে বজ্রাঘাতে বধ করায় অ্যাপোলো প্রতিহিংসাপরায়ণ হয়ে সাইক্লোপ্সদের তীর নিক্ষেপ করে হত্যা করে। এরপর জিউস পাতালপ্রদেশ থেকে সাইক্লোপ্সদের সাথে অ্যাস্কিপিয়াসকেও উদ্ধার করে আনে।
=== থিওক্রিটাস ===
 
=== ভার্জিল ===
 
{{পুরাণ-অসম্পূর্ণ}}
 
[[Categoryবিষয়শ্রেণী:গ্রীক পুরাণের চরিত্র]]
 
[[af:Sikloop]]