ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
JoyBot (আলোচনা | অবদান)
Unreferenced|date
JoyBot (আলোচনা | অবদান)
clean up using AWB
৩ নং লাইন:
'''ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ''' ([[১২ এপ্রিল]] [[১৮৬৩]]- [[৪ জুলাই]] [[১৯২৭]]) একজন প্রখ্যাত নাট্যকার ছিলেন । তাঁর পিতার নাম গুরুচরণ ভট্টাচার্য । <ref name=ss>সংসদ বাঙালি চরিতাভিধান - দ্বিতীয় খণ্ড - সাহিত্য সংসদ</ref>
 
ক্ষীরোদপ্রসাদ [[মেট্রোপলিটান ইনস্টিটিউট]] থেকে রসায়নে বিএ পাস করেন । এরপর তিনি [[প্রেসিডেন্সী কলেজ]] থেকে [[১৮৮৯]] খ্রিষ্টাব্দে এমএ পাস করেন । [[১৮৯২]] খ্রিষ্টাব্দ থেকে [[১৯০৩]] খ্রিষ্টাব্দ পর্যন্ত জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউসনে অধ্যাপনা করেন । <ref name="ss>সংসদ বাঙালি চরিতাভিধান - দ্বিতীয় খণ্ড - সাহিত্য সংসদ<"/ref>
 
==সাহিত্যকীর্তি==
ছাত্র থাকাকালীন সময় থেকেই তিনি সাহিত্য চর্চা করতেন । [[১৮৮৫]] খ্রিষ্টাব্দে তাঁর ''রাজনৈতিক সন্ন্যাসী'' (দুই খণ্ড) প্রকাশিত হয়েছিল । [[১৮৯৪]] খ্রিষ্টাব্দে তিনি [[অমিত্রক্ষর ছন্দ|অমিত্রাক্ষর ছন্দে]] [[ফুলশয্যা]] নাটকটি রচনা করেন । এটি উচ্চকবিত্বপূর্ণ বাংলা নাটক হিসাবে প্রশংসা পেয়েছিল । ক্ষীরোদপ্রসাদের সবথেকে জনপ্রিয় নাটক ''আলিবাবা'' ([[১৮৯৭]]) । আরব্য উপন্যাসের কাহিনী নিয়ে তিনি এই [[গীতিনাট্য|গীতিনাট্যটি]] লিখেছিলেন । <ref name="ss>সংসদ বাঙালি চরিতাভিধান - দ্বিতীয় খণ্ড - সাহিত্য সংসদ<"/ref>
তাঁর ঐতিহাসিক নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য ''রঘুবীর'', ''বঙ্গের প্রতাপাদিত্য'', ''আলমগীর'', ও ''নন্দকুমার'' । এই নাটকগুলি দেশাত্মবোধক চেতনা জাগাতে সাহায্য করেছিল । তাঁর রচিত ৬টি পৌরাণিক নাটকের মধ্যে ''ভীষ্ম'' ও ''নরনারায়ন'' রঙ্গমঞ্চে বহুদিন অভিনীত হয়েছিল । তিনি মোট ৫৮টি বই লিখেছিলেন । এগুলির মধ্যে কয়েকটি উপন্যাস এবং গল্পের বইও আছে । তিনি ১৯০০ খ্রিষ্টাব্দে [[শ্রীমদ্‌ভগবদগীতা]] অনুবাদ করেন । তিনি ১৩১৬ বঙ্গাব্দ থেকে ১৩২২ বঙ্গাব্দ পর্যন্ত [[অলৌকিক রহস্য (পত্রিকা)|অলৌকিক রহস্য]] নামে একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন । <ref name="ss>সংসদ বাঙালি চরিতাভিধান - দ্বিতীয় খণ্ড - সাহিত্য সংসদ<"/ref>
 
[[গিরিশচন্দ্র ঘোষ|গিরিশচন্দ্রকে]] অনুসরণ করেও তিনি পৌরাণিক নাটককে গিরিশচন্দ্রের প্রভাব থেকে কিছুটা মুক্ত করতে পেরেছিলেন ।
তাঁর [[নাটক]] গিরিশচন্দ্রের নাটকের মত অতটা ভক্তি-রসাসিক্ত ছিল না । তিনি পৌরাণিক চরিত্রগুলিকে বুদ্ধির দিক দিয়ে বুঝতে চেষ্টা করেছিলেন । [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথের]] নাট্যকাব্যের প্রভাব তাঁর কয়েকটি নাটকে সুষ্পষ্ট ভাবে পড়েছিল । <ref name=bb>বাঙ্গালা সাহিত্যের কথা - [[সুকুমার সেন]] - সপ্তম সংস্করণ</ref>
 
 
 
==উল্লেখযোগ্য নাটক==
৩৬ ⟶ ৩৪ নং লাইন:
{{বাংলার নবজাগরণ}}
 
[[Categoryবিষয়শ্রেণী:বাঙালি নাট্যকার]]
[[Categoryবিষয়শ্রেণী:বাঙালি নাট্যব্যক্তিত্ব]]
[[Categoryবিষয়শ্রেণী:বাঙালি লেখক]]
[[Categoryবিষয়শ্রেণী:বাঙালি সম্পাদক]]
[[Categoryবিষয়শ্রেণী:বাংলার নবজাগরণ]]