আজভ সাগর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
TobeBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: th:ทะเลอะซอฟ
JoyBot (আলোচনা | অবদান)
Unreferenced using AWB
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
[[Image:Sea of Azov-NASA.jpg|right|400px|thumb|আজভ সাগরের উপগ্রহ চিত্র (ডিসেম্বর ২০০২); নিচে বামে কৃষ্ণ সাগরের নীলচে-কালো পানি থেকে ছাই-সবুজ রঙের আজভ সাগরকে সহজেই আলাদা করা যায়।]]
'''আজভ সাগর''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]]: Sea of Azov; [[রুশ ভাষা|রুশ ভাষায়]]: Азо́вское мо́ре ''আযোভ়্‌স্কোয়ে মোরে''; [[ইউক্রেনীয় ভাষা|ইউক্রেনীয় ভাষায়]]: Азо́вське мо́ре ''আযোভ়্‌স্ক্যে মোরে''; [[ক্রিমীয় তাতার ভাষা|ক্রিমীয় তাতার ভাষায়]]: Azaq deñizi) [[ইউক্রেন]] ও [[রাশিয়া|রাশিয়ার]] দক্ষিণ উপকূলে অবস্থিত একটি প্রায়-স্থলবেষ্টিত সাগর। এটি দক্ষিণে [[কের্চ প্রণালী|কের্চ প্রণালীর]] মাধ্যমে [[কৃষ্ণ সাগর|কৃষ্ণ সাগরের]] সাথে সংযুক্ত। আজভ সাগর উত্তর-দক্ষিণে প্রায় ৩৪০ কিমি দীর্ঘ এবং পূর্ব-পশ্চিমে প্রায় ১৩৫ কিমি প্রশস্ত। এর আয়তন প্রায় ৩৭,৬০০ বর্গকিমি। দোন ও কুবান নামের বড় দুইটি নদী আজভ সাগরে পতিত হয়েছে। এছাড়াও মিউস, বের্দা, ওবিতোচনায়া এবং ইয়েয়া নদীগুলিও এখানে পতিত হয়েছে। আজভ সাগরের পশ্চিম প্রান্তে আরাবাত নামের একটি ৭০ মাইল দীর্ঘ প্রাকৃতিক বালুবাঁধ সাগরটিকে সিভাশ নামের জলা এলাকা থেকে পৃথক করেছে। সিভাশ ইউক্রেনীয় মূল ভূখণ্ড থেকে ক্রিমেয়া উপদ্বীপকে আলাদা করেছে। আজভ সাগরের গড় গভীরতা মাত্র ১৩ মিটার (৪৩ ফুট)। এটি তাই বিশ্বের সবচেয়ে অগভীর সাগর। দোন ও কুবান নদীর বয়ে আনা পলি নদীগুলির মোহনায় তাগানরোগ উপসাগরে জমা হওয়ায় সেখানে আজভ সাগরের গভীরতা মাত্র তিন ফুট বা তারও কম।