বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উত্তর
৪৪২ নং লাইন:
::@[[ব্যবহারকারী:ফয়েজুল ইসলাম|ফয়েজুল ইসলাম]], আপনার কর্মকাণ্ডে আমরা বিরক্ত। আপনি অন্য উইকিতে গিয়ে স্টুয়ার্ডদের জ্বালাতন করেন কেন? আপনি ভালো করেই জানেন আপনার বাধা কোনদিন উঠানো হবে না। [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান#top|আলাপ]]) ১৭:১৫, ১৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
:::{{ping|আফতাবুজ্জামান}}, আফতাব ভাই, আমাকে পুনরায় কোনো একটা অ্যাকাউন্টে সুযোগ দেওয়া যাবে? ধরুন এই অ্যাকাউন্টে? আমি ধ্বংসপ্রবণ কোনো কাজ করবোনা প্রতিশ্রুতি দিচ্ছি, কিংবা আমার প্রকৃত অ্যাকাউন্ট [[ব্যবহারকারী:জঙ্গলবাসী]] এটা কি স্থানীয় ভাবে খুলে দেওয়া যায়? [[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|রিয়াজ ভাই]] অনুগ্রহ করে ব্যাপারটি দেখবেন। [[ব্যবহারকারী:ফয়েজুল ইসলাম|ফয়েজুল ইসলাম]] ([[ব্যবহারকারী আলাপ:ফয়েজুল ইসলাম|আলাপ]]) ০৩:১৬, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) [[ব্যবহারকারী:ফয়েজুল ইসলাম|ফয়েজুল ইসলাম]] ([[ব্যবহারকারী আলাপ:ফয়েজুল ইসলাম|আলাপ]]) ০৩:১৬, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি)
::::@[[ব্যবহারকারী:ফয়েজুল ইসলাম|ফয়েজুল ইসলাম]], আপনার অ্যাকাউন্টের বাধা জীবনেও তোলা হবে না এটা নিশ্চিত থাকুন। এছাড়া ব্যবহারকারী:জঙ্গলবাসী অ্যাকাউন্টটা তালাবদ্ধ, এই বাধা কেবল স্টুয়ার্ডরা তুলতে পারবে, তবে আবারো, ৫০০+ অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টের বাধা জীবনেও তোলা হবে না এটা নিশ্চিত থাকুন।
::::৫০০+ অ্যাকাউন্ট খোলার পর, আপনি কীভাবে আবার সুযোগ চান, তা আমি জানি না। আপনি আর যতই প্রতিশ্রুতি দেন লাভ নেই। আপনি দুইদিন ভালো করে আবার ধ্বংসাত্মক কাজ করবেন। আপনি এটা বহুবার করেছেন। আপনি জানবেন না, সেই শুরুর দিকে আপনাকে কয়েকবার বাধা দেওয়ার পরেও আবার সুযোগ দিতে আমি আপনার পক্ষ হয়ে নাহিদ ভাইয়ের সাথে আলোচনা করেছিলাম। আপনি তখন একটা অ্যাকাউন্ট থেকে কিছুদিন ভালো কাজ করেছিলেন, কিন্তু তারপর নাহিদ ভাইয়ের মা-বাবা তুলে গালি দিয়েছিলেন, বিভিন্ন উইকিপিডিয়ানের পাতায় গিয়ে নগ্ন ছবি যোগ করেছিলেন। আমাকে তখন উল্টো লজ্জায় পড়তে হয়েছিল যে আমি এমন একজনের পক্ষ নিয়েছিলাম যিনি এইসব কাজ করেন।
::::এখন কথা হল, আপনি এখন ভালো সম্পাদনা করুন বা না করুন, আপনাকে দেখামাত্র বাধা দেওয়া হবে। আপনার এই অ্যাকাউন্টকেও কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে। আপনি বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে চান, ভালো কথা, চুপে চুপে রাখুন, বিভিন্ন জনের পাতায় ছবি যোগ, অমুক তমুক লিখে আপনার উপস্থিতি জানান দেওয়ার দরকার নাই। এতে হয়ত আপনি সাথে সাথে বাধাপ্রাপ্ত না হয়ে ২ ঘণ্টা পরে বাধাপ্রাপ্ত হবেন, পার্থক্য এতটুকুই।
::::আমার এই কথাগুলোতে রাগ হয়ে আপনি আবার ধ্বংসাত্মক কাজে ফিরে যেতে চান নাকি যে ১-২ ঘণ্টা সময় পান, সেই টুকুতে ভালো অবদান রাখতে চান, তা আপনার ব্যাপার। আপনি আবার ধ্বংসাত্মক কাজে ফিরে গেলে, আমার মনে মনে আফসোস করা ছাড়া আর কিছু করার থাকবে না। [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান#top|আলাপ]]) ০৪:১৭, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি)