ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩১ নং লাইন:
{{বাংলাদেশে ইসলাম}}
 
১৯৫৯ সালে, বাংলাদেশের ঢাকায় ইসলামের শিক্ষার প্রচার ও প্রসারে দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। বায়তুল মোকাররম সোসাইটি নির্মাণ করেন [[বায়তুল মোকাররম|বায়তুল মোকাররম জাতীয় মসজিদ]] ({{lang-ar|بيت المكرّم}}) এবং ওলামাগণ, ইসলামী দর্শন, সংষ্কৃতি ও জীবন ব্যবস্থাকে মানুষের কাছে সহজে পৌছে দেওয়ার জন্য এবং তা নিয়ে গবেষণার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন দারুল উলুম।<ref name="BangIFB"/> ১৯৬০ সালে দারুল উলুমকে [[ইসলামিক'ঃপূর্ব পাকিস্তান ইসলামী একাডেমী]]'' নামে নামকরণ করা হয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন [[আবুল হাশিম]] এবং একেকরাচিভিত্তিক সেন্ট্রাল ইন্সটিটিউট অব ইসলামিক রিসার্চ এর একটি শাখা হিসেবে রুপান্তর করা হয়।<ref name="BangIFB"/>
 
মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে, পাকিস্তানি সেনাবাহিনীকে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বঘোষিত সমর্থন ও সহায়তার জন্য নিষিদ্ধ করা হয় ইসলামিক একাডেমীকে। <ref name="SAAGI">{{ওয়েব উদ্ধৃতি| শেষাংশ = Raman| প্রথমাংশ = B.| তারিখ = 2006-08-29| ইউআরএল = http://www.saag.org/papers3/paper232.html| শিরোনাম = Mujib and Islam| বিন্যাস = PHP| সংগ্রহের-তারিখ = 2006-08-29| আর্কাইভের-ইউআরএল = https://web.archive.org/web/20070611031127/http://www.saag.org/papers3/paper232.html| আর্কাইভের-তারিখ = ২০০৭-০৬-১১| অকার্যকর-ইউআরএল = হ্যাঁ}}</ref> একাডেমীটিকে সে সময় রাজনীতিকে ইসলামীকরণের জন্য দোষারোপ করা হয়েছিল।<ref name="SAAGI"/> বর্তমান সংস্থাটি ১৯৭৪ সালে কার্যকর হয়েছিল, যখন [[শেখ মুজিবুর রহমান]] একে আনুষ্ঠানিকভাবে ইসলামিক ফাউন্ডেশন হিসাবে উদ্বোধন করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=Country to be run as per Madinah Charter: PM |ইউআরএল=http://www.thedailystar.net/country-to-be-run-as-per-madinah-charter-pm-16759 |সংবাদপত্র=[[The Daily Star (Bangladesh)|The Daily Star]] |এজেন্সি=UNB |তারিখ=22 March 2014 |সংগ্রহের-তারিখ=28 April 2016}}</ref>